আয়ান প্রকাশন - Ayan Prokashan

আয়ান প্রকাশন - Ayan Prokashan প্রকাশনা শিল্পে আভিজাত্যের ছোঁয়া
(1)

18/07/2025

আমরা যে জুলাই মাসের একটিভ বিজয়ী নিব সে কথা কি ভুলে গেছেন সবাই?

🔶 তবুও কি মানুষের অন্তর ভয়ে জাগ্রত হয় না।।
18/07/2025

🔶 তবুও কি মানুষের অন্তর ভয়ে জাগ্রত হয় না।।

আজ দুরুদ পড়ছেন তো?
18/07/2025

আজ দুরুদ পড়ছেন তো?

তোমরা আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ো না।(সূরা ইউসুফ :৮৭)বই : জেগে ওঠো হে মুসলিম তরুণ আপকামিং বই.... 📙 বই- জেগে উঠো হে মুসল...
18/07/2025

তোমরা আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ো না।

(সূরা ইউসুফ :৮৭)

বই : জেগে ওঠো হে মুসলিম তরুণ

আপকামিং বই....

📙 বই- জেগে উঠো হে মুসলিম তরুণ
সার্বিক তত্ত্বাবধানে- মুফতি মনির হোসাইন কাসেমি
🖊️ সম্পাদনা- মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি
🖋️ লেখক- ফয়জুল্লাহ আমীন কিবরিয়া
ভাষা ও বানানরীতি- মোহাম্মদ আল-আমীন
বাইন্ডিং- হার্ডকাভার

"তোমার নামের দুরূদ আমার বিপন্ন বুকে একফোঁটা আবেহায়াত" اللهم صل وسلم على نبينا محمد
18/07/2025

"তোমার নামের দুরূদ
আমার বিপন্ন বুকে একফোঁটা আবেহায়াত" اللهم صل وسلم على نبينا محمد

18/07/2025

❖ প্রশ্ন ১:

মুসলিম নারীদের জন্য নিকাহ বা মাহরাম ছাড়া পুরুষের সামনে যাওয়ার শরিয়ত সম্মত রীতি কী?
ক) আলতো পোশাকে যাওয়া
খ) চেহারা খোলা রেখে যাওয়া
গ) পুরো শরীর আবৃত করে যাওয়া
ঘ) খালি পায়ে যাওয়া

ইমাম রাগেব ইসফাহানি বলেন, তাকওয়া বলা হয় নফসকে সেসব জিনিস থেকে বাঁচানো যেগুলোর ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়। তাকওয়ার এই...
18/07/2025

ইমাম রাগেব ইসফাহানি বলেন,

তাকওয়া বলা হয় নফসকে সেসব জিনিস থেকে বাঁচানো যেগুলোর ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়। তাকওয়ার এই অর্থই সঠিক ও যথার্থ।

বই : তাকওয়া মুমিনের শ্রেষ্ঠ অবলম্বন
প্রকাশনায় : আয়ান প্রকাশন

রাসূল ﷺ দিনে শতবার ইস্তিগফার করতেন। প্রত্যক বান্দার ভুল-ত্রুটির জন্য তার ব্যক্তিত্ব অনুযায়ী ইস্তিগফার করা জরুরি। বই: ইলা...
17/07/2025

রাসূল ﷺ দিনে শতবার ইস্তিগফার করতেন। প্রত্যক বান্দার ভুল-ত্রুটির জন্য তার ব্যক্তিত্ব অনুযায়ী ইস্তিগফার করা জরুরি।

বই: ইলা মাগফিরাহ।

🔶রাতে ঘুমানোর সময় রাতে জাগ্রত হওয়ার নিয়ত করবে এবং ঘুমের মাধ্যমে নিয়ত করবে ইবাদাতের উপর সক্ষমতা অর্জন করার, যাতে নিদ্...
17/07/2025

🔶রাতে ঘুমানোর সময় রাতে জাগ্রত হওয়ার নিয়ত করবে এবং ঘুমের মাধ্যমে নিয়ত করবে ইবাদাতের উপর সক্ষমতা অর্জন করার, যাতে নিদ্রাটাই তার সাওয়াব হিসেবে বিবেচিত হয়।

📕বই- রাতের আধাঁরে প্রভুর সান্নিধ্যে
মূল- সাঈদ ইবনে আলী আল কাহতানী রহ.
অনুবাদ- আব্দুল আহাদ তাওহীদ
মুদ্রিত মূল্য- ২৭০৳

📕মুমিনের পরিক্ষা ও সফলতা।।যুগে যুগে আল্লাহ তাআলা বারবার তার প্রিয় বান্দাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সীমাহীন বিপদে আচ্ছন...
17/07/2025

📕মুমিনের পরিক্ষা ও সফলতা।।
যুগে যুগে আল্লাহ তাআলা বারবার তার প্রিয় বান্দাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। সীমাহীন বিপদে আচ্ছন্ন রেখে তাদের ঈমানকে আরও মজবুত করেছেন। বিপদ যত কঠিন হয় পুরস্কারও তত বড় হয়। মুমিনের অবস্থা ও কাজ-কারবার বড়ই আশ্চর্যজনক। কেননা তার সবকিছুই তার জন্য কল্যাণকর। যদি তার কোনো কল্যাণ হয় তবে সে শুকরিয়া আদায় করে এবং এটা তার জন্য কল্যাণকর। আর যদি তার কোনো ক্ষতি হয় তবে সে ধৈর্য ধরে আর এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়।

ঈমানদার ব্যক্তির উদাহরণ শস্যের নরম ডগার ন্যায়, বাতাস যেদিকেই বয়ে চলে, সেদিকেই তার পত্র-পল্লব ঝুঁকে পড়ে। বাতাস যখন থেমে যায়, সেও স্থির হয়ে দাঁড়ায়। ঈমানদারগণ বালা-মুসিবত দ্বারা এভাবেই পরীক্ষিত হন। (বুখারী)

'মুমিনের পরীক্ষা ও সফলতা' গ্রন্থটি আপনাকে বিপদাপদের পরীক্ষায় কাঙ্ক্ষিত কল্যাণকর পথের দিশা দেবে ইনশাআল্লাহ।

বই- মুমিনের পরিক্ষা ও সফলতা
সংকলন- আবিদ হাসান নাঈম
সম্পাদনা- মুফতি আরিফ মাহমুদ
ভাষা ও বানানরীতি- মুশতাক আহমাদ
প্রকাশনী- আয়ান প্রকাশন
বাইন্ডিং- হার্ডকাভার

🍁🍁গল্পগুলো সোনালী দিনের🍁🍁🍂বর্তমান সময়ে মানুষ সভ্যতার স্বর্ণশিখরে অবস্থানের দাবি করলেও কোথায় যেনো তাদের হীনতা দৃশ্যমান।...
17/07/2025

🍁🍁গল্পগুলো সোনালী দিনের🍁🍁

🍂বর্তমান সময়ে মানুষ সভ্যতার স্বর্ণশিখরে অবস্থানের দাবি করলেও কোথায় যেনো তাদের হীনতা দৃশ্যমান। মুসলিমরা আজ তাদের আদর্শ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। মুসলিমদের সাফল্য শুধুমাত্র আল্লাহর আনুগত্যে।

📖"বলুন, ‘এটাই আমার পথ, আল্লাহ্‌র প্রতি মানুষকে আমি ডাকি জেনে-বুঝে, আমি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও । আর আল্লাহ্‌ কতই না পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর আমরা আপনার আগেও জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদেরকেই পাঠিয়েছিলাম , যাদের কাছে ওহী পাঠাতাম। তারা কি যমীনে ভ্রমণ করেনি? ফলে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল? আর অবশ্যই যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আখেরাতের আবাসই উত্তম; তবুও কি তোমরা বুঝ না?"
(সূরা ইউসূফ, আয়াত ১০৮-১০৯)

মুসলিমদের জন্যে সঠিক পথ রয়েছে রাসূল সাঃ ও তার সাহাবীদের অনুসরণে। এবং পূর্ববর্তী নবী রাসূলদের এবং তাদের আদিবাসী দের থেকে শিক্ষা নেয়া আমাদের জন্য জরুরী।

🔖"গল্পগুলো সোনালী দিনের" বই তে লেখন আয়ান আরবিন সাধারণ মুসলিমদের এই প্রয়োজনের কথা মাথায় রেখেই গল্পের ছলে তুলে ধরেছেন হযরত আদম আঃ থেকে শুরু করে উল্লেখ্য যোগ্য নবী রাসূল, সাহাবী দের শিক্ষণীয় দিকগুলো। অবাধ্য ছামুদ জাতির পরিণতি। এমনকি দাজ্জাল এর আবির্ভাব।বইতে ৪৫ টি শিরোনামে গল্পের ছলে তুলে ধরা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়।

🌱প্রিভিউ এর উদ্দেশ্যে প্রকাশিত বইটির সর্ট পিডিএফ থেকে ~
📌"খলিফা উমর রঃ এর মহানুভবতা" শিরোনামে গল্প আকারে ফুটে উঠেছে ওয়াদা পালনের এক অপূর্ব নজির। যা ইসলামের ঘোরতর শত্রু হরমুজান কে ইসলামে পরিণত করেছে।
এভাবে কোনো শক্তি প্রয়োগ ছাড়াই কিভাবে শত্রুকেও ইসলামের সুশীতল ছায়ায় আনা যায় তার শিক্ষা পাওয়া যায়।

📌দ্বিতীয় গল্পে "তওবার অপূর্ব নিদর্শন" শিরোনামে বর্ণিত হাদীস থেকে শিক্ষা পাওয়া যায় যে, আমাদের পাপ থেকে মুক্তির অন্যতম পথ তওবা। তওবার মাধ্যমেই আমরা আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারি।

💝ইসলামের ইতিহাসের নিবেদিত প্রাণ বীরদের জীবন কেমন ছিল, তা গল্পের ছলে ফুটিয়ে তোলার এক অদম্য চেষ্টা পরিলক্ষিত হয়েছে এই বইটিতে।
বইটি সাধারণ মুসলিমদের জন্য অবশ্যই অনেক উপকারী হবে। আমাদের চলার পথে ব্যস্ত দিনগুলোকেও কিভাবে অতীতের সোনার কাঠি দিয়ে রঙিন করা যায় তার শিক্ষা নিয়েই রচিত "গল্পগুলো সোনালী দিনের" বইটি।

💎বইটির নামকরণ আমার কাছে যথার্থ মনে হয়েছে। লিখন শৈলী ও প্রশংসার দাবিদার। ইন শা আল্লাহ্ বইটি পাঠক হৃদয় জয় করতে সক্ষম হবে আশা করি। চেষ্টা করুন বইটি সংগ্রহ করার। এবং ব্যক্তি ও সামাজিক জীবনে বইটি থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগানোর।

📘গল্পগুলো সোনালী দিনের।
লেখক: আয়ান অরবিন
আয়ান প্রকাশন।
মুদ্রিত মূল্য- ২৪০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৪৪

লিখেছেন- Taskin Meem
ছবি তুলেছেন- পাঠক

Address

Gandaria

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801972430929

Alerts

Be the first to know and let us send you an email when আয়ান প্রকাশন - Ayan Prokashan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আয়ান প্রকাশন - Ayan Prokashan:

Share

Category