
22/06/2025
ছবিটা ময়মনসিংহ ভ্রাম্যমাণ বইমেলার। সারাদিন একটানা দাঁড়িয়ে থেকে পা ফুলে ব্যাথায় টনটন করছিল। তবুও সেখানকার পাঠকরা আমাদের একদন্ড বসার সুযোগ দিচ্ছিলো না। সেদিনই এত কষ্ট করার পরে বুঝেছিলাম মানুষ এখনো বই পড়ে এবং তারা প্রচন্ড আগ্রহ নিয়ে পছন্দের বই সংগ্রহ করার চেষ্টা করে। এবার আমাদের কাজ শুধু মান সম্মত বই তৈরি করে তাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া।