21/07/2025
তেরখাদায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রিয় নেতা আজিজুল বারী হেলাল
তেরখাদা প্রতিনিধিঃ কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়নের চরম শেখরে পদার্পন করতে পারেনা। যে দেশ যত শিক্ষিত, সে দেশ তত উন্নত। তিনি বলেন, আজকের এই সংবর্ধনা এবং এই অর্জন কৃতি শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবাসয় ও স্বপ্নের স্বীকৃতি। আজিজুল বারী হেলাল বলেন, তোমাদের মধ্যে আগামীর নেতৃত্ব দেখতে পাই। এই অর্জন হোক তোমাদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের উপর বিশ্বাস রেখো, নিয়মিত শিক্ষা গ্রহণ করে সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাও। তিনি গত ২১ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ২০২৫ সালে এস এস সি পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক যথাক্রমে খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম ও এনামুল হক সজল,তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হমায়ুন কবির, মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ রবিউল ইসলাম লাখু, মোঃ আবুল হোসেন বাবু, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, মোঃ সোহাগ মুন্সী, সাবেক ছাত্রনেতা চৌধুরী মেহেদী হাসান, মোঃ আলামিন আমিন, মোঃ রাজু চৌধুরী, মোঃ সাবু মোল্যা, সাব্বির আহমেদ টগর। এছাড়া জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।