
18/06/2025
ভিক্ষা না করে নিজের উপর কিভাবে আত্মনির্ভর হওয়া যায় তার একটি প্রমাণ বৃদ্ধ মানুষটি।
বৃদ্ধ বয়সে আত্মনির্ভরশীল হওয়া মানে নিজের দেখাশোনা করা জীবনের কাজকর্মে অন্যের উপর নির্ভর না হওয়া।শারীরিক মানসিক স্বাস্থ্য বজায় থাকে। নিজের মত করে বাঁচা দিনশেষে কারো কাছে হাত পাততে না হয় ।
সারাদিন বসে থাকতে হয়ত কষ্ট হয় তবে দিন শেষে মানসিক শান্তিটাও কিন্তু রয়েছে কারো ঝাড়ি খেতে হয় না বকা খেতে হয় না নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে আছে। খুব ভালো লাগে এরকম আত্মসম্মানে বেঁচে থাকা মানুষগুলোকে দেখতে শুনতে সত্যি তাদের জীবনে হয়তো অনেক কাহিনী রয়েছে যা আমাদের অজানা তবে তাদের আত্মসম্মান রয়েছে এটা বোঝা যায়। ভালো থাকোক যারা তাদের সতীত্ব বজায় রেখে জীবন পরিচালনা করছে নিজের আত্মসম্মান নিয়ে।
এরকম মানুষ গুলো দেখলে তাদের কাছ থেকে কিছু কেনার চেষ্টা করবেন। সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।