সঞ্চালন প্রকাশনী

সঞ্চালন প্রকাশনী সঞ্চালন প্রকাশনী

"যখন তারীক বিন জিহাদ বলেছিলেন ‘সমুদ্র পেছনে, শত্রু সামনেএখন যুদ্ধই একমাত্র পথ’ তখনই জন্ম নিয়েছিল আন্দালুস বিজয়ের ইতিহাস।...
14/07/2025

"যখন তারীক বিন জিহাদ বলেছিলেন ‘সমুদ্র পেছনে, শত্রু সামনেএখন যুদ্ধই একমাত্র পথ’ তখনই জন্ম নিয়েছিল আন্দালুস বিজয়ের ইতিহাস।"

আন্দালুসের ইতিহাস জানতে পড়ুন 👇
আন্দালুসের গল্প -১

13/07/2025

"উমাইয়ারা দেখিয়ে গেছে, নেতৃত্ব শুধু শক্তির নয়, স্থায়িত্ব আর রূপান্তরেরও এক বড় দৃষ্টান্ত।"

12/07/2025

"খিলাফত ছিল এমন এক শাসন, যেখানে ধনী-গরিব, বাদশাহ-প্রজা—সবাই আইনের নিচে সমান!"

10/07/2025

বৃষ্টির দিনে কোন বইটি পড়ে আপনার সময় কাটছে?

Send a message to learn more

04/07/2025

"দোয়া মুমিনের অস্ত্র – যা পরিবর্তন করে তাকদির!"

"তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব।"
[সূরা গাফির, ৪০:৬০]

04/07/2025

"যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে সেখানে থেকে রিযিক দেন যেখান থেকে সে ধারণাও করে না।"
[সূরা তালাক, ৬৫:২-৩]

03/07/2025

"বল, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেন।"
[সূরা যুমার, ৩৯:৫৩]

03/07/2025

তোমরা যারা দয়ালু, দয়াময় (আল্লাহ) তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, আকাশের যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।”
[সুনান আবু দাউদ, হাদীস: ৪৯৪১]

ইতিহাসের আড়ালে লুকানো কাহিনি, এখন হাতে ধরা যায়।ইতিহাস, যুদ্ধ, সাম্রাজ্য আর উপনিবেশ—সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর পাঠ-অভিজ্ঞত...
30/06/2025

ইতিহাসের আড়ালে লুকানো কাহিনি, এখন হাতে ধরা যায়।
ইতিহাস, যুদ্ধ, সাম্রাজ্য আর উপনিবেশ—
সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর পাঠ-অভিজ্ঞতা!

ইমরান রায়হানের ৮টি গবেষণাভিত্তিক,বই পেয়ে যাচ্ছে ৫০% ছাড়ে।

১। ভাইসরয়ের খুন-১৫০৳
২। মাহফিল থেকে মাহফিল-১৫০৳
৩। বিপিনগঞ্জ বাজার-২০০৳
৪। ১৮৫৭ স্বাধীনতা যুদ্ধের উপাখ্যান-১৫০৳
৫। পাইনের যোদ্ধা-১৫০৳
৬। সম্মুখযুদ্ধের মহানায়ক-২০০৳
৭। সাম্রাজ্যর সিংহাসন-১৫০৳
৮। মহিরুহ-২০০৳

ঘরে বসে সারা বাংলাদেশে বই হাতে পেতে আমাদের ইনবক্স করুন এখন—ই 👇

আমাদের আউটলেট এর ঠিকানা

সঞ্চালন প্রকাশনী

দোকান নং: ১৩, ২য় তলা, ইসলামী টাওয়ার,

১১/১১, বাংলাবাজার, ঢাকা-১১০০।

মোবাইল নাম্বার : 01979456720, 01979456721

#ইমরানরায়হান #সঞ্চালনপ্রকাশনী #বাংলাবই #ইতিহাসেরগল্প #নতুনপ্রকাশনা

ছবিতে  সঞ্চালনের ৬টি বইয়ের কোন বইটি পড়ে আপনার সবচেয়ে বেশি ভালো গেলেছে? জানাতে পারেন আমাদের ইনবক্সে / কমেন্ট সেকশনে।
30/06/2025

ছবিতে সঞ্চালনের ৬টি বইয়ের কোন বইটি পড়ে আপনার সবচেয়ে বেশি ভালো গেলেছে?
জানাতে পারেন আমাদের ইনবক্সে / কমেন্ট সেকশনে।

মানুষের জীবন অতিক্ষুদ্র। কিন্তু এর আবেদন ও অবদানের সম্ভাবনা বিশাল। জীবন সীমাবদ্ধ। কিন্তু একটি জীবনের স্বপ্ন ও প্রভাব অসী...
30/06/2025

মানুষের জীবন অতিক্ষুদ্র। কিন্তু এর আবেদন ও অবদানের সম্ভাবনা বিশাল। জীবন সীমাবদ্ধ। কিন্তু একটি জীবনের স্বপ্ন ও প্রভাব অসীম হতে পারে। এর জন্য চাই জীবন গড়ার প্রেরণা।

এগিয়ে চলার পাথেয়। স্বপ্ন বোনার ক্ষমতা। বাস্তবায়নের ইচ্ছা।

এসব ক্ষেত্রে নিজের এবং অন্যের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা বাতিঘরের ভূমিকা পালন করে। একজন মুসলমানের জন্য অপর মুসলমান আয়নার মতো কাজ করে। কুরআন, সুন্নাহ ও সালাফদের জীবন থেকে তুলে আনা মুক্তোমালা মশালের মতো কাজ করে। এক মলাটে যদি দীনদার, দীনে ফেরা মুমিন ভাই-বোনদের নানা ঘটনার পাশাপাশি জীবন চলার পাথেয় হিসেবে কুরআন, সুন্নাহ ও সিয়ার হতে উপযুক্ত খোরাক পাওয়া যায়, তবে এককথায় একে 'সোনায় সোহাগা' না বলে উপায় নেই। গল্প কল্প চিন্তা বইটি এমনই এক রত্ন। বইটির প্রতিটি গল্পেই রয়েছে জীবনঘনিষ্ঠ শিক্ষা। দীনি আলোচনাসমূহে রয়েছে ব্যক্তিগত চরিত্র গঠন, দাম্পত্য-সম্পর্ক, সংসার গড়ে তোলার এবং নিজেকে পরিণত মুমিন হিসেবে গড়ে তোলার পাথেয়। সবমিলিয়ে বইটি হতে পারে আপনার সেরা বন্ধুদের একজন।

বই : গল্প কল্প চিন্তা
লেখক : আহমাদ ইউসুফ শরীফ
মূল্য = ৪০০৳
ডিসকাউন্ট ৫০% ছাড়ে =২০০৳

আমাদের আউটলেট এর ঠিকানা
সঞ্চালন প্রকাশনী

দোকান নং: ১৩, ২য় তলা, ইসলামী টাওয়ার,

১১/১১, বাংলাবাজার, ঢাকা-১১০০।

মোবাইল নাম্বার : 01979456720, 01979456721

ইতিহাসের সবচেয়ে আলোচিত যুদ্ধগুলোর একটি—ক্রুসেড। ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে বহুপ্রাচীন দ্বন্দ্বের ধারাবাহিকতায় এই যুদ্ধ ...
28/06/2025

ইতিহাসের সবচেয়ে আলোচিত যুদ্ধগুলোর একটি—ক্রুসেড। ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে বহুপ্রাচীন দ্বন্দ্বের ধারাবাহিকতায় এই যুদ্ধ ইতিহাসে গভীর ছাপ ফেলেছে।

এই বইটি পাঠ্যবইয়ের মতো তথ্যসমৃদ্ধ আবার সাধারণ পাঠকদের জন্য সহজবোধ্য।
🔍 গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যেন পাঠক অপ্রয়োজনীয় জটিলতায় না পড়ে।
📘 শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পাঠকের জন্য সমানভাবে উপযোগী।
📚 শেষে রয়েছে সুপারিশকৃত রেফারেন্স বইয়ের তালিকা ও মূল্যবান উদ্ধৃতি।

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when সঞ্চালন প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সঞ্চালন প্রকাশনী:

Share

Category