Faithnewsbd

Faithnewsbd faithnewsbd will be the most read newspaper in Bangladesh. The online portal of faithnewsbd is the most reliable Bengali website in the world.

প্লিজ subscribe...
07/09/2024

প্লিজ subscribe...

"LEARN"---Its a magical word by that we are updating us in different sphere of our life. We can achieve it in every single step of our life. By the advancement of Digital Technology our learn process is ongoing and never-ever unstopped. We are rectifying, changing and updating our life by the involv...

আলহামদুলিল্লাহ। অবশেষে আজকে থেকে আমরা SSC এর সাধারন গণিত এবং ইংরেজি এর combined কোর্সের ঘোষণা দিচ্ছি। আগামীকাল থেকেই এই ...
29/07/2023

আলহামদুলিল্লাহ। অবশেষে আজকে থেকে আমরা SSC এর সাধারন গণিত এবং ইংরেজি এর combined কোর্সের ঘোষণা দিচ্ছি। আগামীকাল থেকেই এই কোর্সে ভর্তি শুরু হয়ে যাচ্ছে। ভর্তি শেষ তারিখ আগস্টের ১০ তারিখ।

কি কি থাকছে এই কোর্সেঃ

 বেশি বেশি Vocabulary মনে রাখার উপায়।
 গ্রামার আয়ত্ত করার উপায়।
 ইংরেজিতে বলতে এবং লিখতে পারার উপায়।
 গনিত বুঝে বুঝে করার উপায়।

মোটকথা শিক্ষার্থীদের ভাল ফলাফল করার জন্য যা যা করার দরকার আমরা সকল কিছু করতে বদ্ধপরিকর।

আমাদের সবগুলো ক্লাস জুমের মাধ্যমে এবং ফেসবুক লাইভে হবে। এতে করে আপনারা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। সকল সমস্যা সমাধান করে নিতে পারবেন। এছাড়াও ক্লাসগুলো রেকর্ড থাকবে। আপনারা ইচ্ছা মত পরেও ক্লাসগুলো দেখাতে পাবেন।

সর্বশেষ ফাইনাল পরীক্ষার আগে আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন দেয়া হবে যা থেকে শতভাগ কমনের নিশ্চয়তা থাকবে।

কোন কিছু জানার থাকলে সরাসরি বিজ্ঞাপনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন।

09/09/2022
26/07/2022

National University এর প্রফেশনাল প্রোগ্রামের জন্য সেরা একটি institution.
যাদের রয়েছে...
১. সবচাইতে ভাল ফলাফল।
২. ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকরা অসম্ভব আন্তরিক।

পিএম অফিস ঘেরাও করতে এলেও বিএনপিকে বাধা দেবে না পুলিশ--মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন,আমি তো বলে দিয়...
25/07/2022

পিএম অফিস ঘেরাও করতে এলেও বিএনপিকে বাধা দেবে না পুলিশ--মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন,আমি তো বলে দিয়েছি- তারা যদি প্রাইম মিনিস্টার অফিসও ঘেরাও করতে আসে পুলিশ তাদের যেন বাধা না দেয়। বিশেষ করে বাংলা মোটরে বাধা দেওয়া, এটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না, হেঁটে হেঁটে যতদূর আসতে পারে কোনো আপত্তি নেই। আমি চা খাওয়াব, বসাব, কথা বলতে চাইলে শুনব। কারণ, আমি গণতন্ত্রে বিশ্বাস করি। তবে যদি বোমাবাজি করে, ভাংচুর করে- বাধা দেব। সেটা করলে উপযুক্ত জবাব পাবে।

#আন্দোলন

26/06/2022

সচেতনতামূলক পোস্টঃ
রাতের ট্রেনে যারা জার্নি করেন তারা সাবধান!
ভয়ঙ্কর তথ্য জানালেন পুলিশের এসআই 🙏
গত কয়েক বছরে রেললাইনের বিভিন্ন স্পট থেকে প্রায় দেড়শ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি মৃতদেহ পাওয়া যায় আখাউড়া- ভৈরব- কিশোরগঞ্জ- কসবা এবং বি-বাড়িয়া হয়ে নরসিংদী পর্যন্ত। পুলিশ এই লাশগুলোর বেশিরভাগ অজ্ঞাত পরিচয় দিয়ে আত্মহত্যা হিসেবে রেকর্ড করে। তারপর মর্গ হয়ে মাটিচাপা। লাশের পরিচয় হিন্দু কিংবা মুসলিম এখানে দেখা হয় না। ডোম মৃত ব্যক্তির জামাকাপড় রেলওয়ে ডোমঘরের সামনে ঝুলিয়ে রাখে।
যদি বছর দুয়েকের ভেতর মা-বাবা এসে জামা কাপড় দেখে তাদের সন্তাকে যদি সনাক্ত করতে পারে তাহলে কবর দেখিয়ে দেয়া হয়। তবে জামাকাপড় রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময়। জামাকাপড় দেখে কারও পরিচয় জানা অসম্ভব হয়ে পড়ে তখন।
রেললাইনে পাওয়া এ লাশগুলোর বেশিরভাগই কিন্তু মার্ডার কেস। দশ-বিশ-পাঁচশ টাকা কিংবা পকেটে থাকা মোবাইল ফোন ছিনতাই করার জন্য মার্ডারগুলো করা হয়। বিশ টাকার জন্যও ট্রেনে থাকা ছিনতাইকারীরা মানুষ খুন করছে।
ছিনতাইয়ের নিয়মটা হচ্ছে ট্রেনের দুই বগির মাঝখানে করিডোরের মতো থাকে। দুই পাশে দরজা এবং বাথরুম। রাতের ট্রেনে এসব জায়গায় সুবিধামত সময়ে লোক পেলে ছিনতাইকারী চক্রের দুইজন পেছন থেকে আক্রমণ করে। আক্রমণের নিয়ম হচ্ছে গামছাকে পেঁচিয়ে চিকন করা হয় প্রথমে।

তারপর দুই মাথা দুইজন ধরে যাকে আক্রমণ করা হবে, তার গলায় পেছন থেকে এক প্যাঁচ দিয়ে দু’পাশ থেকে হেঁছকা টান। ১৫ সেকেন্ডের ভেতরই ওই লোক মারা যাবে। না মরলেও তার জীবন ওইখানেই শেষ।

এরপর ভিকটিমের পকেট থেকে যা নেওয়ার নিয়ে পাশের দরজা দিয়ে ফেলে দেবে। রাতের ট্রেনে সবাই ঘুমায়। তাছাড়া ট্রেনের আওয়াজ থাকে। কেউ কিচ্ছু টের পাবে না। পুরো কাজটা করতে সময় লাগে সর্বোচ্চ দেড় মিনিট। এই ছিনতাইকারী চক্রের লোক ধরা পড়ে কিন্তু আবার জামিনে বের হয়।

আদালতের কাছে এভিডেন্স থাকে না পর্যাপ্ত। এভিডেন্স না থাকলে বিচারও করা সম্ভব হয় না। এরকম তথ্য জানিয়ে রাতের ট্রেনে যারা ভ্রমণ করেন তাদের সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন পুলিশের এই সাব-ইন্সপেক্টর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা মঙ্গলবার (৩১ মে ২০২২) টুঙ্গিপাড়া থেকে  হেলিকপ্টারযোগে ঢ...
01/06/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা মঙ্গলবার (৩১ মে ২০২২) টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারযোগে ঢাকা ফেরার পথে স্বপ্নের পদ্মা সেতু দেখে আবেগ আপ্লুত হয়ে দোয়া ও মোনাজাত করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।



পদ্মা সেতু: কারও কাছে স্বপ্নের, কারও কাছে গর্বের,  কারও কাছে প্রেরণার, কারও কাছে দৃঢ় সংকল্প, কিন্তু কারও কাছে জীবনের অন্...
01/06/2022

পদ্মা সেতু: কারও কাছে স্বপ্নের, কারও কাছে গর্বের, কারও কাছে প্রেরণার, কারও কাছে দৃঢ় সংকল্প, কিন্তু কারও কাছে জীবনের অন্তিম ইচ্ছা-- এটা ভাবা যায়?

হ্যাঁ, এই আবেগঘন ঘটনাই ঘটেছে। গত বুধবার, লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে আইসিইউ-তে থাকা এক তরুণ তার পিতার কাছে ইচ্ছা প্রকাশ করেছে পদ্মা সেতু দেখার। কারণ আপনার-আমার মতো সেও সংবাদে দেখেছে: বিশ্বের অন্যতম অত্যাধুনিক স্থাপনার সেতু হিসেবে নান্দনিক সৌন্দর্যের আলোকরশ্মি ছড়ানো ‘পদ্মাসেতু’ চালু হচ্ছে শিগগিরই। কিন্তু ততদিনে জীবনের আলো নিভে যেতে পারে তার। হাসপাতালের আইসিইউ-তে শুয়ে মৃত্যুপথযাত্রী সন্তান তাই বাবা-মার কাছে শেষ আবদার হিসেবে বলেছে: মৃত্যুর আগে নিজের চোখে পদ্মাসেতু দেখতে চায় সে।

সন্তানের শেষ ইচ্ছা পূরণের জন্য আইসিইউ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স ভাড়া করেন পিতা। এরপর সেই অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে যান পদ্মাসেতুর মাওয়া প্রান্তে। অ্যাম্বুলেন্সে শুয়েই পদ্মাসেতু দেখলো অসুস্থ ছেলেটি।

কী বলবেন এই ঘটনাটিকে? শুধুই কী কোনো তরুণের অন্তিম ইচ্ছা? নাকি গর্বিত বাংলাদেশকে দেখতে চাওয়ার আাকাঙ্ক্ষা? হয়তো তার কাছে শেষবারের মতো বেঁচে থাকার প্রেরণার কারণও হতে পারে শত প্রতিকূলতা ডিঙিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো এই পদ্মাসেতু।

এই সেতু বাঙালি জাতিকে যেভাবে বিশ্বের বুকে গর্বিত করেছে, মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে, জুগিয়েছে সাহস ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়; ঠিক তেমনি- আজ প্রতিটি সচেতন মানুষের মনে দৃপ্ত সাহস সঞ্চার করা এবং শত চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ী হওয়ার অনুপ্রেরণার প্রতীকেও পরিণত হয়েছে স্বপ্নের পদ্মাসেতু।

জয় বাংলা!

02/04/2022

সবাইকে মাহে' রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন, আমীন।

https://faithnewsbd.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7...
22/03/2022

https://faithnewsbd.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি By adminPosted on March 22, 2022 নারায়ণ....

https://faithnewsbd.com/%e0%a7%ae%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f%e0%...
14/03/2022

https://faithnewsbd.com/%e0%a7%ae%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%81/

৮১ হাজার লিটার সয়াবিন মজুদ By adminPosted on March 14, 2022 জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদের দায়ে দুই ব্যবসায়....

https://faithnewsbd.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a...
13/02/2022

https://faithnewsbd.com/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f-%e0%a6%ad/

করোনা মহামারির মধ্যে বিষয় ও নম্বর কমিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি চাইছেন, মে...

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when Faithnewsbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share