
13/05/2025
অল্প একটু কাজ করতে গিয়ে আমাদের কত্তো কষ্ট হয় অথচ এই মা কে দেখি সারাদিন কতো কাজ করে, সেই #ভোর পাঁচটা থেকে শুরু করে #সন্ধ্যা গড়িয়ে #রাত হয়ে যায় কিন্তু মায়ের কাজ শেষ আর হয় না।সব কাজ শেষ করে এমনকি রান্না শেষ করে সবাইকে খায়িয়ে,ক্লান্তির জন্য নিজে না খেয়ে ঘুমিয়ে যায়। এতো কাজ, এতো #পরিশ্রম, এতো ক্লান্তির পর ও এই দিনটার কথা কখনোই ভুলে যায় নাই। কারো কাছে স্মরণীয় না হলেও #আমার মায়ের কাছে বিশেষ #স্মরণীয় দিন। এই দিনে ই আমার মা,তার ১ম মাতৃত্বের পূর্ণতা পায়। সমস্ত মা ই তার প্রথম সন্তান দ্বারা #মাতৃত্বের স্বাদের পূর্ণতা পায়। তবে হ্যাঁ, আমি অবশ্য সব মায়ের কথা বলছি না, আমি আমার মায়ের কথা বলছি।আজ পর্যন্ত কখনো দেখি নাই আমার মা, আমার #জন্মদিনের কথা ভুলে গিয়েছে ❤️। আজ সন্ধ্যায় বাড়ি থেকে ফোন আসে, দেখি ফোন টা মায়ের হাতে।মা বলল,"বাবা"..... "আজকে তোর জন্মদিন " কথা টা বলতে না বলতেই দেখলাম, মায়ের চোখে জল। শুধু ঐ পর্যন্তই না, মা কান্না করেই ফেলছে🥺। আসলে মাতৃত্ব যে কতোটা #কঠিন সে টা যে মা হয়েছেন সেই জানেন আর যারা মাতৃত্বের স্বাদ পেতে চায় কিন্তু চেয়ে ও পায় না তারা জানে কতটুকু কঠিন তাকে পাওয়া 🥺। #মা তোমার ভালোবাসার তুলনা কারো সাথে হয় না। তাই তো বলছি, এই দিনটা কারো জন্য বিশেষ নয়, শুধু মাত্র তোমার আর আমার জন্য বিশেষ। সবাই ভুলে গেলে ও তুমি আর আমি কখনো ভুলি না। আমি ও ভুলে যেতে পারি কিন্তু তুমি কখনো ভুলো না। অনেক #ভালোবাসি তোমাকে "মা"❤️।