নবপ্রকাশ

নবপ্রকাশ ইতিহাস, গল্প ও উপন্যাসের পাঠকদের প্রধান ঠিকানা

14/07/2025

ছোটদের সাহাবি সিরিজ

নবধ্বনি ঈদসংখ্যা যে প্রকাশ হয়ে মহা সমারোহে দেশের প্রান্তে প্রান্তে চলে যাচ্ছে, সে কথা তো জানাতেই ভুলে গিয়েছিলাম। যারা এখ...
10/07/2025

নবধ্বনি ঈদসংখ্যা যে প্রকাশ হয়ে মহা সমারোহে দেশের প্রান্তে প্রান্তে চলে যাচ্ছে, সে কথা তো জানাতেই ভুলে গিয়েছিলাম।

যারা এখনও সংগ্রহ করোনি, পাবে আমাদের বিক্রয়কেন্দ্র নবপ্রকাশ-এ। ইসলামী টাওয়ারের ২য় তলা, বাংলাবাজার, ঢাকা।

যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে চাও, নিচের নম্বরগুলোতে যোগাযোগ করো:
01974888441
01913508743

পৃষ্ঠাসংখ্যা: ৩৬৮
খরিদমূল্য: ২০০

বই সম্পর্কেবইটি কার জন্য? যদি আপনি আন্তর্জাতিক ঘটনা অনুসন্ধানে ব্রতী হন, কোন ঘটনার পর কোনটা, তো বইটি আপনার জন্য নয়। দুঃখ...
30/06/2025

বই সম্পর্কে

বইটি কার জন্য? যদি আপনি আন্তর্জাতিক ঘটনা অনুসন্ধানে ব্রতী হন, কোন ঘটনার পর কোনটা, তো বইটি আপনার জন্য নয়। দুঃখিত। হ্যাঁ, আপনি যদি আন্তর্জাতিক রাজনীতিতে আগ্রহী হন, তবে এই মুহূর্তে আপনার হাতে বিশ্বসেরা বইগুলোর একটি।

আন্তর্জাতিক রাজনীতির খেলোয়াড়রা কিভাবে খেলে, কী দেখে সিদ্ধান্ত নেয়, কেমন সিদ্ধান্ত নেয়-সেসবের বিদঘুটে, অন্ধকারাচ্ছন্ন এবং একই সাথে জটিল দিকগুলো লেখক তুলে এনেছেন দারুণ মুনশিয়ানায়, ঝরঝরে গদ্যে।

বইটি পাঠ করার আগে পাঠকের জ্ঞাতার্থে বলতে চাই, বইয়ের একেবারে শেষ বাক্যটি না পড়া পর্যন্ত বই নিয়ে কোনো সিদ্ধান্তে আসবেন না, কোনো মন্তব্য করা থেকেও বিরত থাকবেন। এ বইটিই এমন, যার প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ। প্রতিটি অধ্যায় যেন প্রাসাদের একেকটি দেয়াল, একটি দেয়াল যার ভেঙে পড়লে পুরো প্রাসাদটিই ধসে পড়বে। এ কারণে বইটি পাঠ করতে হবে ভাবাবেগ বর্জন করে, কিছু তথ্য ও ঘটনা হয়তো আপনাকে আপনার পুরোনো বিশ্বাসের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে।



আব্বাসি খলিফা হারুনুর রশিদ থেকে হেফাজত-আমির শাহ আহমদ শফীমুসলিম মনীষীদের জীবন-সংগ্রাম ও সাম্প্রতিক ইতিহাসের ধারাবর্ণনা
29/06/2025

আব্বাসি খলিফা হারুনুর রশিদ থেকে হেফাজত-আমির শাহ আহমদ শফী
মুসলিম মনীষীদের জীবন-সংগ্রাম ও সাম্প্রতিক ইতিহাসের ধারাবর্ণনা

নতুন মুদ্রণ প্রিয়তমা রাজকুমারী -৩
28/06/2025

নতুন মুদ্রণ

প্রিয়তমা
রাজকুমারী -৩

বই সম্পর্কেআমাদের দেশের প্রেক্ষাপটে কর্নেল গাদ্দাফিকে একজন মহানায়কের স্থান দেয়া হয়ে আসছে বরাবর। তার দেয়া নাগরিক সুবিধা, ...
26/06/2025

বই সম্পর্কে

আমাদের দেশের প্রেক্ষাপটে কর্নেল গাদ্দাফিকে একজন মহানায়কের স্থান দেয়া হয়ে আসছে বরাবর। তার দেয়া নাগরিক সুবিধা, দেশকে উন্নয়নের চূড়ায় তোলার প্রচেষ্টা অথবা সাম্রাজ্যবাদী পশ্চিমের বিরুদ্ধাচরণ-এসবই উঠে আসত পত্রিকার পাতায়। কিন্তু প্রকাশিতব্য এই অনুবাদগ্রন্থে এমন কিছু সত্য উঠে আসবে, যা এদেশের মানুষকে গাদ্দাফির ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য করবে।

বাব আল-আজিজিয়া-যা ছিল মুয়াম্মার গাদ্দাফির মায়াকানন; সেখানে তিনি কীভাবে যাপন করতেন নিজের গোপন জীবন-সেই কুৎসিত সত্যের এক জলজ্যান্ত বয়ান এ বই।

গাদ্দাফির যৌনলালসা মেটাতে গোপন সেই হেরেমে বন্দী ছিল যে শত শত মেয়ে, এখানে তাদের কয়েকজনের জবানি উঠে এসেছে। সুরাইয়া তাদেরই একজন-বইয়ের অন্দরে পাঠক যার বেদনাবিধুর আত্মজীবন শুনতে পাবেন।

লিবিয়ার রাষ্ট্রপতি হিসেবে গাদ্দাফির কর্মকাণ্ড মূল্যায়নের দুরূহ কাজটি পাঠকের হাতেই রইল। তেমনি ব্যক্তি গাদ্দাফির চারিত্রিক কর্মকাণ্ডের মূল্যায়নও-মনে হয় পাঠক নিজেই অনুধাবন করতে পারবেন।



প্রিয়তমা ~সালাহউদ্দীন জাহাঙ্গীর
25/06/2025

প্রিয়তমা

~সালাহউদ্দীন জাহাঙ্গীর

বই সম্পর্কেকিছুক্ষণ চলার পর একটা ভবনের সামনে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে রাইনোর চালক। বৃদ্ধ সাদ্দাম হোসাইন পেছনের সিট থেকে উঠে...
25/06/2025

বই সম্পর্কে

কিছুক্ষণ চলার পর একটা ভবনের সামনে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে রাইনোর চালক। বৃদ্ধ সাদ্দাম হোসাইন পেছনের সিট থেকে উঠে দাঁড়ালেন। ঝাকুনিতে ভেঙে যাওয়া কোটের ভাঁজগুলো হাত নেড়ে ঠিক ঠাক করতে ব্যস্ত দেখা গেল তাঁকে। সৈন্যদের একজন আগেই কোটটা যত্ন সহকারে ইস্ত্রি করে দিয়েছিল। লোকটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। যাওয়ার পথে তিনি বারজনের প্রত্যেককেই বিদায় সম্ভাষণ জানাচ্ছিলেন এবং ফিসফিস করে কিছু বলছিলেন। রাইনোর ভেতরের বাতিটা তখন টিমটিম করে জ্বলছে।

দৃশ্যটার ভার বইতে না পেরে কয়েকজন সৈন্যের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল সেদিন।

দরজার সামনে পৌঁছে তিনি পেছনে ফিরে তাকান। 'খোদা তোমাদের সহায় হন'-এই বলে মাথা নিচু করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন।


আমাদের মধ্যপ্রাচ্য বিষয়ক বইগুলো  #নবপ্রকাশ  #মধ্যপ্রাচ্য
23/06/2025

আমাদের মধ্যপ্রাচ্য বিষয়ক বইগুলো

#নবপ্রকাশ #মধ্যপ্রাচ্য

বই সম্পর্কেবইয়ের লেখক ইলান প্যাপে ১৯৭৩ সালে ইয়োম কিপুর যুদ্ধের সবচেয়ে গুরুতর যুদ্ধক্ষেত্র গোলান মালভূমিতে ইজরাইলি সেনাসদ...
23/06/2025

বই সম্পর্কে

বইয়ের লেখক ইলান প্যাপে ১৯৭৩ সালে ইয়োম কিপুর যুদ্ধের সবচেয়ে গুরুতর যুদ্ধক্ষেত্র গোলান মালভূমিতে ইজরাইলি সেনাসদস্য হিসেবে লড়াই করেছেন। এরকম একজন 'ইহুদি' থেকে আমরা যা আশা করি, প্যাপের ক্ষেত্রে সেরকমটা করলে 'আশাহত' হতে হবে নিশ্চিত।

হ্যাঁ, তিনি এবং তার মতো বেশকিছু ইজরাইলি ইতিহাসবিদ আপনাকে আশাবাদী করবে যদি আপনি নতুন পৃথিবীর স্বপ্ন দেখেন। যদি স্বপ্ন দেখেন কাফনরূপে মাতৃভূমির পতাকা গায়ে নিয়ে গোরস্তানের পরিবর্তে ফিলিস্তিনিরা একদিন মাতৃভূমির পতাকা বুকে জড়িয়ে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিনের রাজপথে হাঁটবে।

ফিলিস্তিনি শিশু বাবার কাঁধে চড়ে কচি হাতে দেশের পতাকা নাড়িয়ে 'ইয়াওমুল কুদস' উদযাপন করবে।

ইহুদি প্রোপাগান্ডা, ইহুদি ষড়যন্ত্র-শব্দগুলো শুনলেই অনেক 'বিদ্বান' নাক কুঁচকান, ভ্রূকুটি করেন। আড়ালে হাসি-তামাশাও করেন। তারা নিশ্চিত প্যাপের এই বই পড়তে গিয়ে হোঁচট খাবেন।

#নবপ্রকাশ #টেন_মিথস_অ্যাবাউট_ইসজরাইল

ইন দ্য হ্যান্ড অব তালেবান এক অর্থে লেখিকা ইভন রিডলির আত্মজীবনী নয়।আবার অন্য অর্থে এটা তার আত্মজৈবনিক এক অসামান্য দলিল।স্...
21/06/2025

ইন দ্য হ্যান্ড অব তালেবান এক অর্থে লেখিকা ইভন রিডলির আত্মজীবনী নয়।

আবার অন্য অর্থে এটা তার আত্মজৈবনিক এক অসামান্য দলিল।

স্বভাবতই এ কথার মধ্যে একটা মতদ্বৈততা খুঁজে পাবেন পাঠকমাত্রই।

এখানে মতদ্বৈততার তৈরি হয়েছে মূলত বন্দিবস্থায় তার স্থিতি এবং মুক্ত হয়ে তার ইসলাম গ্রহণের পটভূমির কারণে।

২০০১ সালে ইভন রিডলি যতোটা না আলোচিত হয়েছিলেন তালেবানের হাতে বন্দি হয়ে, তার চেয়ে বেশি আলোচিত হয়েছিলেন মুক্তির কিছুদিন পর অকস্মাৎ ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করে। এটা পশ্চিম তো বটেই, অবাক করেছিলো আমার মতো প্রাচ্যের অনেক তরুণকেই। তখন থেকেই মুসলিমবিশ্বে ইভন রিডলি খুব পরিচিত একটি নাম। সত্যি বলতে, বর্তমানে মুসলিমদের কাছে পশ্চিমে তিনি অনেকটা অচেনা অভিভাবকের মতোই একজন।

ইসলাম গ্রহণের পর নানা কারণেই সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। কখনো ফিলিস্তিনের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন জানিয়ে, কখনো ইসলামে নারীর অধিকার সম্পর্কে স্পষ্ট ভাষণ দিয়ে, কখনো বা জঙ্গিবাদ নিয়ে খোলামেলা আলোচনা করে। তিনি সবসময়ই আপন আলোয় ছিলেন সয়ম্ভর।

এ গ্রন্থ বয়ান করেছে ইভন রিডলির ৯/১১ এবং তৎপরবর্তী জীবনের আলোড়িত অংশ। যা যে কোনো পাঠকের পাঠোত্তেজনার পারদকে নিমিষেই বাড়িয়ে দিতে সমর্থ রাখে।

#নবপ্রকাশ ্য_হ্যান্ড_অফ_তালেবান

Address

Gandaria

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801974888441

Alerts

Be the first to know and let us send you an email when নবপ্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবপ্রকাশ:

Share

Category