Manzel-মানজিল

Manzel-মানজিল Best Islamic Product Shop

11/07/2025
10/07/2025

শাইখ উসাইমিন (রহিমাহুল্লাহ) বলেছেন:
"যদি কোনো নারী থেকে লজ্জা দূর হয়ে যায়, তাহলে তার খারাপ পরিণতি সম্পর্কে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই।"
'আস-সালফা' নারী কারা?
'আস-সালফা' নারী বলতে তাদের বোঝানো হয়, যারা পুরুষের সাথে সাহসিকতার সাথে কথা বলেন এবং তাদের সাথে এমনভাবে আচরণ করেন যেন তারা পুরুষদেরই একজন। তারা পুরুষের সাথে কথা বলার সময় কণ্ঠস্বর উঁচু করেন এবং তাদের সমকক্ষ একজন পুরুষের মতো আচরণ করেন।
'আল-খাররাজাহ আল-ওয়াল্লাজাহ' কে?
উমার (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন: "সে (নারী) সালফা নয়, যে খুব বেশি বাইরে যায় না এবং ঘরেই থাকে।"
এর মানে হলো, যে নারী সামান্য প্রয়োজন বা তুচ্ছ কারণেও ঘন ঘন ঘরের বাইরে যান। এমন নারীর মধ্যে সাধারণত লজ্জার অভাব দেখা যায়।
আল্লাহ তায়ালা তাঁর নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলেছেন: "وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ" (আর তোমরা তোমাদের ঘরে অবস্থান করো)।
একটি বিশুদ্ধ কিরাত (পাঠ) অনুযায়ী: "وَقِرْنَ فِي بَيُوتِكُنَّ" (এবং তোমরা তোমাদের ঘরে স্থির থাকো)।
এই দুটি কিরাত থেকে দুটি গুরুত্বপূর্ণ অর্থ পাওয়া যায়:
১. নারীর মর্যাদা তার ঘরে থাকার মধ্যে নিহিত।
২. মর্যাদাপূর্ণ নারী তিনিই, যিনি বেশি সময় ঘরে থাকেন।
অন্যদিকে, 'আল-খাররাজাহ আল-ওয়াল্লাجاه' অর্থাৎ যে নারী সবসময় ঘরের বাইরে যান এবং ঘরে ফেরেন, তার থেকে সম্মান ও মর্যাদা কমে যায়। সে পুরুষদের সামনে আসে, তাদের উপর কণ্ঠস্বর উঁচু করে, তাদের সাথে কথা বলে, এমনকি হাতে ইঙ্গিত করে কাউকে বসতে বা যেতে বলে! যেন সে তাদেরই একজন পুরুষ সহকর্মী! এটা এক ধরনের অবক্ষয়।
সুতরাং, যে নারী বেশি বাইরে যান, তার থেকে সম্মান চলে যায়। আর যে নারী তার ঘরে অবস্থান করেন, তিনিই সম্মান ও মর্যাদার পূর্ণ অধিকারী হন।
এই বিষয়টি দুটি কিরাতে স্পষ্ট: "وَقَرْنَ" (অবস্থান করো) এবং "وَقِرْنَ فِي بَيُوتِكُنَّ" (তোমরা তোমাদের ঘরে স্থির থাকো)।
"قَرْنَ" শব্দটি 'আল-কারার' (স্থির থাকা বা অবস্থান করা) থেকে এসেছে। এর অর্থ হলো, নারী ঘরে থাকবেন এবং প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না।
সূত্র: মাজাল্লাত আদ-দা'ওয়াহ, সংখ্যা ১৭৬৫/ ৫৪

07/07/2025

চোখ দিয়ে পাপ বেশি করে দেখলে এবং হৃদয়ে পাপ বারবার জায়গা দিলে একটু একটু করে হৃদয় থেকে পাপের ভয়াবহতা দূর হয়ে যায়। একটা সময়ে এসে মানুষ পাপ দেখে, কিন্তু তার মনেই হয় না এগুলো পাপ। কারণ বারবার দেখতে দেখতে তার হৃদয় তাতে অভ্যস্ত হয়ে গেছে।

— ইবনুন নাহ্‌হাস (রাহিমাহুল্লাহ)
[সূত্র : তাম্বীহুল গাফিলীন, পৃ. ৯৩]

04/07/2025

اللَّهُمَّ اجْعَلْ مَنْ فَقَدْنَاهُ فِي أَعْلَى الدَّرَجَاتِ بِالْجَنَّةِ، رَبِّ أَكْرِمْهُمْ وَارْفَعْ شَأْنَهُمْ، اللَّهُمَّ اسْتَجِبْ لَنَا كُلَّ دُعَاءٍ نَدْعُوهُ لَهُمْ، وَاجْعَلْ أَدْعِيَتَنَا تَصِلُ إِلَيْهِمْ، وَبَلِّغْهُمْ سَلَامَنَا وَدُعَاءَنَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

অনুবাদ:
হে আল্লাহ!
যাদের আমরা হারিয়েছি, তাদেরকে জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে স্থান দান করুন।
হে আমার প্রতিপালক! আপনি তাদের সম্মান বৃদ্ধি করুন, তাদের মর্যাদা উচ্চ করুন।
হে আল্লাহ! আমরা তাদের জন্য যে প্রতিটি দোয়া করি, তা কবুল করুন।
আমাদের দোয়াগুলো তাদের কাছে পৌঁছে দিন।
আর আমাদের পক্ষ থেকে তাদের কাছে সালাম ও দোয়ার বার্তা পৌঁছে দিন।
হে পরম দয়ালুদের মাঝে সর্বোচ্চ দয়ালু!

02/07/2025

🗣️ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

কিয়ামত দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগপর্যন্ত আদম সন্তানের পদদ্বয় আল্লাহ্ তা’আলার নিকট হতে সরতে পারবে না।

১. তার জীবনকাল সম্পর্কে, কিভাবে অতিবাহিত করেছে?
২. তার যৌবনকাল সম্পর্কে, কি কাজে তা বিনাশ করেছে?
৩. তার ধন-সম্পদ সম্পর্কে, কোথা হতে তা উপার্জন করেছে?
৪. সেই উপার্জিত সম্পদ কি কি খাতে ব্যয় করেছে? এবং
৫. সে যত টুকু জ্ঞান অর্জন করেছিল সে মুতাবিক কি কি আমল করেছে?

📖 সুনান আত তিরমিজী ২৪১৬

ফিকহুস সিরাহ
01/07/2025

ফিকহুস সিরাহ

30/06/2025

রাসূল (সাঃ) বলেছেন, চারটি অবস্থা দুর্ভাগ্যজনক
১. চোখে অশ্রু না আসা
২. অন্তর কঠিন হয়ে যাওয়া
৩. আকাঙ্ক্ষা অধিক হওয়া
৪. ভোগ-বিলাসের উপর লোভ হওয়া

- তাফসিরে ইবনে কাসির, ইঃফা, খন্ড-১

29/06/2025

শাইখ ইবনে উসাইমিন (রহিমাহুল্লাহ) বলেছেনঃ

“তুমি যতই নেক আমল করো না কেন, নিজের আমলে গর্ব করো না। কারণ তোমার আমল আল্লাহর হক আদায়ের তুলনায় খুবই সামান্য। মানুষের উচিত আল্লাহর স্মরণ বেশি করা এবং তাঁর নিকট দোয়া করা যেন আল্লাহ তাঁকে তাঁর রহমত ও অনুগ্রহে ঢেকে দেন। কারণ, তোমার আমল কখনোই তোমাকে আল্লাহর সন্তুষ্টির স্থানে পৌঁছাতে পারবে না—এটা কেবলমাত্র আল্লাহ তায়ালার রহমতেই সম্ভব।”

উৎস:
শরহ রিয়াদুস সালিহীন, হাদীস নং: ৭৫৫, ব্যাখ্যা সূত্রে।

এই কথার মূল শিক্ষা হলো—আত্মগর্ব না করে সবসময় বিনয়ী থাকা এবং আল্লাহর রহমতের ওপর নির্ভর করা।

সাহাবী ইবনে মাসউদ (রাদি.) বলেছেন:"তোমাদের কেমন লাগবে যখন তোমাদেরকে এমন এক ফিতনা ঘিরে ধরবে—যেখানে ছোটরা বড়দের ওপর মাতবরি ...
26/06/2025

সাহাবী ইবনে মাসউদ (রাদি.) বলেছেন:
"তোমাদের কেমন লাগবে যখন তোমাদেরকে এমন এক ফিতনা ঘিরে ধরবে—যেখানে ছোটরা বড়দের ওপর মাতবরি করবে, আর বড়রা অক্ষমতা প্রকাশ করবে, এবং (এই ফিতনা) একটি রীতিতে পরিণত হবে? ফলে যদি কোনোদিন তা পরিবর্তন করা হয়, তখন বলা হবে: 'এটা তো এক অদ্ভুত বিষয়!'
লোকেরা জিজ্ঞেস করল, 'হে আবু আব্দুর রহমান, সেটা কখন হবে?'
তিনি বললেন: 'সেটা তখন হবে যখন তোমাদের বিশ্বস্ত লোক কমে যাবে, আর তোমাদের নেতা বেড়ে যাবে; যখন তোমাদের ফকীহ (ইসলামী আইনজ্ঞ) কমে যাবে, আর তোমাদের কারী (কুরআন তিলাওয়াতকারী) বেড়ে যাবে; এবং (দ্বীনের) জ্ঞান অর্জন করা হবে দ্বীনের জন্য নয়, বরং দুনিয়া চাওয়া হবে আখিরাতের আমলের মাধ্যমে।"
[হিলয়াতুল আওলিয়া, ২/১৩৯]

12/06/2025

দামী একটি দুআ -

رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَیۡتَنَا وَهَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً اِنَّکَ اَنۡتَ الۡوَهَّابُ

আল্লাহ! হিদায়েত দান করার পর পুনরায় আমাদের পথভ্রষ্ট করে দিবেন না। আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাযিল করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। - সুরা আলে ইমরান, আয়াত ৮

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when Manzel-মানজিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manzel-মানজিল:

Share