17/07/2025
🍁🍁গল্পগুলো সোনালী দিনের🍁🍁
🍂বর্তমান সময়ে মানুষ সভ্যতার স্বর্ণশিখরে অবস্থানের দাবি করলেও কোথায় যেনো তাদের হীনতা দৃশ্যমান। মুসলিমরা আজ তাদের আদর্শ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। মুসলিমদের সাফল্য শুধুমাত্র আল্লাহর আনুগত্যে।
📖"বলুন, ‘এটাই আমার পথ, আল্লাহ্র প্রতি মানুষকে আমি ডাকি জেনে-বুঝে, আমি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও । আর আল্লাহ্ কতই না পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর আমরা আপনার আগেও জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদেরকেই পাঠিয়েছিলাম , যাদের কাছে ওহী পাঠাতাম। তারা কি যমীনে ভ্রমণ করেনি? ফলে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল? আর অবশ্যই যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আখেরাতের আবাসই উত্তম; তবুও কি তোমরা বুঝ না?"
(সূরা ইউসূফ, আয়াত ১০৮-১০৯)
মুসলিমদের জন্যে সঠিক পথ রয়েছে রাসূল সাঃ ও তার সাহাবীদের অনুসরণে। এবং পূর্ববর্তী নবী রাসূলদের এবং তাদের আদিবাসী দের থেকে শিক্ষা নেয়া আমাদের জন্য জরুরী।
🔖"গল্পগুলো সোনালী দিনের" বই তে লেখন আয়ান আরবিন সাধারণ মুসলিমদের এই প্রয়োজনের কথা মাথায় রেখেই গল্পের ছলে তুলে ধরেছেন হযরত আদম আঃ থেকে শুরু করে উল্লেখ্য যোগ্য নবী রাসূল, সাহাবী দের শিক্ষণীয় দিকগুলো। অবাধ্য ছামুদ জাতির পরিণতি। এমনকি দাজ্জাল এর আবির্ভাব।বইতে ৪৫ টি শিরোনামে গল্পের ছলে তুলে ধরা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়।
🌱প্রিভিউ এর উদ্দেশ্যে প্রকাশিত বইটির সর্ট পিডিএফ থেকে ~
📌"খলিফা উমর রঃ এর মহানুভবতা" শিরোনামে গল্প আকারে ফুটে উঠেছে ওয়াদা পালনের এক অপূর্ব নজির। যা ইসলামের ঘোরতর শত্রু হরমুজান কে ইসলামে পরিণত করেছে।
এভাবে কোনো শক্তি প্রয়োগ ছাড়াই কিভাবে শত্রুকেও ইসলামের সুশীতল ছায়ায় আনা যায় তার শিক্ষা পাওয়া যায়।
📌দ্বিতীয় গল্পে "তওবার অপূর্ব নিদর্শন" শিরোনামে বর্ণিত হাদীস থেকে শিক্ষা পাওয়া যায় যে, আমাদের পাপ থেকে মুক্তির অন্যতম পথ তওবা। তওবার মাধ্যমেই আমরা আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারি।
💝ইসলামের ইতিহাসের নিবেদিত প্রাণ বীরদের জীবন কেমন ছিল, তা গল্পের ছলে ফুটিয়ে তোলার এক অদম্য চেষ্টা পরিলক্ষিত হয়েছে এই বইটিতে।
বইটি সাধারণ মুসলিমদের জন্য অবশ্যই অনেক উপকারী হবে। আমাদের চলার পথে ব্যস্ত দিনগুলোকেও কিভাবে অতীতের সোনার কাঠি দিয়ে রঙিন করা যায় তার শিক্ষা নিয়েই রচিত "গল্পগুলো সোনালী দিনের" বইটি।
💎বইটির নামকরণ আমার কাছে যথার্থ মনে হয়েছে। লিখন শৈলী ও প্রশংসার দাবিদার। ইন শা আল্লাহ্ বইটি পাঠক হৃদয় জয় করতে সক্ষম হবে আশা করি। চেষ্টা করুন বইটি সংগ্রহ করার। এবং ব্যক্তি ও সামাজিক জীবনে বইটি থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগানোর।
📘গল্পগুলো সোনালী দিনের।
লেখক: আয়ান অরবিন
আয়ান প্রকাশন।
মুদ্রিত মূল্য- ২৪০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৪৪
লিখেছেন- Taskin Meem
ছবি তুলেছেন- পাঠক