Maktabatu Ibrahim

Maktabatu Ibrahim পরিশুদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে...

20/07/2025
08/07/2025

আবু হুরাইরা (রাঃ) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, নবী করীম (সা.) বলেছেনঃ
لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمِعَ بِجَنَّتِهِ أَحَدٌ وَلَوْ يُعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنَطَ مِنْ جَنَّتِهِ أَحَدٌ
‘আল্লাহর কাছে কী ভয়াবহ শাস্তি রয়েছে তা যদি ঈমানদারগণ জানতো তাহলে কেউ আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করতে সাহস পেতো না। আর আল্লাহ্ যে কী পরিমাণ দয়ার সাগর তা যদি কাফিররা জানতো, তাহলে কেউ তাঁর জান্নাতের ব্যাপারে নিরাশ হতো না।
[সহীহ আল বুখারী; সহীহ মুসলিম, তাওবা অধ্যায়]

اللّٰهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُوْلُ بِهِ بَيْنَنَا وَبَيْنَ مَعْصِيَتِكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّ...
05/07/2025

اللّٰهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُوْلُ بِهِ بَيْنَنَا وَبَيْنَ مَعْصِيَتِكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِيْنِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا، اَللّٰهُمَّ مَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيْبَتَنَا فِيْ دِيْنِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا، وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا

অনুবাদ:

"হে আল্লাহ, আপনার ভয়ের (খাশিয়াত) এমন অংশ আমাদেরকে দিন, যা আমাদের এবং আপনার অবাধ্যতার (পাপের) মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। আপনার এমন আনুগত্য (ইবাদত) দিন, যা দিয়ে আপনি আমাদের জান্নাতে পৌঁছিয়ে দেন। এবং এমন দৃঢ় বিশ্বাস (ইয়াকিন) দিন, যা দিয়ে আপনি দুনিয়ার বিপদাপদগুলোকে আমাদের জন্য সহজ করে দেন।

হে আল্লাহ, যতদিন আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ততদিন আমাদের কান, চোখ এবং শক্তি দ্বারা আমাদেরকে লাভবান করুন। আর এই অঙ্গ-প্রত্যঙ্গগুলো যেন মৃত্যুর পরও আমাদের জন্য উপকারী থাকে (বা সুস্থ থাকে)।

যারা আমাদের প্রতি জুলুম করেছে, তাদের কাছ থেকে আমাদের পাওনা আদায় করে দিন (বা তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন)। যারা আমাদের শত্রুতা করে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আমাদের বিপদ যেন আমাদের দ্বীনের মধ্যে না হয়।

দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য বা আমাদের জ্ঞানের শেষ সীমা বানাবেন না। এবং আমাদের উপর এমন কাউকে ক্ষমতা দেবেন না, যে আমাদেরকে দয়া করবে না।"

04/07/2025

আপনি কোনটি রেখে যাচ্ছেন ?
"إِذَا مَاتَ ٱبْنُ آدَمَ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ".

আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

“যখন আদম সন্তান মারা যায়, তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া—
১) সদকায়ে জারিয়া (চিরস্থায়ী সাদকা),
২) এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়,
৩) নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”(সহিহ মুসলিম : ১৬৩১)

02/07/2025

নবীজি (ﷺ) বলেন, ‘সবচেয়ে পরিপূর্ণ ঈমানের অধিকারী হলো সেই ব্যক্তি, যার চরিত্র সকলের চাইতে সুন্দর।” [তিরমিযী (১১৬২)]

27/06/2025

"নবীজীর (সা.) দুআ যখন তিনি ঘর থেকে বের হতেন:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

'হে আল্লাহ! আমি তোমার আশ্রয় চাই, যেন আমি পথভ্রষ্ট না হই বা পথভ্রষ্ট না করি, পদস্খলিত না হই বা কাউকে পদস্খলিত না করি, অত্যাচার না করি বা অত্যাচারিত না হই, অজ্ঞতা না করি বা আমার উপর কেউ অজ্ঞতা প্রকাশ না করে (অর্থাৎ, আমার প্রতি কেউ নির্বোধের মতো আচরণ না করে)।'"

* সুনানে তিরমিযী: (হাদিস নং ৩৪২৬)
* সুনানে আবূ দাউদ: (হাদিস নং ৫০৯৪)
* সুনানে ইবনে মাজাহ: (হাদিস নং ৩৮৮২)

27/06/2025

আলহামদুলিল্লাহ, মুহাররম মাসের চাঁদ দেখা গিয়েছে। শুরু হলো নতুন হিজরি সন ১৪৪৭। আজ থেকে ১৪৪৭ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম মক্কা থেকে মদীনায় হিজরত করেছিলেন।

নতুন বছরের শুরুতে একটি সুন্দর দুআ রয়েছে। সাহাবায়ে কেরাম নতুন মাস বা নতুন বছর শুরুর এ দুআটি তেমন গুরুত্ব দিয়ে শিখতেন, যেভাবে কুরআনুল কারীম শিখতেন।

اَللّٰهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ وَجِوَارٍ مِنَ الشَّيْطَانِ وَرِضْوَانٍ مِنَ الرَّحْمٰنِ

হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এ মাস/বছরের আগমন ঘটান- শান্তি ও নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের (উপর অবিচলতার) সাথে; শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে।

26/06/2025

হাবিব ইবনে জিলাব (রাহিমাহুল্লাহ) বলেন : আমি আব্দুল্লাহ ইবনে মুবারক (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করলাম — মানুষের জীবনে সেরা প্রাপ্তি কী?

তিনি বললেন, ‘গভীর বুঝ-বুদ্ধি।’
জিজ্ঞেস করলাম, যদি এটা না মেলে?
তিনি বললেন, ‘তাহলে সুন্দর আদব-আখলাক।’
জিজ্ঞেস করলাম, যদি এটা না মেলে?
তিনি বললেন, ‘তাহলে সদয় বন্ধু, যে উত্তম পরামর্শ দেয়।’
জিজ্ঞেস করলাম, যদি এটা না মেলে?
তিনি বললেন, ‘তাহলে দীর্ঘ নীরবতা।’
জিজ্ঞেস করলাম, যদি এটা না মেলে?
তিনি বললেন, ‘তাহলে ফিতনার আগে দ্রুত মৃত্যু লাভ করা।’

[সিয়ারু আলামিন নুবালা, ৮/৩৯৭]

24/06/2025

আমার ইবন দীনার আওয়ার রহিমাহুল্লাহ বলেন, একবার আমি সালিম ইবনে আবদুল্লাহ রহিমাহুল্লাহ এর সাথে ছিলাম। আমরা মসজিদে যাওয়ার পথে বাজার অতিক্রম করছিলাম, তখন দেখতে পেলাম বাজারের লোকেরা জিনিসপত্র ঢেকে সালাতের জন্য চলে গিয়েছে অথচ সেগুলো পাহারা দেওয়ার জন্য কোন লোক নেই। তখন সালিম ইবনে আবদুল্লাহ রহিমাহুল্লাহ-
رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّـهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ ۙ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ ﴿٣٧﴾

“এমন লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, সালাত কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।” [ সুরা নুর- ৩৭]
এই আয়াত তিলাওয়াত করলেন অতঃপর তিনি বললেন, যারা তাদের মালামাল এইভাবে ফেলে সালাতের জন্য চলে গিয়েছে তাদের সম্পর্কেই এই আয়াত অবতীর্ণ হয়েছে।

22/06/2025

ইমাম আহমাদ (২২১৩২) মুয়ায (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সর্বোত্তম ঈমান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন:

“সর্বোত্তম ঈমান হচ্ছে— আল্লাহ্‌র জন্য ভালোবাসা, আল্লাহ্‌র জন্যে ঘৃণা করা এবং তোমার জিহ্বাকে আল্লাহ্‌র যিকিরে ব্যস্ত রাখা।”
[মুসনাদ আহমাদ, শুয়াইব আল-আরনাউত বলেন: হাদিসটি সহিহ লি-গাইরিহি]

10/06/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
তিনটি জিনিস ধ্বংসকারী! তা হলো,
১) কৃপণতা করা,
২) নফসের চাহিদার অনুসরণ করা
৩) নিজেকে নিয়ে আত্ম-অহংকার করা।
সিলসিলা সহিহা; হাদীসঃ ১৮০২

Address

Gandaria

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801676735001

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatu Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maktabatu Ibrahim:

Share

Category

মাকতাবাতু ইবরাহীমের পরিচয়

বিশ্ব নবী রাসূলে আকরামের(ﷺ)কাছে সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত পাঠানো ওহি হচ্ছে, اقْرَأْ অর্থাৎ পড়ূন। মহান প্রতিপালক রবের নামে পড়ার তাগিদ দেওয়ার মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের সূচনা। পড়ার মাধ্যমে মানুষ জ্ঞানার্জন করে। এমনকি ইসলাম জানার জন্যও জ্ঞানার্জনের বিকল্প নেই।

জ্ঞানার্জনের উৎসাহ প্রদানের লক্ষ্যে রাসূলে আকরামের(ﷺ) বলেন

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ‏"‏ مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ ‏"‏

যে লোক জ্ঞানের খোঁজে কোন পথে চলবে, তার জন্য আল্লাহ তা‘আলা জান্নাতের পথ সহজ করে দিবেন”(তিরমিযী)