ধী - dhee

ধী - dhee আপনার বইয়ের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান - 'ধী' ! www.dheebooks.com
সহজ, সুলভ এবং দ্রুত!
(1)

বই জ্ঞানের পরিধি বাড়ায়। বাড়ায় চিন্তার পরিধি, কল্পনার বিস্তৃতি। বই-ই হচ্ছে অতীত - বর্তমান- ভবিষ্যৎ এর সেতু বন্ধন। বইরয়ের পাতায় গড়িয়ে গড়িয়ে ঘুরে আসা যায় সময়ের এপার- ওপার।

দার্শনিক রেনে দেকার্ত বলেছিলেন, "বই পড়া যেন গত শতকের মহৎ ব্যক্তিবর্গের সাথে আলাপচারিতা করা।" যাদেরকে আমরা দেখিনি, যারা আমাদেরকে দেখবেন না, আর যারা বর্তমান - এদের সবার জন্য বই হচ্ছে তথ্য ভাণ্ডার।

প্রজন্মের হাত ধরেই গড়ে ওঠে নতুন

সমাজ, নতুন দেশ, নতুন পৃথিবী, নতুন সভ্যতা। প্রজন্মের হাত ধরেই জ্ঞান-বিজ্ঞান পৌঁছে যায় অতীত থেকে ভবিষ্যতে, আর যার আধার হচ্ছে বই। বই-ই পারে একটি সুসভ্য সমাজ-দেশ-পৃথিবী গড়ে তুলতে।

প্রযুক্তির এই যুগে প্রযুক্তির কোলে পিঠে গড়ে ওঠা ও বেড়ে ওঠা এক প্রতিষ্ঠান “ধী” - “dhee - the pierian spring”। জ্ঞান এর দুয়ার, চিন্তার দুয়ার, কল্পনার দুয়ার যেন সবার জন্য খুলে যায়, জ্ঞান এর ঝর্ণা যেন সবার তৃষ্ণা মেটায়, বই যেন হাতে হাতে পৌছে যায় শেষ পাঠকেরও কাছে, খুব সহজে - সে লক্ষ্য নিয়েই “ধী” এর জন্ম।

আমরা কেউ গল্প, কেউ কবিতা, কেউ উপন্যাস, কেউ প্রবন্ধ, কেউ ভ্রমণ, কেই ইতিহাস ভালোবাসি। কেউবা গবেষনা গ্রন্থ খুঁজি, অথবা খুঁজি কোন রেফারেন্স বই। কিংবা খুঁজি একাডেমিক বা প্রাতিষ্ঠানিক বই পত্র । যার সবটাই আমাদের দুয়ারে পৌঁছে দেবার ব্রত নিয়েই “ধী” এর আগমন।
এই ব্যস্ত জীবনে বেরসিক কাজকর্মের ভীড়ে খুব সহজে প্রযুক্তির সহায়তায় আপনার প্রয়োজনীয় বইটি যেন দ্রুততম সময়ে সবচাইতে সহজলভ্য উপায়ে আপনার হাতে পৌঁছে যায়, তার-ই প্রচেষ্টায় লিপ্ত “ধী”। সাফল্য কোন গন্তব্য নয়, সাফল্য হচ্ছে এক অবিরাম যাত্রা। আসুন আমরা সবাই সে যাত্রায় সহযাত্রী হই।
ধী হোক আগামীর অন্যতম বাতিঘর!


জ্ঞান ই মুক্তি!
'ধী - দ্য পাইরিয়ান স্প্রিং'
dhee - the pierian spring.

গিভঅ্যাওয়েতে অংশগ্রহণের কিন্তু আজই শেষ দিন!
20/07/2025

গিভঅ্যাওয়েতে অংশগ্রহণের কিন্তু আজই শেষ দিন!

ঝিনাইদহের ছোট উপজেলা হরিণাকুণ্ডুতে এক ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীকে ভয়ানকভাবে খুন করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। লাশের চারপাশে থাকা জাদুবিদ্যার সরঞ্জাম দেখে পুলিশ বুঝতে পারে, মেয়েটাকে বলি দেওয়া হয়েছে। নৃশংস এই হত্যাকান্ডের তদন্তে নেমে ওয়াসি এবং জামসেদ সাহেব হতবুদ্ধি হয়ে যায়। তারা খুনের সাথে বিশাল মাদক সিন্ডিকেটের যোগসূত্র খুঁজে পায়। অতীতে ইরানের নিষিদ্ধ গোষ্ঠী একইভাবে কুমারী মেয়েদের বলি দিত। সিরিয়াল কিলিং আর নেশা চক্রের কেন্দ্রবিন্দু ছিল আয়না মহল, যার ঠিকানা ছিল অজানা।

অতীতে নিখোঁজ মেয়েদের খুঁজতে গেলে পুলিশের সামনেই একের পর এক মেয়ে অপহরণ হতে থাকে। রেহাই পায় না থানার ওসির একমাত্র মেয়ে রেহেনুমা। ওয়াসি কী পারবে তাকে বাঁচাতে? নিরীহ মেয়েদের খুনের সিলসিলা কী থামবে এবার? খুনির সাথে প্রশাসনের কেউ জড়িত নয় তো? বিদেশি গোষ্ঠীর সাথে তার কী সম্পর্ক? আয়না মহলই বা কোথায়?

পৈশাচিক খুনের রহস্যের জট খুলতে চলেছে মার্ডার মিস্ট্রি এবং ক্রাইম থ্রিলার উপন্যাস "আয়নামহল"।

বইয়ের নাম : আয়নামহল
লেখক : মো: মেহেদী রহমান
জনরা : ক্রাইম থ্রিলার
পৃষ্ঠা সংখ্যা : ২৪০
মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা
ধী বিক্রয় মূল্য : ৩১৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://www.dheebooks.com/book-details/815202/ayna-mohol

--------------------------------------------------------------------------------

গিভঅ্যাওয়েতে অংশগ্রহণের নিয়মাবলী :

১। ধী - dhee বুকশপের পেজে লাইক/ফলো দিন এবং বন্ধুদের ইনভাইট করুন।

২। লেখকের পেজে লাইক/ফলো দিন।
লেখকের পেইজ লিংক : https://www.facebook.com/share/16imG9S74c/

৩। লেখকের এখন পর্যন্ত প্রকাশিত বই ও গল্পগুলোর নাম পোস্টের কমেন্টে লিখুন এবং সাথে আপনার ৫ জন বন্ধুকে একই কমেন্টে মেনশন করুন।

৪। পোস্টটি শেয়ার করুন।

◑ অংশগ্রহণের সময়সীমা : ৯ জুলাই থেকে ২০ জুলাই, রাত ১২ টা পর্যন্ত।
নিয়ম মেনে অংশগ্রহণ করা সকল পাঠকদের মধ্য থেকে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন 'আয়নামহল' বইটি।
তাহলে আর দেরী কেন? অংশগ্রহণ করুন এবং পরিচিতদের মেনশন দিয়ে অংশগ্রহন করতে বলুন। সবার জন্য শুভকামনা।
মেতে উঠুন বইয়ের উন্মাদনায়!!!

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই  #প্রি_অর্ডার আজ থেকে আঠেরোশো বছর আগে চোলমণ্ডলের পুষ্পহার নগরীতে বাস করত বণিকপুত্র কোভালন...
20/07/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

আজ থেকে আঠেরোশো বছর আগে চোলমণ্ডলের পুষ্পহার নগরীতে বাস করত বণিকপুত্র কোভালন, তার পরিণীতা কন্নকী ও প্রণয়িনী মাধবী। তাদের সম্পর্কের উত্থানপতনকে প্রাথমিকভাবে আশ্রয় করে কল্পনা ও বাস্তববোধ, স্বপ্ন ও জাগরণ, ব্যষ্টি ও সমষ্টিজীবনের চিরায়ত দ্বন্দু এবং সেই দ্বন্দ্বের মধ্য দিয়েই মানুষের চিরকালীন পথান্বেষণ এ উপন্যাসের মর্মবস্তু হয়ে উঠেছে। তামিল মহাকাব্য ‘শিলল্পদিকরম’-এর আখ্যানরেখাকে অনুসরণ করেও অতীতকালের দর্পণে আমাদের সমকালকেই প্রতিবিম্বিত করতে চেয়েছে এ উপন্যাস।

এই দ্বন্দ্ব-সমাকুল জীবনের দুর্গম বনপথের মধ্য দিয়ে কোভালন, কন্নকী, কাভুন্দির মতোই অধুনাতন কালের আমরাও কোনো এক আশাশীল প্রত্যয়ের মাদুরাই নগরীর দিকেই যাত্রা করেছি। সেখানে উপনীত হয়ে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেলেও আবার ফিনিক্স পাখির মতো আমরা জেগে উঠেছি প্রণয়কাবেরীর তটভূমিকায়। এই বিশিষ্ট অর্থেই ‘মূর্ছিত নূপুর’ প্রকৃতপক্ষে আবহমানের শরীরে সাম্প্রতিকের হৃৎস্পন্দন।

বইয়ের নাম : মূর্ছিত নূপুর
লেখক : সন্মাত্রানন্দ
প্রকাশনী : ধানসিঁড়ি (ভারত)
পৃষ্ঠা সংখ্যা : ৩৩৬

✅ ধী বিক্রয় মূল্য : ৮৫০ টাকা মাত্র!

• এই অফারটা শুধু আগামী ২২ জুলাইয়ের ভিতর অগ্রিম ফুল পেমেন্টে পাওয়া যাবে। ডেলিভারি চার্জ প্রযোজ্য।

• ডেলিভারির সময়কাল ১-৫ আগস্টের ভিতর!

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই  #প্রি_অর্ডার এক আকাশ নক্ষত্রের নীচে দাঁড়িয়ে ছেলেটি, একাকী। মা-বাবাকে হারিয়ে ফেলেছে বহুদি...
20/07/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

এক আকাশ নক্ষত্রের নীচে দাঁড়িয়ে ছেলেটি, একাকী। মা-বাবাকে হারিয়ে ফেলেছে বহুদিন আগেই। দেশকে হারিয়ে হাজার হাজার মাইল দূরের এক অজানা রহস্যঘেরা দেশে তার বেড়ে ওঠা। নিঃসঙ্গ অথচ ঘটনাবহুল জীবনের মর্মরধ্বনি শুনতে শুনতে তার অন্থহীন পদচারণা। নিজের আত্মাকে খুঁজে চলেছে সে।

তখন তাঁর মাত্র সতেরো বছর বয়স। কিশোর রাস্কিন লিখে চলেছেন এমন একটি উপন্যাস যা প্রকাশের অল্পদিনের মধ্যেই তাঁকে পরিচিতি এনে দেবে বিশ্বের তামাম পাঠকদের মধ্যে। ১৯৫৬ সালে Coward-McCann প্রকাশ করবে নিছক এক কিশোরের লেখা অত্যাশ্চর্য কাহিনি। ঠিক পরের বছরেই তাঁর জন্য অপেক্ষা করবে John Llewellyn Rhys পুরস্কার। ধীরে ধীরে দেশহারা, পরিবার-পরিজনহারা এক কিশোর ছুঁয়ে ফেলবে জনপ্রিয়তার শিখর। ‘রাস্টি’ তখন আর শুধুমাত্র উপন্যাসের কোনো চরিত্রের নাম নয়, হয়ে উঠবে ভারতীয় ইংরেজি সাহিত্যের পাঠকদের সামনে এক আইকন।

এ এক বিদ্রোহের গল্প, একাকীত্বের বিরুদ্ধে বিদ্রোহ, নিঃসঙ্গতার বিরুদ্ধে বিদ্রোহ, শিকল বাঁধা ইচ্ছেগুলিকে মুক্ত করতে চেয়ে বিদ্রোহ, প্রবল প্রতিকূলতার মাঝে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে চেয়ে বিদ্রোহ। পিতৃ-মাতৃস্নেহ বঞ্চিত জীবনে অভিভাবকের মাত্রাছাড়া অনুশাসন, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই, বিজাতীয় বন্ধুত্ব, অসমবয়সি প্রেম, বিচ্ছেদ, ক্রমাগত হারিয়ে ফেলার মধ্যে নিজেকে খুঁজে চলা— এই হল রাস্টির যাত্রাপথ।

রাসকিন বন্ডের জনপ্রিয়তম উপন্যাস, The Room on the Roof এর প্রথম অনুমোদিত বাংলা অনুবাদ, 'চিলেকোঠার ঘর'।

বইয়ের নাম : চিলেকোঠার ঘর
লেখক : রাস্কিন বন্ড
অনুবাদ : পার্থ প্রতিম দাস
প্রকাশনী : বুক ফার্ম (ভারত)
পৃষ্ঠা সংখ্যা : ১৬০

✅ ধী বিক্রয় মূল্য : ৪৭০ টাকা মাত্র!

• এই অফারটা শুধু আগামী ২২ জুলাইয়ের ভিতর অগ্রিম ফুল পেমেন্টে পাওয়া যাবে। ডেলিভারি চার্জ প্রযোজ্য।

• ডেলিভারির সময়কাল ১-৫ আগস্টের ভিতর!

 #প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍🌸 শিরোনাম প্রকাশন থেকে প্রকাশিতব্য নতুন তিনটি বই প্রি-অর্ডার করলেই পাচ্ছেন ৫০% ছাড়ে মাত্র ৪২৫ ট...
20/07/2025

#প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍

🌸 শিরোনাম প্রকাশন থেকে প্রকাশিতব্য নতুন তিনটি বই প্রি-অর্ডার করলেই পাচ্ছেন ৫০% ছাড়ে মাত্র ৪২৫ টাকায়!! 🔥

🌸 প্রতিটি বইয়ের সাথে থাকছে আকর্ষণীয় বুকমার্ক উপহার 😍

✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ৫ আগস্ট, ২০২৫

♦ বইয়ের আলাদা মূল্য :

🍀 দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি - ১২৫ টাকা
🍀 অ্যানিমেল ফার্ম - ১২৫ টাকা
🍀 মাটিল্ডা - ১৭৫ টাকা

♦️ বিস্তারিত তথ্য :

বই : দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি (ইলাস্ট্রেটেড ভার্সন)
লেখক : আর্নেস্ট হেমিংওয়ে
অনুবাদ : লুৎফুল কায়সার
সম্পাদনা : আশরাফুল সুমন
প্রচ্ছদ : সজল চৌধুরী
পৃষ্ঠা : ১২৮
ধরণ : ক্রাউন হার্ডকভার
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা

কাহিনি সংক্ষেপ :
কাহিনিটা সান্তিয়াগো নামের এক নিঃসঙ্গ বুড়ো জেলের। যে গত চুরাশি দিন কোনো মাছ ধরতে পারেনি। এলাকার বাকি জেলেরা তাকে নিয়ে হাসাহাসি করে! অনেকের মতেই বুড়ো নাকি ‘অপয়া’। এককালে এই বুড়োই ছিল অঞ্চলের সেরা জেলে। তার শরীরে ছিল অনেক শক্তি! কৃষ্ণাঙ্গ এক পালোয়ানের সাথে পাঞ্জা লড়ে, তাকে হারিয়ে দিয়েছিল সে। এলাকার লোকেরা তখন তাকে ডাকত ‘চ্যাম্পিয়ন’ বলে।
সেই বুড়োই আজ অনেক দুর্বল। একটা পুচকে ছেলে ছাড়া আর কেউই তার ব্যাপারে তেমন চিন্তা করে না। সময় সবকিছু বদলে দেয়, তাই না?
পঁচাশিতম দিনে একাকী মাছ ধরতে গেল বুড়ো। নিজেকে নতুন করে প্রমাণ করতে হবে তাকে। হুট করেই ও ধরে ফেলল বিশালাকৃতির একটা মার্লিন মাছকে। কিন্তু মাছটাকে নিয়ে কি নিরাপদে ফিরতে পারবে লোকালয়ে?
একপাল হাঙর বুড়োর পিছু নিয়েছে! কী হবে এখন?
জানতে পড়ুন আর্নেস্ট হেমিংওয়ের কালজয়ী উপন্যাসিকা ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’।
আর ভাবুন... গল্পটা কি শুধুই বুড়োর? নাকি আমাদের প্রত্যেকের?
-----------------------------------------

বই : অ্যানিমেল ফার্ম (ইলাস্ট্রেটেড ভার্সন)
লেখক : জর্জ অরওয়েল
অনুবাদ : আশিকুর রহমান
সম্পাদনা : আশরাফুল সুমন
প্রচ্ছদ : সজল চৌধুরী
পৃষ্ঠা : ১২৮
ধরণ : ক্রাউন হার্ডকভার
মুদ্রিত মূল্য : ২৫০ টামা

কাহিনি সংক্ষেপ :
খামারে পাকিয়ে উঠলো
অসন্তোষের দানা
হাড়ভাঙা খাটুনি আর
বরাতে সামান্য খানা?
হাতে তুলে নিয়ে
ন্যায়বিচারের খড়গ
শপথ নিলো তারা, বানাবে এক স্বর্গ
মানুষকে সে কথা বলা যে বারণ
জলদি চাই নচ্ছাড়দের বিতারণ!
গড়লো কি সেই স্বপ্নের সাম্য ভূমি?
পড়া শেষ হলেই জানতে পারবে তুমি!

প্রিয় পাঠক, জর্জ অরওয়েলের বিখ্যাত
ক্লাসিক “অ্যানিমেল ফার্ম”-এ
আপনাকে স্বাগতম!
----------------------------------------

বই : মাটিল্ডা (ইলাস্ট্রেটেড ভার্সন)
লেখক : রোয়াল্ড ডাল
অনুবাদ : সোহানা রহমান
সম্পাদনা : শামিমা অর্ণী
প্রচ্ছদ : জাওয়াদ উল আল
ধরণ : ক্রাউন হার্ডকভার
পৃষ্ঠা : ২২৪
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা

কাহিনি সংক্ষেপ :
মাটিল্ডা এক অসাধারণ বাচ্চা মেয়ে, যার মেধা সাধারণের ধরাছোঁয়ার বাইরে। অথচ তার পরিবার তাকে বোঝে না, বরং অবহেলা করে। স্কুলেও তাকে মোকাবেলা করতে হয় ভয়ংকর প্রধান শিক্ষিকা মিস ট্রাঞ্চবুলের অত্যাচার। কিন্তু মাটিল্ডার আছে এক গোপন শক্তি — এমন এক বিশেষ ক্ষমতা যা দিয়ে সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে। মাটিল্ডার বুদ্ধি, সাহস আর মিস হানির ভালোবাসার গল্প, ছোট্ট এক মেয়ের অসাধারণ হয়ে ওঠার অনুপ্রেরণাদায়ক কাহিনী।

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

বার্নার্ড শ-র সবচেয়ে জনপ্রিয় নাটক 'পিগম্যালিয়্যান'।এলাইজা নামের এক তরুণীর সাধারণ ফুলওয়ালী থেকে ডাচেসের মতো সুদর্শনা,...
20/07/2025

বার্নার্ড শ-র সবচেয়ে জনপ্রিয় নাটক 'পিগম্যালিয়্যান'।

এলাইজা নামের এক তরুণীর সাধারণ ফুলওয়ালী থেকে ডাচেসের মতো সুদর্শনা, সংবেদনশীল ও রুচিশীলা নারীতে রূপান্তরিত হওয়ার কাহিনি। এ রূপান্তরের মাধ্যমে মেয়েটির মধ্যে তার নিজের আত্মার উৎসারণ ঘটে, তার মধ্যে জেগে ওঠে কঠোর আত্মমর্যাদাবোধ। এলাইজার ভেতরের এ রূপান্তর দেখে শুধু হেনরি হিগিনসই চমকে ওঠে না, চমকে উঠতে হয় পাঠক-দর্শকদেরও। সুন্দর উচ্চারণে কথা বলা এবং রাস্তার এক অশিক্ষিত মেয়েকে তা শেখানোর প্রয়াস এ-নাটকের প্রকাশ্য উপজীব্য হলেও প্রেম-ভালোবাসা নিয়ে মানবিক হাস্যরসের মধ্য দিয়ে উন্মেচন করা হয়েছে সমাজের শ্রেণিব্যবস্থা শ্রেণি-বিভেদের স্বরূপ। উপদেশমূলক নাটকও যে জনপ্রিয় হতে পারে তার প্রমাণ 'পিগম্যালিয়্যান'।

বইয়ের নাম : পিগম্যালিয়্যান
লেখক : জর্জ বার্নার্ড শ
অনুবাদ : নিয়াজ মোরশেদ

মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
ধী বিক্রয় মূল্য : ২৬০ টাকা মাত্র!

অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

ইংরেজি সাহিত্যে রাস্কিন বন্ড অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তাঁর ভৌতিক, অলৌকিক ও অতিপ্রাকৃত গল্পগুলি সাধারণত আমাদের চেনা ছকের গ...
19/07/2025

ইংরেজি সাহিত্যে রাস্কিন বন্ড অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তাঁর ভৌতিক, অলৌকিক ও অতিপ্রাকৃত গল্পগুলি সাধারণত আমাদের চেনা ছকের গল্পের পরিসীমাকে অনেকটাই ছাড়িয়ে যায়। আমাদের পরিচিত ভৌতিক কাহিনির কাঠামোয় যে হাড়-হিম-করা কিংবা শিরদাঁড়া-কাঁপানো আতঙ্ক তা সেখানে অনুপস্থিত; বরং তাঁর সৃষ্ট অলৌকিক জগৎ অনেকটাই যেন লৌকিক। সেখানে পরতে পরতে অনুভব করা যায় ভালোবাসা, সমবেদনা এবং সহানুভূতির সূক্ষ্ম সুর যা আমাদের মনে দীর্ঘস্থায়ী দাগ কেটে যায়।

রাস্কিন বন্ডকে একজন পাঠক প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি ভূত বিশ্বাস করেন?’ কিছুক্ষণ থমকে লেখক জবাব দেন, ‘তেনাদের অস্তিত্বে আমি বিশ্বাস করি না বটে, কিন্তু মাঝে মধ্যেই দর্শন পেয়ে থাকি।’ তাঁর মতে, ‘দেখলেই বিশ্বাস’, প্রচলিত এমন ধারণা হয়তো সবসময় ঠিক নয়। কারণ জাদুকরের কৌশল অনেক সময় দর্শকের মনে বিভ্রমের সৃষ্টি করে। তখন মিথ্যেকেই তারা সত্যি ভাবে। রাস্কিন বন্ডের দাবি, তিনি বিভিন্ন সময়ে ভূত-প্রেত, ডাইনি, দত্যি-দানো কিংবা অলৌকিক জীবের কথা শুনেছেন অথবা নিজে বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি অনুভব করেছেন।

বইয়ের নাম : ভৌতিক অলৌকিক সমগ্র
লেখক : রাস্কিন বন্ড
অনুবাদ : করণ দাসগুপ্ত
জনরা : হরর গল্প সংকলন
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬

মুদ্রিত মূল্য : ৩৪০ টাকা
ধী বিক্রয় মূল্য : ২৫৫ টাকা মাত্র!

অর্ডার করতে ভিজিট করুন https://dheebooks.com/book-details/745215/voutik-oloukik-somogro

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই  #প্রি_অর্ডারবিংশ শতাব্দীর চারের দশক। সারা দুনিয়া টলে উঠেছে নানা ঘটনা আর অঘটনে। বাংলার অ...
19/07/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

বিংশ শতাব্দীর চারের দশক। সারা দুনিয়া টলে উঠেছে নানা ঘটনা আর অঘটনে। বাংলার অর্থনীতি আর দৈনন্দিন জীবনেও পড়েছে তার ছায়া। বিপত্নীক ও নিঃসন্তান ভূপেন্দ্রনাথ তাই কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। তাঁর শ্রম ও অধ্যবসায়ে গড়ে ওঠা ব্যবসার ভবিষ্যৎ নিশ্চিত করবে কে?

এই পটভূমিতে হঠাৎই দেখা দিল এক অদ্ভুত সমস্যা। ভূপেন্দ্রনাথের বসতবাটিতে আনাগোনা ঘটল এক রহস্যময় আগন্তুকের। কী চায় সে? এই প্রশ্নের রক্তরঞ্জিত উত্তর পাওয়া গেল অচিরেই। আততায়ীর হিংস্র আক্রমণে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেলেন মানুষটি।

তারপর? অপরাধী কি ধরা পড়ল?

বইয়ের নাম : মুখোশের আড়ালে
লেখক : অনুষ্টুপ শেঠ
জনরা : হরর
প্রকাশনী : অন্তরীপ (ভারত)
পৃষ্ঠা সংখ্যা ; ১১২

✅ ধী বিক্রয় মূল্য : ২৭০ টাকা মাত্র!

• এই অফারটা শুধু আগামী ২২ জুলাইয়ের ভিতর অগ্রিম ফুল পেমেন্টে পাওয়া যাবে। ডেলিভারি চার্জ প্রযোজ্য।

• ডেলিভারির সময়কাল ১-৫ আগস্টের ভিতর!

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই  #প্রি_অর্ডার আছে এক ভাতের হোটেল। তবে, তা স্রেফ নামেই।বাংলা সাহিত্যের আর পাঁচটা ভাতের হোট...
19/07/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

আছে এক ভাতের হোটেল। তবে, তা স্রেফ নামেই।

বাংলা সাহিত্যের আর পাঁচটা ভাতের হোটেলের মতো এই হোটেল নয়। এই হোটেল যত না অদ্ভুত, তার চেয়ে বেশি অদ্ভুত খোদ হোটেলের মালিক আওলাদ মিয়া। তিনি কে? এক পৃথুলদেহী ভাতের হোটেল ব্যবসায়ী, যাঁর মুখে কাঁচা-পাকা চাপদাড়ি আছে। যিনি কিনা বছরের একটা দিন সম্পূর্ণ অচেনা লোকদের নিয়ে গল্পের আড্ডা বসান। জীবনের অদ্ভুত, অব্যাখ্যাত ও অস্বাভাবিক গল্পটি শোনানোর জন্য আওলাদ আবদার করেন। আদতে লোকের কাছে কোন জমজমাট গল্পের সন্ধান করছেন আওলাদ মিয়া? বইয়ের পাতায় এর উত্তর আছে।

গল্পের খোঁজে আওলাদ মিয়া ভাতের হোটেলে আটকে পড়া মানুষের আড্ডা বসান, নামেন আজব অভিযানে, হানা দেন বড়োলোকের ড্রয়িং রুমে কিংবা নিজেই বনে যান গল্পের মুখ্যচরিত্র।

অতিপ্রাকৃত, অলৌকিক, আধিভৌতিক উপাখ্যানগুলোতে বার বার ফিরে এসেছে বাঙালির ভুলে যাওয়া ইতিহাস। গল্পগুলো নেহাত থ্রিলার সাহিত্যের বাইরে পাঠকের মনে ভাবনার নতুন খোরাক জোগালে এই আয়োজন সার্থক হয়ে উঠবে।

অ্যাডভেঞ্চার, উত্তেজনা ও রহস্যের বারুদে ঠাসা অদ্ভুতুড়ে ভাতের হোটেলের মজলিশি গল্পের আসরে পাঠককে স্বাগতম।

বইয়ের নাম : অদ্ভুতুড়ে ভাতের হোটেল
লেখক : নিয়াজ মেহেদী
প্রকাশনী : বুক ফার্ম (ভারত)
পৃষ্ঠা সংখ্যা : ২৬০

✅ ধী বিক্রয় মূল্য : ৬৮০ টাকা মাত্র!

• এই অফারটা শুধু আগামী ২২ জুলাইয়ের ভিতর অগ্রিম ফুল পেমেন্টে পাওয়া যাবে। ডেলিভারি চার্জ প্রযোজ্য।

• ডেলিভারির সময়কাল ১-৫ আগস্টের ভিতর!

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই  #প্রি_অর্ডারআঠারো শতক। আটলান্টিক মহাসাগর জুড়ে জলদস্যুদের দাপট। ক্রীতদাস কিংবা তামাক, তুল...
19/07/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

আঠারো শতক। আটলান্টিক মহাসাগর জুড়ে জলদস্যুদের দাপট। ক্রীতদাস কিংবা তামাক, তুলো অথবা চিনি—লুঠ করার মতো জাহাজের অভাব নেই মহাসাগরের বুকে। জলদস্যুদের সেই স্বর্ণযুগে 'ব্ল্যাকবিয়র্ড'-এর আটলান্টিক-ত্রাস হিসেবে উত্থান। তার ফ্লাগশিপ কুইন অ্যানস রিভেঞ্জ-এর দাপটে আটলান্টিকের ত্রিমুখী বাণিজ্য পথ পযুর্দস্ত। ওক্রেকোক খাঁড়ির যুদ্ধে রয়েল নেভির হাতে ব্ল্যাকবিয়র্ডের মৃত্যুতে আটলান্টিকের বাণিজ্যপথ সংকট মুক্ত হলো বটে, কিন্তু ব্ল্যাকবিয়র্ডের ফ্ল্যাগশিপ আর লুকোনো ঐশ্বর্য নিয়ে রয়ে গেল নানা কিংবদন্তী।

সমুদ্র প্রত্নতত্ত্ববিদ এমা মিলারের লক্ষ্য আঠারো শতকে ডুবে যাওয়া জাহাজ কুইন অ্যানিস রিভেঞ্জ, ব্ল্যাকবিয়র্ডের ফ্ল্যাগশিপ উদ্ধার।

মিলারের নেতৃত্বে সেই লুকোনো ঐশ্বর্যর খোঁজে এক স্বপ্নসম্ভব অভিযানই এই উপন্যাসের একমাত্র উপজীব্য নয়।— এই স্বপ্নসম্ভব অভিযানের পাশাপাশি এই উপন্যাস খুঁজেছে ঔপনিবেশিক সময়ের ইংল্যান্ডকে এবং আফ্রিকায় তাদের শোষণের মূল চরিত্রটিকেও।

বইয়ের নাম : নষ্ট চাঁদের আলো
লেখক : অলোক সান্যাল
প্রকাশনী : সুপ্রকাশ (ভারত)
পৃষ্ঠা সংখ্যা : ৩৯৭

✅ ধী বিক্রয় মূল্য : ১০২০ টাকা মাত্র!

• এই অফারটা শুধু আগামী ২২ জুলাইয়ের ভিতর অগ্রিম ফুল পেমেন্টে পাওয়া যাবে। ডেলিভারি চার্জ প্রযোজ্য।

• ডেলিভারির সময়কাল ১-৫ আগস্টের ভিতর!

 #প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ৩১ জুলাই, ২০২৫প্রি-অর্ডার শুরু হয়ে গেল সরাসরি জাপানিজ থেকে অনূদিত...
19/07/2025

#প্রি_অর্ডার (৫০% ছাড়) 😍

✅ প্রি-অর্ডারের শেষ সময়সীমা : ৩১ জুলাই, ২০২৫

প্রি-অর্ডার শুরু হয়ে গেল সরাসরি জাপানিজ থেকে অনূদিত কেইগো হিগাশিনোর মাসকারেড হোটেল বইটির 🔥

বইয়ের নাম : মাসকারেড হোটেল
লেখক : কেইগো হিগাশিনো
রূপান্তর : কাবিদ হাসান, সালেহ আহমেদ মুবিন
জনরা : ডিটেকটিভ থ্রিলার
পৃষ্ঠা সংখ্যা : ৩২০

মুদ্রিত মূল্য : ৫৫০ টাকা
৫০% ছাড়ে ধী প্রি-অর্ডার মূল্য : ২৭৫ টাকা মাত্র!

#কাহিনি_সংক্ষেপ

পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে এলো অদ্ভুত এক তথ্য৷ বিলাসবহুল "হোটেল কর্তেসিয়া টোকিও"তে হতে পারে এক সিরিয়াল কিলারের পরবর্তী খুন। কোসুকে নিত্তাকে পাঠানো হলো তদন্তে৷ সে ছদ্মবেশে হোটেলের রিসেপশনিস্ট হিসেবে যোগ দেয় খুনিকে ধরতে। হোটেলের অভিজ্ঞ কর্মী নাওমি হয় তার সহযোগী৷ যে কিনা অতিথি সেবায় নিষ্ঠাবান, কিন্তু নিত্তার গোপন মিশন নিয়ে বেশ সন্দিহান।

কাহিনি যত এগোয়, হোটেলের কর্মচারী, অতিথি আর পুলিশের সম্পর্ক হতে থাকে ক্রমশ জটিল৷ তারা অনুধাবন করে ভয়ানক একটা সত্য৷ খুনি হয়তো তাদেরই মাঝে লুকিয়ে আছে। নিত্তা ও নাওমি একসাথে পুরোদমে তদন্ত চালিয়ে যায়, যেখানে পুলিশি কৌশল আর হোটেলের নিয়মকানুন বারবার মুখোমুখি এসে দাঁড়ায়৷

কেইগো হিগাশিনোর অনবদ্য গল্পবিন্যাসে এই উপন্যাস শুধু একটি রহস্য গল্প নয়; এখানে উঠে আসে সমাজের প্রতিটি মানুষের পরা "মুখোশ", ভণ্ডামির নাটক, আর সত্যের মুখোমুখি হওয়ার এক অবিরাম যুদ্ধ।

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন m.me/dheebooks অথবা ফোন করুন 01537-371856

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই #প্রি_অর্ডার'কাঞ্চনফুলের কবি' এমন একজন মানুষ ও সময়কে বিষয় করে লেখা উপন্যাস, যেখানে সত্য ও...
19/07/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

'কাঞ্চনফুলের কবি' এমন একজন মানুষ ও সময়কে বিষয় করে লেখা উপন্যাস, যেখানে সত্য ও ইতিহাসনিষ্ঠ থাকার দায় আছে। সেই মানুষটির নাম জীবনানন্দ দাশ। তিনি এমন গভীর ও প্রভাবসঞ্চারী কবি আর তাঁর সাদাকালো ও রহস্যময় জীবন, সময়ের সঙ্গে সঙ্গে অনুরাগী পাঠক ও গবেষক বারবার তাঁকে আবিষ্কার করে ফিরবেন।

জীবনানন্দ দাশ এমন সময়ে কবিতাচর্চায় মগ্ন, যখন রবীন্দ্রনাথ খ্যাতির মধ্যগগনে আর নজরুল তুমুল জনপ্রিয়। ব্যক্তি জীবন ও কাব্যের ভুবন—কোথাও তাঁর দাঁড়াবার জায়গা মেলেনি, খ্যাতির নাগালও নয়। ট্রাম দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুর পর, ক্রমশ তিনি বাংলা কবিতার অনিবার্য এক ভরকেন্দ্র হয়ে ওঠেন। কীভাবে?

সমকাল ও ইতিহাসকে একসূত্রে গেঁথে কবিতাকে রহস্যঘন, পরিপার্শ্ব-সংলগ্ন ও প্রজ্ঞার আধার করে তোলায় তিনি অসামান্য কবি-প্রতিভা। তাঁর কবিতা আমাদের হৃদয়ে উপশম দেয়, অনুভবের তন্ত্রী অধিকার করে রাখে। ‘কাঞ্চনফুলের কবি’ এক আশ্চর্য উপন্যাস—একজন কবিকে দেখার আয়না, সময় ও সমকালকে বোঝার গায়ত্রীমন্ত্র।

এই উপন্যাস কলকাতার 'দেশ' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশের সময়েই বাংলা ভাষাভাষী পাঠকের মধ্যে সাড়া ফেলে। এবার বই আকারে প্রকাশিত হলো

বইয়ের নাম : কাঞ্চনফুলের কবি
লেখক : মাসউদ আহমাদ
জনরা : জীবনীভিত্তিক উপন্যাস
প্রকাশনী : আনন্দ পাবলিশার্স (ভারত)

✅ ধী বিক্রয় মূল্য : ১২৭৫ টাকা মাত্র!

• এই অফারটা শুধু আগামী ২২ জুলাইয়ের ভিতর অগ্রিম ফুল পেমেন্টে পাওয়া যাবে। ডেলিভারি চার্জ প্রযোজ্য।

• ডেলিভারির সময়কাল ১-৫ আগস্টের ভিতর!

 #অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই  #প্রি_অর্ডার ঊমা পূজাবার্ষিকী ১৪৩২ 🔥✅ ধী বিক্রয় মূল্য : ৭৯০ টাকা মাত্র!• এই অফারটা শুধু ...
19/07/2025

#অরিজিনাল_ভারতীয়_প্রকাশনীর_বই

#প্রি_অর্ডার

ঊমা পূজাবার্ষিকী ১৪৩২ 🔥

✅ ধী বিক্রয় মূল্য : ৭৯০ টাকা মাত্র!

• এই অফারটা শুধু আগামী ২২ জুলাইয়ের ভিতর অগ্রিম ফুল পেমেন্টে পাওয়া যাবে। ডেলিভারি চার্জ প্রযোজ্য।

• ডেলিভারির সময়কাল ১-৫ আগস্টের ভিতর!

Address

Gandaria

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801537371856

Alerts

Be the first to know and let us send you an email when ধী - dhee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধী - dhee:

Share