07/03/2025
ইতিহাসের পাতায় পঞ্চম রমযান
ইসলাম ও মুসলমানদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা বুকে ধারণ করে আছে এ মাহে রমজান। সেগুলো বিশেষভাবে মুসলমানদের ত্যাগ ও ত্যাগের বিনিময়ে বিজয় ও সফলতার সমৃদ্ধ ইতিহাস।
(www.iscalibrary.com)
রমযান মাস শুধু রোজায় ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে যাওয়ার মাস নয়, নয় শুধু বাহারি ইফতার ও উৎকৃষ্টমানের খাবারদাবারের আয়োজনের জন্য, বরং রমজান মাসের ইতিহাস তো মুসলিমদের ত্যাগের ইতিহাস।
(www.chhatraandolan.org)
আজ রমযানের পঞ্চম দিন। ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখ্যযোগ্য ঘটনা হলো -
ক. আব্দুর রহমান আদদাখিলের জন্ম: ১১৩ হিজরীর ০৫ রমযান মোতাবেক ৯ নভেম্বর ৭৩১ খৃস্টাব্দে দামেস্কে জন্মগ্রহণ করেন,স্পেনের উমাইয়া শাসনের প্রতিষ্ঠিতা আব্দুর রহমান আদদাখিল।
(www.fb.com/icabd91)
খ. সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহ. এর নৌ বাহিনী গঠন: ৫৭৮ হিজরীর ০৫ রমযান সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী মিসরের আলেকজান্দ্রিয়াতে ইসলামী নৌবাহিনী গঠনের নির্দেশ দেন। ফলে কাঠের নৌকা ও সমরাস্ত্র তৈরি করে নৌবাহিনী গঠন করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী।
(www.twitter.com/icabd91)
পরিশেষে আমরা বলতে পারি যে, রমযান
মাস আমাদের ত্যাগের শিক্ষা দেয়, বিপ্লবী হওয়ার শিক্ষা দেয়, সংযত, সংযমি হওয়ার শিক্ষা দেয়। তাই ইতিহাসের এইদিনে সংগঠিত ঘটনা সমূহ থেকে আমার শিক্ষা নেয়া উচিত।
(www.instagram.com/icabd_91)
সংকলনে-
মুহাম্মাদ ইবরাহীম খলীল
কেন্দ্রীয় দাওয়াহ ও দফতর সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
(www.youtube.com/icabd91)