M͜͡r・Rj

M͜͡r・Rj I want everyone's love

27/04/2025

তার সাথে দেখা বা কথা কোনো টাই হয় না, তার আইডি টাও ব্লাকলিস্ট।
তার পরেও তাকে দেখার জন্য আরেকটা আইডি খোলার বিষয় টা কিন্তু অনেকটা বেহায়া থেকে কোনো অংশে কম নয় !

17/04/2025

দেশে জবরদস্ত চলতেছে রাজনীতি 🤬
তাতে আমার কি?
আমার মনের মধ্যে তো চলতেছে বিয়েনীতি 😑

17/04/2025

আমাদের বাংলাদেশের মার্কেটিং লেভেল এতটাই খারাপ অবস্থা যে , মানুষের ইমোশন কে কাজে লাগিয়ে মানুষের ইমোশনে আঘাত করে মার্কেটিং করতে হয়।
মার্কেট এখন এটাই মনে করে যে তুমি যতক্ষন পর্যন্ত তোমার কাস্টমার ইমোশন আঘাত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি তোমার পণ্য বিক্রি করতে পারবা না, আর এইজন্য মার্কেটাররা কোন ধর্ম বোঝে না কোন জাত বুঝেনা, কিভাবে মানুষের ইমোশন কে কাজে লাগিয়ে তার নিজের পণ্য সেল করবে সেই ধান্দায় থাকে।
আর যখন সে ওই পণ্য টা সোজা সাপটা একটা বাঁশ খায়, তখন মার্কেটারদের মুখে শুধুমাত্র একটু মৃদু হাসি পাওয়া যায়।
আর তারা এমনভাবে হাসে যেন মনে হয় এটা তাদের জন্য কিছুই না।
আর ভুজুম ভাজং বোঝানোর জন্য তো মার্কেটাররা সেরা।
তাই খুব সাবধান ইমোশনাল হয়ে কোন কিছু ক্রয় করবেন না, তাহলে শুধু বাস না তার থেকেও বড় কিছু পেতে পারেন।
আপনি যেটাই ক্রয় করেন অবশ্যই আপনার উচিত সেটাকে সঠিকভাবে যাচাই-বাছাই করে ক্রয় করা।
এবং মার্কেটারদের উচিত মানুষের ইমোশনে আঘাত না করে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল না করে, নিজের পণ্য যদি ভালো হয় তাহলে সেটাকে সঠিকভাবে বিক্রি করে তাদের মন জয় করা।

17/04/2025

সে বিয়ের প্রস্তুতি নিচ্ছে😇
কিন্তু আমাকে না অন্য কাওকে 💔🥀

14/04/2025

কেউ না কেউ তো তোমার লাইফে আসবে।
কিন্তু একটা বিষয় কি ভেবেছো তুমি?
সে কি তোমার হয়ে আসবে ?
নাকি সেও অন্য কারো অপেক্ষায় থাকার পর তোমাকে পাইছে?
আর সে তোমার হয়ে তোমাকে ভালোবাসবে কখনো?🤔

13/04/2025

আপনি পারফেক্ট হয়ে কারো জীবনে যাবেন সেটা কখনোই সম্ভব নয়।
আপনার life problem থাকবে complicated issue থাকবে it's a natural .
প্রত্যেকের জীবনেই এটা থাকে,তাই বলে কি নিজেকে দূরে সরিয়ে রাখবেন ?
আসেন দেখি দুইজনে মিলে সমধান করা যায় কি না ?
চেষ্টা করতে তো সমস্যা নাই ।
একে অপরকে তার মতো করে পারফেক্ট বানায়,পারফেক্ট না হলে তার মতো করে তাকে ভালবাসি !
দূরত্ব কেনো সৃষ্টি করবো?
বলা তো যায় না যে আমার থেকে ভালো জীবন সঙ্গীই আপনি পাবেন?
এটাও তো বলতে পারব না,যে আপনার থেকে ভালো কেও আমার লাইফে আসবে !
তাই এতো কিছু না ভেবে সময় নষ্ট না করে চলুন সিদ্ধান্ত টা নিয়েই ফেলি 😊

✍️ Rifaf aftab

12/04/2025

একটু শান্তি চাই😊
সেটা হোক না মৃত্যু তেই🥀

12/04/2025

প্রেম, সম্পর্ক, বিয়ে, সংসার এসবে টাকার হিসেব চলে না। আজ আমি আপনাকে ভালোবেসে এসেছিলাম কিন্তু আমার ভালোবাসাকে মাসিক স্যালারিতে কনভার্ট করলেন?

10/04/2025

পাশে না থেকেও পাশে আছি ১২ এপ্রিল আমার ডিউটি বন্ধ করে,
আমি ফিলিস্তিনের পক্ষ নিচ্ছি, এটাই আমার প্রতিবাদ এর ভাষা। ❤️
বলে রাখা ভালো, িরাত কোনো ধরনের আন্দলোন বা কোনো জনসমাগম করার অনুমতি দেয় না ।
তাই এটাই আমার প্রতিবাদ এর অংশ!

08/04/2025

দেখো বিয়ে করতে হলে দুজনকেই পারফেক্ট হতে হবে বিষয়টা কিন্তু এরকম না। 😑
ধরো🤧
আমি কালো,তুমি ফর্সা হলেও চলবে 😇
আমি লম্বা তুমি খাটো হলেও চলবে 😊
আমি গরিব তুমি বড়লোক হলেও চলবে 😇
আমি খারাপ তুমি ভালো হলেও চলবে 😇
আমরা তিন ভাই বোন তুমি একা হলেও চলবে 😇
আমি চাকরি করি তুমি বেকার হলেও চলবে 😇
বুঝছো?
তাহলে চলো এবার বিয়ে টা করি ?😁

06/04/2025

মুসলিমদের গণহত্যাকারী কয়েকটি দেশ- ভারত,ইজরাইল,যুক্তরাষ্ট্র

06/04/2025

Global strike for Ga'za.
7th April.

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইস'রাইলি খু'নিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে।

NCP, BNP, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে "বাংলাদেশ" ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খু'নি, র'ক্তপিপাসু নেতা'নিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি ।

প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গা'জার মজলুম মানুষের পক্ষে হোক।

March for Ga'za.
Bangladesh for Ga'za.

Address

Gandaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when M͜͡r・Rj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share