জয় গুরু

জয় গুরু সফলতার পথে কোন সংক্ষিপ্ত রাস্তা নেই।
,,,,বঙ্গবন্ধু।
(1)

21/07/2025

আজ যখন সংগঠন সঙ্কটে, তখনও মাঠের ত্যাগী কর্মীরাই রাজপথে বুক চিতিয়ে লড়ছে। নেত্রীর ডাকে সাড়া দিচ্ছে, বাংলার পতাকা ধরে রাখছে। অথচ যারা সুবিধা নিয়েছে, সুযোগ নিয়েছে—তারা নীরব দর্শক। সময় এসেছে হিসাব নেবার। সিন্ডিকেট নয়, ত্যাগ-নিষ্ঠা আর মাঠের লড়াইয়ের মূল্যায়ন চাই। কর্মীদের ওপর অন্যায় করলে সংগঠন বাঁচবে না। কর্মীবান্ধব ছাত্রলীগ ফিরিয়ে আনুন। নেতৃত্বে আসুক যোগ্য, পরীক্ষিত, আন্দোলন-সংগ্রামে থাকা ছেলেরা।

আপনারা রাজপথে আসুন, নেতৃত্ব দিন—আমরা মাঠে লড়বো। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আবারও ছাত্রলীগ হবে রাজপথের ভরসা, গণমানুষের ভরসা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেশরত্ন শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আমরা বুক চিতিয়ে দাঁড়াবো।

শেখ হাসিনার প্রতি যদি ভালোবাসা থাকে, ছাত্রলীগের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে— তাহলে ঐ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ বাদ দেন, সময় এসেছে মাঠে নামার।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা।

19/07/2025

একটা এমপি হওয়ার ভোটার কি উপস্থিত করতে পারছে এই জঙ্গি'রা?

19/07/2025

"বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন — তিনি জাতির পিতা, ইতিহাসের মহানায়ক"

ভারত উপমহাদেশের ইতিহাসে বহু কিংবদন্তী নেতা জন্মগ্রহণ করেছেন।
মহাত্মা গান্ধী অহিংসার পতাকা হাতে তুলে নিয়েছিলেন, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন — কিন্তু তিনি পুরো ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন।
পণ্ডিত জওহরলাল নেহেরু আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন, দেশকে শিল্পায়নের পথে এগিয়ে নিয়েছিলেন।
সুভাষ চন্দ্র বসু বিপ্লবের ডাক দিয়েছিলেন, আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন।
মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের আলাদা রাষ্ট্র পাকিস্তানের দাবি তুলেছিলেন, তাদের জন্য সংগ্রাম করেছিলেন।
শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, সৈয়দ আহসান উল্লাহ মাস্টারসহ আরও অনেক নেতা সাধারণ মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন।

কিন্তু—
শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এমন নেতা যিনি তাঁর জাতিকে কেবল অধিকার বা স্বাধীনতা দেননি, দিয়েছেন স্বাতন্ত্র্য। তিনি শুধু রাষ্ট্র দেননি, দিয়েছেন জাতীয়তা, দিয়েছেন ভাষার অধিকার, সংস্কৃতির সম্মান।
যেখানে অন্যরা নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য সংগ্রাম করেছেন, বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন একখণ্ড মাটি ও একখণ্ড পতাকার জন্য — যেখানে ৭ কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

তিনি দাঙ্গা থামানোর জন্য না, তিনি নিজের জাতিকে আলাদা করে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার জন্য লড়েছিলেন। তিনি শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় — অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার এবং সাংস্কৃতিক স্বাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ছিলেন অকুতোভয়।
সেই জন্যই বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন — তিনি জাতির পিতা, ইতিহাসের মহানায়ক।

19/07/2025

৭ই মার্চ স্বাধীনতার ডাক এসেছে যে মাঠ থেকে, সেখানেই রাজাকারের মিলনমেলা।

17/07/2025

"গুলি কর বাইঞ্চোদ" বলা ফোর্সের উপর সম্মানবোধ আর কখনোই তৈরি হবে না।
“যে বাহিনীর মুখে শুধু গুলি আর গালাগালির শব্দ শোনা যায়, সেই বাহিনীর ওপর দেশের সাধারণ মানুষের বিশ্বাস আর কখনোই ফিরবে না। কারণ যেখানে অস্ত্রের ঝংকার, সেখানে মানবতার আর্তনাদ হারিয়ে যায়।”

17/07/2025

"Give me a chance"
I will make the politics of the extremist militant group Children's Party miserable.

17/07/2025

গোপালগঞ্জ আপডেট ১৭ জুলাই ২০২৫.
প্রশাসনের একটি সূত্র মতে গোপালগঞ্জে পুলিশ/ আর্মির আগ্নেয়াস্ত্রের ছোড়া গুলিতে ১৯ জন গোপালগঞ্জবাসী নিহত।
মুমূর্ষু ও আশঙ্কা জনক অবস্থায় রয়েছে আরো ১০-১২ জন। গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে সেনাবাহিনীর সদস্য রা উপস্থিত আছেন। নিহত বা আহতদের পরিবারের সদস্যদের সাথে বাজে ব্যবহার এবং নানা হুমকি দেওয়া হচ্ছে সাথে ডাক্তারদের উপর কড়া নির্দেশনা রয়েছে কোনো তথ্য উপাত্ত যেনো বাইরে মিডিয়ার কাছে না পৌঁছায়।





17/07/2025

ঐ জিল্লু হেলিকপ্টার দে
😜
ঢাকায় ফেরার রাস্তা শরিয়তপুর মাদারীপুর সাধারণ জনতা বন্ধ করে দিছে।

17/07/2025

গোপালগঞ্জে হত্যা কেনো?
প্রশাসন জবাব দে!

৮ম শ্রেনীর ছাত্রীকে দলবদ্ধ ধ'র্ষণের ঘটনায় উত্তাল খাগড়াছড়ি। সহপাঠীদের মানববন্ধনে বাঁধা দেওয়ার অভিযোগ আসছে সেনাবাহিনীর বির...
17/07/2025

৮ম শ্রেনীর ছাত্রীকে দলবদ্ধ ধ'র্ষণের ঘটনায় উত্তাল খাগড়াছড়ি। সহপাঠীদের মানববন্ধনে বাঁধা দেওয়ার অভিযোগ আসছে সেনাবাহিনীর বিরুদ্ধে। পত্রিকার অকাল মৃত্যুর জন্য সমবেদনা জানাচ্ছি।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ—এই দু’জনের সম্পর্ক ছিল আত্ম...
17/07/2025

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ—এই দু’জনের সম্পর্ক ছিল আত্মার সম্পর্কের মতো। জীবনের প্রতিটি মুহূর্তে বঙ্গবন্ধুর পরামর্শ ও আশীর্বাদ ছিলেন তাজউদ্দীন সাহেবের জন্য পাথেয়।

তাজউদ্দীন আহমদ জীবনের এক কঠিন সময় পার করছিলেন। বিবাহবিচ্ছেদের তিন বছর পর তিনি সৈয়দা জোহরা তাজউদ্দীনকে বিয়ে করেন। কিন্তু বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় জানতে পারেন তাঁর নবপরিণীতা স্ত্রী গর্ভবতী। এই সংবাদে দিশেহারা তাজউদ্দীন আত্মমর্যাদার কথা ভেবে বঙ্গবন্ধুর শরণাপন্ন হন।

তাজউদ্দীন কাতর কণ্ঠে বঙ্গবন্ধুকে বলেন—
“লিডার, জন্মের পরে যদি ওর রক্তের ধারায় কুলাঙ্গার জন্মায়, তবে মৃত্যুর পর আমি কিভাবে পরপারে শান্তিতে থাকবো? আমার দেশের মানুষ তো আমাকে নিয়েও একদিন তিরস্কার করবে।”

বঙ্গবন্ধু তাঁর সেই প্রাণের বন্ধুকে স্নেহভরা কণ্ঠে শান্ত্বনা দেন—
“শোনো তাজ, ছেলে হোক আর মেয়ে হোক, তুমি তোমার আদর্শে মানুষ করবে। আমি এই দেশ স্বাধীন করে দিয়ে যাবো। তোমার ত্যাগ, তোমার আত্মসম্মান, তোমার আদর্শ কোনো দিন এই জাতি ভুলবে না। আমার আওয়ামী লীগের কর্মীরা তোমাকে চিরদিন শ্রদ্ধা ও সম্মানের আসনে বসাবে।”

সেই থেকেই তাজউদ্দীন আহমদ হয়ে উঠলেন ত্যাগ, আদর্শ ও দেশপ্রেমের প্রতীক। বাঙালি জাতি আজও তাঁর স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করে।

বি.দ্র.: বিয়ের ১৬ দিন আগেই যে কুলাঙ্গারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, সেই মালডা-ই আজকের এই দুঃখজনক ইতিহাসের দায়ী। অতএব, জঙ্গি গোষ্ঠীর সাথে সেই কুলাঙ্গারের একাত্মতা দেখলে অবাক হওয়ার কিছু নেই।

17/07/2025

মাদারীপুর বাসী চিলড্রেন জানোয়ার গুলো ঘোনাপাড়া পাড় হচ্ছে আপনারা রেডি হন।

Address

Gandaria

Telephone

+8801711390661

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয় গুরু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জয় গুরু:

Share