
01/08/2025
খালিদের ভেতরটা কেমন যেন দুমড়ে-মুচড়ে যাচ্ছিল। নিজের ‘প্রাণহীন’ সালাতের কথা ভেবে একটা অদ্ভুত অপরাধবোধ তাকে তাড়া করে ফিরছিল। সে কি আসলেই নিজেকে ঠকাচ্ছে? এই প্রশ্নটা মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল সারাক্ষণ।
সারাদিনের কাজ শেষে রাতে বিছানায় শুয়ে সে উদ্দেশ্যহীনভাবে ইউটিউব স্ক্রল করছিল। হঠাৎ একটা লেকচারের থাম্বনেইল তার চোখ আটকে দিলো— "আপনার সালাত কি কবুল হচ্ছে?"
বুকের ভেতরটা ধক করে উঠল। কাঁপা কাঁপা হাতে সে ভিডিওটা প্লে করল।
বক্তা বলছিলেন, ‘আমরা যখন দুনিয়ার কোনো বড় বসের সাথে দেখা করতে যাই, তখন কত প্রস্তুতি নিই! সেরা পোশাক পরি, কথাগুলো মাথায় গুছিয়ে নিই, বিন্দুমাত্র অন্যমনস্ক হই না। কিন্তু যখন রাজাধিরাজ, মহান আল্লাহর সামনে দাঁড়াই, তখন আমাদের মন পড়ে থাকে অফিসের ডেস্কে, বাজারের ব্যাগে...’
প্রতিটি কথা খালিদের বুকে তীরের মতো বিঁধছিল।
বক্তা আরও বলছিলেন, ‘শয়তান আমাদের মনোযোগ নষ্ট করার জন্য হাজারো উপায় বের করে। কখনো সে দুনিয়ার চিন্তা মাথায় এনে দেয়, কখনো আবার সালাতের ভেতরের বিষয় নিয়েই ওয়াসওয়াসা দেয়। যেমন, পাশের মুসল্লি কীভাবে সালাত আদায় করছে, সেদিকে মনোযোগ চলে যায়। কিন্তু মুমিনের কাজ হলো, প্রতিটি বাধাকেই সুযোগ হিসেবে ব্যবহার করা।
পাশের মুসল্লির সুন্দর সালাত দেখে হতাশ না হয়ে, আল্লাহর কাছে দোয়া করা—"ইয়া রব, আমাকেও এমন সুন্দর সালাত আদায়ের তাওফিক দিন।" শয়তানের ওয়াসওয়াসাকে হারিয়ে আল্লাহর দিকে ফিরে আসাই তো আসল সংগ্রাম।’
লেকচারের এই অংশটা শোনার পর খালিদের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। একটা শীতল স্রোত তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। তার নিজের সেই প্রাণহীন রুকু-সিজদাগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসতে লাগলো।
তার মনে হলো, সে প্রতিদিন মহান রবের দরবারে একটা করে খালি খাম পাঠিয়ে দিচ্ছে। খামের উপরে ঠিকানা লেখা, কিন্তু ভেতরে কোনো কিচ্ছু নেই!
বুকের ভেতরটা তার অনুশোচনায় ভেঙে আসছিল। জীবনে প্রথমবারের মতো খালিদ বুঝতে পারল, সে এতদিন কী হারিয়েছে। জীবনের কত সোনালি সুযোগ ছিল আল্লাহর সাথে কথা বলার, সে তা হেলায় নষ্ট করেছে।
চোখের জল মুছে খালিদ উঠে বসল। মনে মনে বলল, ‘আর না, ইয়া রব! আমাকে সাহায্য করুন। আমি আমার হিদায়াতের সালাতকে পুনরায় ফিরিয়ে আনতে চাই।’
খালিদ তার উত্তর খোঁজা শুরু করেছে। এবার আপনার পালা। আপনার অভিজ্ঞতা থেকে এমন একটি পরামর্শ দিন, যা খালিদের এই নতুন যাত্রায় পাথেয় হতে পারে এবং আমাদের সকলের উপকারে আসতে পারে। আগামী পর্বে খালিদ কী সিদ্ধান্ত নিলো, তা আপনার পরামর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ কি-না তা জানতে খালিদের সাথেই থাকুন।
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন...
#খালিদের_সালাত #একটি_বদলে_যাওয়ার_গল্প #পর্ব_২