08/06/2025
নিজেকে অনেক সান্তনা দিয়ে আসা মানুষ... আমার প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্তনা দিয়েছি, এই বলে সুদিন খুব কাছেই। কিন্তু সুদিন আসলেও অনেক দূরে। এতটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর, এখন বুঝতে পারি আমি নিজেকে মিথ্যা সান্তনা দিয়ে এসেছি। নিজের সাথে নিজেই মিথ্যে বলে এসেছি...!