03/06/2025
‘কমলিওয়ালার দেশে' ’— হজযাত্রার এক মনোমুগ্ধকর ভ্রমণকাহিনি
বইটি শুধু ভ্রমণকাহিনি নয়, এটি হৃদয়স্পর্শী এক আধ্যাত্মিক অভিযান। লেখক তাঁর হজযাত্রার অভিজ্ঞতাকে সাবলীল ও প্রাণবন্তভাবে উপস্থাপন করেছেন। লেখকের চোখ দিয়ে দেখা মক্কা-মদিনার চিত্র , হজের নিয়ম - রীতিনীতি এবং সেখানকার বিচিত্র সব মানুষের আবেগ-অনুভূতি।
বইটি ভিন্ন ভিন্ন শিরোনামে তিনটি পরিচ্ছদে সাজানো। 'তোমার নামের একি নেশা ’ — প্রাণের মদীনাকে নিয়ে লেখা পরিচ্ছেদ। পড়তে পড়তে আমিও মদীনা, নবিজির স্মৃতিবিজড়িত স্থানগুলো ভ্রমণ করেছি। অশ্রুসিক্ত নয়নে মদিনার শাহানশাহের দরবারে হাজির হয়েছি ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
‘মক্কা মোয়াজ্জমার পথে’— এই পরিচ্ছেদে জানতে পেরেছি বেদুইনদের জীবনযাত্রা সম্পর্কে। মাকামে ইবরাহীম, হাজরে আসওয়াদ, জমজম কূপ, পবিত্র কাবা তাওয়াফ, সাফা মারওয়া, মিনা, আরাফাতের ময়দানের বর্ণনা, মসজিদুল হারামের রোয়াকে নীল কবুতরের কলকাকলি বিস্মিত করেছে সাথে হৃদয় ব্যাকুলতা বাড়িয়ে দিয়েছে।
‘ লাব্বাঈক! আল্লাহুম্মা লাব্বাঈক!’— পরিচ্ছেদটি পড়ার সময় অনেক বেশি আবেগাপ্লুত হয়েছি। মনে হয়েছে আমিও আল্লাহর ঘরের মেহমান। দুনিয়াবী চিন্তাভাবনাকে উপেক্ষা করে একজন পাপী বান্দী হাজির হয়েছে মহান রবের দরবারে পবিত্র হজ সম্পন্ন করার জন্য।
বইটিতে ভিন্ন ভিন্ন দেশ থেকে আগত হাজীদের মন মানসিকতা,তাদের আন্তরিকতা নিয়ে কথা বলা হয়েছে । সৌদি কুইজিন সম্পর্কে পড়ার সময় লেখকের মতো আমারও জিভে পানি এসেছে । পবিত্র হজকে ঘিরে গড়ে উঠা রমরমা ব্যবসার কাহিনি মনে করিয়ে দিবে এই যেন রমজানে আমাদের দেশে অসাধু ব্যবসায়ীদের চিন্তা চেতনার প্রতিচ্ছবি। পাশাপাশি, হজ করতে গিয়ে হাজীদের বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হওয়ার কথা লেখক উল্লেখ করেছেন। আরাফাতের ময়দানে নিমগাছ আছে — বইটি পড়ার আগ পর্যন্ত জানতাম না আমি । মরুভূমিতে শ্যাম -বাংলার গাছের উপস্থিতি! যেন অবাক করার মতো বিষয়।
বইটিতে একাধিক শব্দের বানান ভুল চোখে পড়েছে, ফলে পড়ার গতি কিছুটা মন্থর ছিল। পরবর্তী মুদ্রণে বইটি সংশোধন করার অনুরোধ থাকল। এ়ছাড়াও, লেখক কত সালে হজ সম্পন্ন করেছেন সেটা উল্লেখ করেননি বইটিতে। হজের সময়কালটা জানার বেশ আগ্রহ আমার।
সর্বোপরি, , যাদের ভ্রমণকাহিনী বিষয়ক বই পড়ার ইচ্ছে, তাদের জন্য ‘কমলিওয়ালার দেশে ’ চমৎকার একটি বই হতে পারে। সহজ ভাষায় রচিত প্রাণবন্ত বর্ণনার এই বইটি ভ্রমণপ্রেমী পাঠককে বিমোহিত করবে।
বইয়ের নাম : কমলিওয়ালার দেশে
লেখক : ফাহমিদ - উর -রহমান
পৃষ্ঠাসংখ্যা : ৮৮
✍️ সাহার রাহমিন