21kツ

21kツ প্রকৃতি অনেক সুন্দর আপনার সকল দুশ্চিন্তা প্রকৃতির মাঝে বিলিয়ে দিন

“No one knows how much effort I make so that sadness does not appear on my face, and this is more difficult than sadness...
30/01/2025

“No one knows how much effort I make so that sadness does not appear on my face, and this is more difficult than sadness itself.”

Kon desh e asii??
30/01/2025

Kon desh e asii??

29/01/2025

কথা বলতে ইচ্ছা করলেও মেসেজ দিতে ইচ্ছা করেনা, আত্মসম্মান বলতেও একটা শব্দ আছে!'🖤

🤫
29/01/2025

🤫

29/01/2025

আপনার স্বামীর নাম রফিক হলে আপনার ফেসবুক আইডি হওয়া উচিত Rafiq's wife।

জাকির হলে Jakir's wife পারলে লিখুন, কেন লিখেন না ? মানুষ জেনে যাবে তাই ? পরকীয়া করতে অসুবিধা হয় তাই ?
_এডভোকেট মিঠুন সাহা 😹

28/01/2025

প্রতিটা মুহূর্তে আমি তোমাকে চাই।
তোমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমানোর জন্য হলেও আমি তোমাকে চাই। আমার বাচ্চার মা হওয়ার জন্য হলেও তোমাকে চাই। এক বুক কষ্ট নিয়ে কারো বুকে মাথা রেখে সব কষ্ট ভুলে যাওয়ার জন্য হলেও আমি তোমাকে চাই। তুমি কষ্ট পেয়ে কান্না করবে আমি সেইটার জন্যে হলেও তোমাকে চাই। আমার সমস্ত রোমাঞ্চকর রোমান্টিক মুহূর্তে আমি তোমাকে চাই।
আমার শেষ বয়সে লাটির প্রয়োজন হলেও তোমার হাত জোড়া শক্ত করে ধরার জন্য আমি তোমাকে চাই। বাঁচার জন্য এই পৃথিবীতে আমার তোমাকে লাগবে ,আমি তোমাকে চাই।💖

28/01/2025

এখন মানুষকে যদি তাদের ভালোবাসার মানুষ ছেড়ে যায়,তখন অপর মানুষটি সৃষ্টিকর্তাকে দোষ দেয়,যে সৃষ্টি কর্তা চায় নি, তাই আমাদের মিলন হয় নি।ঐ দিকে সৃষ্টি কর্তা কাঁদতে থাকে,আর বলতে থাকে,তোর পছন্দ করা ভুল মানুষটি একটি বার যদি তোকে চাইতো আমার কাছে,তাহলে আমি তোকে তোর ভালোবাসার মানুষটিকে দিয়ে দিতাম,কিন্তু সে যে চায়নি তোকে আমার কাছে,তবে কী করে আমি তোদের মিল করে দিবো।

📌স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের??সকল পুরুষের পড়া উচিত।(আমি ১০০% সিওর আপনি যদি আমার এই পোস্টটি পড়েন খুব দ্রুত আপনি আপ...
28/01/2025

📌স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের??সকল পুরুষের পড়া উচিত।(আমি ১০০% সিওর আপনি যদি আমার এই পোস্টটি পড়েন খুব দ্রুত আপনি আপনার wife কে অনেক ভালোবাসবেন)

আমার স্ত্রী দেখতে সুন্দর । তবু কেনো জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে আট বছর হলো। পাঁচ বছর বয়সী একটা মেয়ে সন্তান রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। ফিরি রাত করে। কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম। ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন!আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না। কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না। মেসেজ পাঠালে দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি। আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রূঢ় ভাষায় বলি, "জ্বালাতন করো না। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি। ঘুমাতে দাও।"

আসলে ক্লান্তি ট্লান্তি কিছু না। স্ত্রীকে ভালো লাগে না এটাই মূল কথা। কেনো এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়। আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করি নি। তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কেনো পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যতো পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিলো এরকম, "এটাই তো স্বাভাবিক। এক জিনিস কী আর বেশিদিন ভালো লাগে?"

তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয় নি। কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যতো বছর পরই হোক তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়। ঘুরতে যেতে চায়। মিলিত হতে চায়।

একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে?

আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম।

ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, "আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন?"

বললাম, "জী করি।"

"আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো। যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না। গ্যারান্টি দিচ্ছি।"

"কী সেটা?"

"সুরা আন নূরে আল্লাহ বলেছেন, 'হে নবী, পুরুষদের বলে দাও, তারা যেনো নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি'।"

এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, "আল্লাহর এই নির্দেশ আপনি এক মাস পালন করুন। তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।"

সন্দেহ নিয়ে বললাম, "এটাতেই কাজ হয়ে যাবে?"

ডাক্তার হেসে বললেন, "অবশ্যই হবে। তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁত ভাবে পালন করবেন। কোনো ফাঁকি দেবেন না।"

"কথা দিলাম। ফাঁকি দেবো না। নিখুঁত ভাবে পালন করবো।"

শেষে ডাক্তার বললেন, "এক মাস পর আমার কাছে আসবেন।"

আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরুলাম। চেম্বার থেকে বেরুনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেলো আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম। দৃষ্টি নত করে হাঁটতাম।

এভাবে দুদিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু তখনো স্ত্রীর প্রতি টান বোধ করি নি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম। এবং পর্ণ দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করবো।

গুগলে পর্ণ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেলো। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এবং মোবাইল রেখে দিলাম।

এর পরদিনের কথা বলি। আপনাদের বলেছিলাম, আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলি নি।

সেই মেয়েটি ঐদিন সন্ধ্যায় ফোন দিলো। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলো। কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম। এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতোবারই ফোন দিলো ধরলাম না।

এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে পনেরো দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছু কাজ করছে না।

সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে।

বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে ডাকলাম, "এষা, কোথায় তুমি?"

স্ত্রী তখন রান্নাঘরে ছিলো। আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকি নি।

ও আশ্চর্য হয়ে বললো, "কী হয়েছে তোমার? ডাকছো কেনো?"

সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাঁজা কোলে তুলে নিলাম। বিয়ের শুরুর দিকে যেমন করতাম।

সে ততোক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে।

সে লজ্জায় লাল হয়ে বললো, "ছেলেটা ঘুমাচ্ছে। ও জেগে যাবে। কী করো, কী করো?"

স্ত্রীকে পাঁজা কোলে করে রুমে যেতে যেতে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম, "ভালোবাসি এষা। ভালোবাসি।"

পরদিন ডাক্তারের কাছে গেলাম।

ডাক্তার বললেন, "এখনো তো এক মাস পার হয় নি।"

হেসে বললাম, "সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেনো পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে? অতীতের ভুল আর কখনো করবো না।"

ডাক্তার বললেন, "স্বাগতম আপনাকে। আপনার সংসারের জন্য আন্তরিক শুভ কামনা রইলো।"

ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, "ধন্যবাদ আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।"
আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার না আমাদের দেশের প্রায় ৯০% পুরুষেরই হয়। আমি আমার নিজের লাইফের টা শেয়ার করলাম আপনাদের কারো লাইফে যদি এমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন

©

28/01/2025

একটা ছেলে আপনার জন্য কেঁদেছে বা কেঁদেছিল আর আপনি তাকে হারিয়ে ফেললেন। এর মানে আপনার জীবনে আপনার পরিবারের পরে সে ছাড়া কেউ আপনাকে বিনা-স্বার্থে ভালোবাসেনি। যদি হারিয়ে ফেলেন তাহলে ভেবে নিতে পারেন আপনার মত পোঁড়া কপাল আর কারোর নেই। হাজারো মেয়েকে দেখেছি ছেলেদের জন্য কান্না করতে তবে খুব কম সংখ্যক ছেলেকে দেখেছি যারা একটা মেয়েকে পাওয়ার জন্য কান্না করেছে, আপনার জন্য একটা ছেলে কান্না করেছে মানে ধরেই নিতে পারেন আপনি ভালোবাসার অধ্যায়ে একজন ভাগ্যবতী নারী।😊🌸

28/01/2025

- ভালোবাসি।
- হাসলে যে?
- তুমি তো শুধু ভালোবাসো, তোমাকে তো আর আমার করে দিবে না।
- ভালোবাসলেই তো একে অপরের হয়?
- না হয় না।
- মানুষ যখন তখন অস্বীকার করে, তাহলে?
- তুমি আমায় ভালোবাসলে জাগা জমির মত দলিল করে দাও—যাতে কখনো তুমি অস্বীকার করতে না পারো!'❤️‍🩹🌸

28/01/2025

চারিদিকে শূন্যতা.....
তার পরেও দেখাই একতা....
জনে জনে বসাই অদৃশ এক মেলা....
হতভাগা হয়ে খেলছি অন্যের খেলা.....

28/01/2025

আম্মাজান আয়েশা সিদ্দীকা বলেছেন,আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন তখন নবীজির দাতের ফাঁক দিয়ে নুর চমকাতো সুবাহানাল্লাহ.!❤️‍🩹🌸

Address

Gandaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when 21kツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share