
20/07/2025
গিভঅ্যাওয়েতে অংশগ্রহণের কিন্তু আজই শেষ দিন!
ঝিনাইদহের ছোট উপজেলা হরিণাকুণ্ডুতে এক ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীকে ভয়ানকভাবে খুন করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। লাশের চারপাশে থাকা জাদুবিদ্যার সরঞ্জাম দেখে পুলিশ বুঝতে পারে, মেয়েটাকে বলি দেওয়া হয়েছে। নৃশংস এই হত্যাকান্ডের তদন্তে নেমে ওয়াসি এবং জামসেদ সাহেব হতবুদ্ধি হয়ে যায়। তারা খুনের সাথে বিশাল মাদক সিন্ডিকেটের যোগসূত্র খুঁজে পায়। অতীতে ইরানের নিষিদ্ধ গোষ্ঠী একইভাবে কুমারী মেয়েদের বলি দিত। সিরিয়াল কিলিং আর নেশা চক্রের কেন্দ্রবিন্দু ছিল আয়না মহল, যার ঠিকানা ছিল অজানা।
অতীতে নিখোঁজ মেয়েদের খুঁজতে গেলে পুলিশের সামনেই একের পর এক মেয়ে অপহরণ হতে থাকে। রেহাই পায় না থানার ওসির একমাত্র মেয়ে রেহেনুমা। ওয়াসি কী পারবে তাকে বাঁচাতে? নিরীহ মেয়েদের খুনের সিলসিলা কী থামবে এবার? খুনির সাথে প্রশাসনের কেউ জড়িত নয় তো? বিদেশি গোষ্ঠীর সাথে তার কী সম্পর্ক? আয়না মহলই বা কোথায়?
পৈশাচিক খুনের রহস্যের জট খুলতে চলেছে মার্ডার মিস্ট্রি এবং ক্রাইম থ্রিলার উপন্যাস "আয়নামহল"।
বইয়ের নাম : আয়নামহল
লেখক : মো: মেহেদী রহমান
জনরা : ক্রাইম থ্রিলার
পৃষ্ঠা সংখ্যা : ২৪০
মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩১৫ টাকা মাত্র!
অর্ডার করতে ভিজিট করুন https://www.dheebooks.com/book-details/815202/ayna-mohol
--------------------------------------------------------------------------------
গিভঅ্যাওয়েতে অংশগ্রহণের নিয়মাবলী :
১। ধী - dhee বুকশপের পেজে লাইক/ফলো দিন এবং বন্ধুদের ইনভাইট করুন।
২। লেখকের পেজে লাইক/ফলো দিন।
লেখকের পেইজ লিংক : https://www.facebook.com/share/16imG9S74c/
৩। লেখকের এখন পর্যন্ত প্রকাশিত বই ও গল্পগুলোর নাম পোস্টের কমেন্টে লিখুন এবং সাথে আপনার ৫ জন বন্ধুকে একই কমেন্টে মেনশন করুন।
৪। পোস্টটি শেয়ার করুন।
◑ অংশগ্রহণের সময়সীমা : ৯ জুলাই থেকে ২০ জুলাই, রাত ১২ টা পর্যন্ত।
নিয়ম মেনে অংশগ্রহণ করা সকল পাঠকদের মধ্য থেকে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন 'আয়নামহল' বইটি।
তাহলে আর দেরী কেন? অংশগ্রহণ করুন এবং পরিচিতদের মেনশন দিয়ে অংশগ্রহন করতে বলুন। সবার জন্য শুভকামনা।
মেতে উঠুন বইয়ের উন্মাদনায়!!!