Bangladesh 2.0

Bangladesh 2.0 ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই

28/06/2025

পুরো এক বছরে জুলাইয়ের ১২০৪৩ জন আহত ভাতা হিসেবে পাবে ১৫৫ কোটি টাকার মতো মাত্র।

অথচ মিডিয়া এমন এক হাইপ তুলছে যে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে নিবে।

এদিকে ৯০০০০ ভুয়া মুক্তিযোদ্ধা বছরে ভাতা নিচ্ছে ২৪০০ কোটি টাকা।

ভুয়া মুক্তিযোদ্ধারা মাত্র এক বছরে এখনও যা নেয় জুলাইয়ের আহতরা ১৬ বছর লাগবে সেই পরিমাণ টাকা পেতে।
আর কতো মিথ্যাচার ছড়াবেন, আর কতো হলুদ সাংবাদিকতা দিয়ে জুলাই কে বির্তক করার পায়তারা করবেন।
সত্য কে সত্য বলতে শিখুন ।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বললেন,"আমি শুধু একজন আইনজীবী নই—আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্...
02/06/2025

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে দাঁড়িয়ে বললেন,
"আমি শুধু একজন আইনজীবী নই—আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্ষ্যবাহক।"

এক বাচ্চার শরীরে ২০০ প্লেট পাওয়া গেছে এবং বাচ্চাটা বাঁচে নাই। একটা ১২ গেজের শটগানের প্রতিটা রাউন্ডে ৮ থেকে ১২টি পর্যন্ত প্লেট থাকতে পারে। অর্থাৎ, বাচ্চাটাকে শটগান দিয়ে কমপক্ষে ১৭ থেকে সর্বোচ্চ ২৬ বার গুলি করা হয়েছে। এই গুলিটা করেছে কে? শটগান তো আর ছাত্রলীগ বা সেনাবাহিনী নিয়ে ঘুরে না, এগুলা ব্যবহার করে পুলিশ। এই পুলিশেরা যখন বলে, "জুলাইয়ে পুলিশ হত্যার বিচার করতে হবে"- তখন শরীরে রক্ত টগবগ করে উঠে না?

“এ বিচার অতীতের প্রতিশোধ নয়—এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা।
যাতে কোনো স্বৈরাচার ক্ষমতার মোহে আর কোনো নেতা এ দেশের সন্তানদের রক্তে পা ভেজাতে না পারে।”

জাস্ট মনে করিয়ে দেয়া; জুলাইয়ে রাস্তায় এভাবেই পড়ে ছিলো মানুষের লাশ, গুম হয়েছে তারচে'ও বেশী, বেনামে দাফন হয়েছে আরো। বিচার ...
29/05/2025

জাস্ট মনে করিয়ে দেয়া; জুলাইয়ে রাস্তায় এভাবেই পড়ে ছিলো মানুষের লাশ, গুম হয়েছে তারচে'ও বেশী, বেনামে দাফন হয়েছে আরো। বিচার হয়নি। একটা খুনীরও বিচার হয়নি। কিন্তু চলছে ক্ষমতার কুত্তা কামড়াকামড়ি।

কথা বল‌লে গ্রেপ্তার, প্রতিবাদ কর‌লে গুম আর রাজপ‌থে নামলে গু‌লি - এই নিয়‌মে মিশ‌রে ৩০ বছর স্বৈরশাসনচালান হোসনি মোবারক।২০১...
22/05/2025

কথা বল‌লে গ্রেপ্তার, প্রতিবাদ কর‌লে গুম আর রাজপ‌থে নামলে গু‌লি - এই নিয়‌মে মিশ‌রে ৩০ বছর স্বৈরশাসন
চালান হোসনি মোবারক।

২০১১ সালে গণঅভ‌্যুত্থা‌নে পতন হয় মোবার‌কের। তার ক‌য়েক মাস পর ক্ষমতায় আ‌সেন মোহাম্মদ মুরসি।

প্রথমবারের মতো গণতন্ত্র পেয়ে এটা চাই, ওটা চাই, এরকম সং‌বিধান চাই, ওরকম সং‌বিধান চাই, ডানপ‌ন্থি নিপাত যাক, বামপ‌ন্থি নিপাত যাক - এসব আ‌ন্দোলন কর‌তে কর‌তে এক পর্যা‌য়ে বামপ‌ন্থিরা দা‌বি তুলল মুর‌সি‌কেই চাই না।

এ দা‌বি‌তে প্রতি‌বে‌শী ইসরা‌ঈল, সৌ‌দি আরবসহ মুর‌সি বি‌রোধী অভ‌্যন্তরীন শক্তিও সমর্থনও দিয়ে‌ছিল। ফ‌লে ২০১৩ সা‌লে আবার রক্তপাত হয়।

সরকার অচল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দে‌শে কাজকর্ম সব বন্ধ অবস্থা। অ‌স্থিরতার সু‌যো‌গে ক্ষমতা দখল‌ কর‌লেন "জেনারেল সি‌সি"। এরপর থে‌কে মিশ‌রে আ‌ন্দোলন দূ‌রে থাক, টু শব্দও নাই! কোন বেডার সাহস নাই সরকার বিরোধিতা করে কিছু বলার।

মুর‌সি সমর্থকদের হত‌্যার পর, মুর‌সি বি‌রোধী বাম‌দের আদ‌র্শের স‌ঙ্গে পাছাও লাল ক‌রে দেন সি‌সি। স্বৈরাচার হোস‌নি মোবারকেও জেল থে‌কে ছে‌ড়ে দেন। তি‌নি আ‌য়ে‌শে বা‌কি জীবন কা‌টি‌য়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমা‌হিত হ‌য়ে‌ছেন।

‌"মোবারকের " আম‌লের নিপীড়করা জেল থে‌কে ছাড়া পে‌য়ে এখন সম্মানিত ব‌্যক্তি। কেউ বড় প‌দে, কেউ অবস‌রে। ডান, বাম, মধ‌্যপ‌ন্থীসহ সব ধারার অভ‌্যুত্থানকারী হয় জে‌লে, নয়তো বি‌দে‌শ কিংবা দৌ‌ড়ের ওপ‌রে।

কথা বল‌লে গ্রেপ্তার, প্রতিবাদ কর‌লে গুম আর রাজপ‌থে নামলে গু‌লি - এই নিয়‌মে বিগত ১২ বছর মিশ‌র চালা‌চ্ছেন "জেনারেল সি‌সি"।(মনসূর আলী)

এবার আসেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের ও ভবিষ্যত কল্পনা করি।

বিগত ১৬ বছর হাসিনা কার্যক্রম ছিলো ঠিক ৩০ বছরের স্বৈরশাসক "হোস‌নি মোবারকের "মতো অবস্থা।
বিএনপি ,ডান ,বাম,জামাত কাউকে ছাড় দেয়নি গ্রেফতার ,গুম ,খুন,মামলার কথা সবাই জানেন।

তারপর হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন , ক্ষমতায় আসে ঠিক ড. মোহাম্মদ মুরসির মতো ড. মোহাম্মদ ইউনূস।

তারপর পূর্ণ গণতন্ত্র পাইলো বাংলাদেশ!
ক্ষমতা নেয়ার ১০ মাস, সবার এই চাই ,সেই চাই ,অবরোধ , ব্লকেড , মার্চ টু যমুনা এরকম সংবিধান চাই, ঐরকম সংবিধান চাই, এদিকে বিএনপি, জাতীয় পার্টির নির্বাচনের প্রেশার, গুজব লীগের কথা বাদই দিলাম ইত্যাদি।

বিএনপি ইউনূসকে একটা কাজও ঠিক মতো করতে দিচ্ছেনা ,দৌড়ের উপরে রাখছে সব সময়। ঐদিকে ভারত ইউনুস বিরোধী , করিডোর ইস্যুতে ইউনূসের বিরুদ্ধে জনগণকে দিচ্ছে লেলিয়ে। অজানা কোন কারণে নারী নীতির সংস্কার বিরোধী আন্দোলনকে আমলে নিচ্ছে না সরকার!
হয়তো তা রাজনৈতিক দলগুলো সমালোচনা ছাড়াই আলোচনা করে সমাধান করতে পারতো।

একদিন হুট করে শুনবেন , ড.ইউনূস আউট। মানে মিশরের মুরসির মতো অবস্থা।

তারপর হুট করে শুনবেন, হয়তো পরবর্তী নির্বাচিত সরকার কিংবা তৃতীয় একটা শক্তি জেনারেল সিসি এর মতো কেউ ক্ষমতায় আসবে।

তারপর এই অভাগা জাতি কঠোর স্বৈরাচারী আচরণের শিকার হবে। ২৪ এর আন্দোলনকারীরা জেল ,গুম, খুনের স্বীকার হবে। যারা সরকারের কাছে ন্যায্য অধিকার চাইতে যাবে তাদেরকেও ইচ্ছেমতো দমন করা হবে। সরকারের বিরোধিতা করলে তো দেশ ছাড়া করবেই।

এই জাতির ক্ষমতার লোভ বেশি। গোলামী করার স্বভাবের কারণে কখনো ভাগ্য পরিবর্তন করতে পারবেনা।
এই অভাগা প্রজম্মের ভবিষ্যত অন্ধকার বলেই মনে হয়! সামনে ভয়ংকর বিপদ অপেক্ষা করছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে ,আমাদের ভাগ্যে সুখ বলতে কিছু আসবে বলে মনে হচ্ছেনা।
সামনের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।

অতএব, সাধু সাবধান! সময় এখনো হয়তো আছে! আল্লাহ আমাদের হেফাজত করুন। নীতি নির্ধারকদের শুভ বোধদয় ঘটুক/ আমিন।

09/05/2025

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ গণমানুষের প্রানের দাবি।

আজকে ভারত যদি মি*সাই*লগুলো পাকিস্তানে নিক্ষেপ না করে বাংলাদেশে নিক্ষেপ করতো তাহলে এতক্ষণে হয়তো বাংলাদেশের সব জ্ব লে পু ড়...
08/05/2025

আজকে ভারত যদি মি*সাই*লগুলো পাকিস্তানে নিক্ষেপ না করে বাংলাদেশে নিক্ষেপ করতো তাহলে এতক্ষণে হয়তো বাংলাদেশের সব জ্ব লে পু ড়ে ছারখার হয়ে যেতো।

পাল্টা আ,ক্র ম ণ তো দূরে থাক কোনরূপ সামরিক প্রতিরোধও গড়ে তুলতে পারতো না বাংলাদেশ।

মানতে কষ্ট হলেও এটাই সত্যি।

কেননা বাংলাদেশের যুদ্ধবিমান মাত্র ৪৪ টা যেখানে পাকিস্তানের ৩২৮ টা, ভারতের ৫১৩ টা।

তাছাড়া বাংলাদেশে মিসাইল বা জেড প্লেন ধ্বংস করার কোন প্রযুক্তি নাই। আই রিপিট -২০২৫ সালের মতো টেকনোলজির যুগে এসেও এই প্রযুক্তি নাই

স্বাধীনতার এত বছর পরেও সামরিক দিক দিয়ে বাংলাদেশ উন্নত হতে পারে নাই।

ভারত,পাকিস্তানের যেখানে ৪২০১ টার মতো যু,দ্ধ,ট্যাংক সেখানে আমাদের যু,দ্ধ,ট্যাংক মাত্র ২৩২ টা।

তাদের দু দেশেরই সাঁজোয়া যান দেড় লাখের মতো। আর বাংলাদেশের মাত্র ২৪০ টা, তাও আবার পুরাতন আমলের।

বাংলাদেশ কেন সামরিক দিক দিয়ে উন্নত হতে পারে নাই? উত্তর হচ্ছে- সামরিক দিক দিয়ে উন্নত করতে চায় নাই।

হাসিনা সারাটা বছর আমাদেরকে উন্নয়নের গল্প শুনিয়ে গেছে কিন্তু সামরিক খাতে কিচ্ছু করে নাই ।

একটা অত্যাধুনিক সামরিক ঘাঁটি নাই যেখানে সেনারা যুদ্ধকালীন সময়ে লড়াই করতে পারবে।

হাসিনা সবসময় বুঝাতো ভারতের গোলামী করো তাহলে ভারত কখনো আক্রমণ করবে না।

অথচ আওয়ামী লীগ এখন পর্যন্ত যে ৯৪ বিলিয়ন ডলার পাচার করেছে সেগুলো দিয়ে যদি সামরিক খাতটাকে সাজানো হতো তাহলে গোলামী ছাড়াই ভারত,পাকিস্তান সহ অন্যান্য দেশ বাংলাদেশকে সমীহ করে চলতো।

৯৪ বিলিয়ন ডলার এতবেশী টাকা টাকা যে এ টাকা দিয়ে হাজার হাজার যুদ্ধবিমান, জেড প্ল্যান, সাবমেরিন কেনা যেত।

পাশ্ববর্তী দেশগুলো তখন বাংলাদেশকে দিনে দুইবার সালাম করতো।কোন দেশ বাংলাদেশের উপর অন্যায়ভাবে কোনকিছু চাপিয়ে দিতে পারতো না।

বর্ডারে ভারতীয় সেনারা বাংলাদেশের নাগরিকদের
গু*লি করে হ ত্যা করতে পারতো না। বাংলাদেশের উপর আঙ্গুল তুলতে অন্তত দুইবার ভাবতো।

অথচ সামরিক খাতকে দুর্বল করে রাখার কারণে আজকে টেক্কা দিয়ে কথা বলার মতো সেনাবাহিনীর সাহস থাকে না, বর্ডারে মানুষ ম,রে, বর্ডার দিয়ে ভারতীয়রা ঢুকে পড়ে।

হাসিনার আমলে বর্ডারে মানুষ মরলে হাসিনা কোন পদক্ষেপ নিতে দিতো না। বুঝাতো ভারতীয়রাই তো মে,রে,ছে থাক, বর্ডারে এমন দু একটা মানুষ ম,রে,ই।

আওয়ামী লীগ বিগত ১৭ বছরে শুধু হাজার হাজার কোটি টাকাই পাচার করে নাই, তারা আমাদের সামরিক খাতটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে।

আমাদের বাঘের মতো দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বিলাইয়ের মতো চুপসে থাকতে বাধ্য করেছে |

©️

যারা লাজ লজ্জা ভুলে দালালী করেন, তাদের জন্য এই ছবিটি!! এই বয়সে অবসরের পর একজন বিচারকের সম্মানীয় জীবন যাপনের কথা ছিল। উনি...
05/05/2025

যারা লাজ লজ্জা ভুলে দালালী করেন, তাদের জন্য এই ছবিটি!! এই বয়সে অবসরের পর একজন বিচারকের সম্মানীয় জীবন যাপনের কথা ছিল। উনি বেঁছে নিয়েছিলেন দালালী! এখন যারা নতুন করে দালালীতে নেমে পড়েছেন, তাদের জন্যও এই ছবিটা। কারণ, কে জানে, কবে আপনার পরিনতিও মানিকের মত হয়!

02/05/2025
02/05/2025

এদের বিচার কখনোই হবে না। আর কিছু পা-চাটা জানো*য়ার এখনো আওয়া*মিলীগ চা*টবে।

02/05/2025

আগে সংস্কার, বিচার এরপর নির্বাচন। লাউড এন্ড ক্লিয়ার।

02/05/2025

কিভাবে ভুলে গেলি তোরা, আমারতো এখনো চোখ ভিজে যায়....

এদের পায়ের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশে।
27/04/2025

এদের পায়ের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশে।

Address

Gandaria

Telephone

+8801575188238

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share