Abosar Prokashana Sangstha

Abosar Prokashana Sangstha Abosar Prokashana Sangstha is a renowned publication house of Dhaka, Bangladesh. Founded by A.K.M.

Fazlur Rahman (Alamgir Rahman), the organization have always printed books on various topics and for all ages.

08/07/2025

চলছে প্রি অর্ডার।
বঙ্কিমচন্দ্রের উপন্যাসসমগ্র (২খন্ডে)
পুরাই প্রিমিয়াম কোয়ালিটি 🔥
১০ তারিখ পর্যন্ত। #উপন্যাস #বঙ্কিমচন্দ্র #প্রিমিয়াম #অবসর

প্রি-অর্ডার !! প্রি-অর্ডার!!  প্রি-অর্ডার!!চলবে আগামী ১০ ই জুলাই পর্যন্তবই : উপন্যাস সমগ্র  (২ খন্ডে বঙ্কিমচন্দ্র চট্টোপ...
07/07/2025

প্রি-অর্ডার !! প্রি-অর্ডার!! প্রি-অর্ডার!!
চলবে আগামী ১০ ই জুলাই পর্যন্ত

বই : উপন্যাস সমগ্র (২ খন্ডে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় )
অবসর প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত হলো #বঙ্কিমের উপন্যাসসমগ্র। যা দুই খন্ডে সমাপ্ত। উপন্যাসগুলোর সূচি প্রকাশকালের ধারাবাহিকতা বজায় রেখে সাজানো হয়েছে।

প্রথম খন্ডে আছে :
১. দুর্গেশনন্দিনী
২. কপালকুন্ডলা
৩. মৃণালিনী
৪. বিষবৃক্ষ
৫. ইন্দিরা
৬. যুগলাঙ্গুরীয়
৭. চন্দ্রশেখর
৮. রজনী।

দ্বিতীয় খন্ডে রয়েছে :
১. কৃষ্ণকান্তের উইল
২. রাজসিংহ
৩. আনন্দমঠ
৪. দেবী চৌধুরাণী
৫. রাধারাণী
৬. সীতারাম।

বইদুটি ৭০ গ্রাম অফসেট কাগজে ছাপা, বোর্ড বাঁধাই এবং সম্পূর্ণ #প্রিমিয়াম কোয়ালিটি।
প্রচ্ছদ করেছেন, কিংবদন্তিতুল্য প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।

মোট পৃষ্ঠা
১ম খন্ড : ৩২+৬৭২= ৭০৪ পৃষ্ঠা
২য় খন্ড : ৩২+৬১৬= ৬৪৮ পৃষ্ঠা
মুদ্রিত মূল্য : প্রতি খন্ড ৭০০.০০ টাকা
দুই খন্ড একত্রে : ১৪০০.০০ টাকা।

📖 বাবরনামা — ইতিহাসের পাতায় এক চিরন্তন আত্মজীবনী✍️  সম্পাদনা : মো. রমজান আলী আকন্দঐতিহাসিক সাহিত্যের এক অমূল্য রত্ন ‘বাব...
03/07/2025

📖 বাবরনামা — ইতিহাসের পাতায় এক চিরন্তন আত্মজীবনী
✍️ সম্পাদনা : মো. রমজান আলী আকন্দ

ঐতিহাসিক সাহিত্যের এক অমূল্য রত্ন ‘বাবরনামা’। মুঘল সম্রাট বাবর নিজেই লিখেছেন তার জীবনকথা — । এই আত্মজীবনী শুধু একজন শাসকের নয়, বরং একজন কবি, চিন্তাবিদ ও সংগ্রামী মানুষের অন্তর্জগতের দরজা খুলে দেয়।

📚 এই গ্রন্থে আছে—
🔹 মধ্য এশিয়ার জটিল রাজনীতির নির্মম চিত্র
🔹 বাবরের স্বপ্নভঙ্গ ও ভারত বিজয়ের ইতিহাস
🔹 প্রাচীন সভ্যতার সুর, রুচি, ভাষা ও জীবনচিত্র
🔹 এক সাহসী, সংবেদনশীল ও রুচিশীল ব্যক্তিত্বের অন্তর্দৃষ্টি

বিভিন্ন ভাষায় বহুবার অনূদিত এই আত্মজীবনী সম্পর্কে ইতিহাসবিদ Stanley Lane Poole বলেন—
"এটি একজন সুশিক্ষিত, সংস্কৃতিমনা মানুষের নিজস্ব ভাবধারার প্রতিচ্ছবি।"

📖 ইতিহাসপ্রেমী, সাহিত্যপিপাসু ও মননশীল পাঠকের জন্য “বাবরনামা” হবে এক অনন্য গ্রন্থানুভব।
এই বই শুধু অতীত জানায় না—বর্তমান বোঝার চাবিকাঠিও তুলে দেয় হাতে।

🔗 সংগ্রহ করুন এখনই।

#বাবরনামা #বাবর #ইতিহাস #আত্মজীবনী #মুঘল #বইপড়ি #অবসরপ্রকাশনা #প্রতীকপ্রকাশনা

বই : 📘 মনস্তাত্ত্বিক কাউন্সেলিংলেখক : মালিক বাদরি  অনুবাদক : ইমদাদুল হক মানসিক উদ্বেগ, দাম্পত্য কলহ, প্রেম-ভালোবাসার সংক...
02/07/2025

বই : 📘 মনস্তাত্ত্বিক কাউন্সেলিং
লেখক : মালিক বাদরি
অনুবাদক : ইমদাদুল হক

মানসিক উদ্বেগ, দাম্পত্য কলহ, প্রেম-ভালোবাসার সংকট, ধর্মান্তরিত মুসলিমদের মানসিক জটিলতা, এমনকি প্যারাসাইকোলজিক্যাল সমস্যার মতো সমসাময়িক বিষয়গুলো নিয়ে লেখা এই বইটি হয়ে উঠেছে এক অনন্য সহচর—একজন মুসলিম মনোবিজ্ঞানীর দরদি কণ্ঠস্বর।

Islamonline.net-এর জনপ্রিয় প্রশ্নোত্তর পর্বে মালিক বাদরির যুক্তিযুক্ত ও নান্দনিক বিশ্লেষণ এই বইকে বানিয়েছে সময়ের প্রয়োজনীয় একটি দলিল।

✅ ১ম সংস্করণ প্রায় শেষ!
⏳ শিগগিরই আসছে ২য় সংস্করণ—আপনিও যেন মিস না করেন।

📖 যে কোনো পাঠক, বিশেষ করে প্র্যাকটিসিং মুসলিমদের জন্য এই বইটি হতে পারে একজন বিশ্বস্ত মনস্তাত্ত্বিক বন্ধুর মতো।

📚 সংগ্রহে রাখার মতো একটি বই। এখনই বুক করে নিন!

🎉 শুভ জন্মদিন, হায়াৎ মামুদ! 🎉(জন্ম: ২ জুলাই, ১৯৩৯)আলোকিত এক মননের নাম— হায়াৎ মামুদ।একাধারে কবি, প্রাবন্ধিক, অনুবাদক, শিশ...
02/07/2025

🎉 শুভ জন্মদিন, হায়াৎ মামুদ! 🎉
(জন্ম: ২ জুলাই, ১৯৩৯)

আলোকিত এক মননের নাম— হায়াৎ মামুদ।
একাধারে কবি, প্রাবন্ধিক, অনুবাদক, শিশুসাহিত্যিক ও ভাষাচিন্তক। বাংলা ভাষার প্রতি তাঁর নিঃস্বার্থ প্রেম, শব্দের প্রতি অপার শ্রদ্ধা— আমাদের সাহিত্যজগৎকে করেছে সমৃদ্ধ, প্রাণবান।

হায়াৎ মামুদের লেখনীতে আছে শিশুর সরলতা, চিন্তাশীল পাঠকের গভীরতা আর বাঙালিয়ানার নিবিড় স্নেহ। তাঁর প্রতিটি লেখা যেন এক একটি নরম আলো— যা পাঠকের অন্তর্গত জগতে জ্বেলে দেয় আশ্চর্য দীপ্তি।

আজ এই গুণী সাহিত্যস্রষ্টার জন্মদিনে,
#অবসর ও #প্রতীক প্রকাশনা পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অসীম কৃতজ্ঞতা।

তার প্রকাশিত বইগুলো হলো :

* গিলগামেশ
*শিশু-কিশোর রচনাসমগ্র
*বাংলা লেখার নিয়মকানুন
*নজরুল ইসলাম : কিশোর জীবনী
*রবীন্দ্রনাথ : কিশোর জীবনী
*কিশোর জীবনী রবীন্দ্রনাথ : চিত্ররূপময় আলেখ্য
*কিশোর জীবনী নজরুল : চিত্ররূপময় আলেখ্য

আপনার সৃষ্টির আলো প্রজন্মের পর প্রজন্ম ধরে পথ দেখাক— এই শুভকামনায় আপনার জন্মদিনে রইলো আমাদের আন্তরিক প্রণতি।

শুভ জন্মদিন স্যার !

সামাজিক যোগাযোগ মাধ্যম"সোশ্যাল মিডিয়া : এ ক্রিটিক্যাল ইন্ট্রোডাকশন"✍️ ক্রিশ্চিয়ান ফুক্স📚 অনুবাদ : [ শাহলা শাহনাজ দ্যুতি ...
01/07/2025

সামাজিক যোগাযোগ মাধ্যম
"সোশ্যাল মিডিয়া : এ ক্রিটিক্যাল ইন্ট্রোডাকশন"
✍️ ক্রিশ্চিয়ান ফুক্স
📚 অনুবাদ : [ শাহলা শাহনাজ দ্যুতি ]
প্রকাশনায় : অবসর ও প্রতীক প্রকাশনা

আজকের সময়ের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী ক্ষেত্র হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো এখন আর শুধুই সময় কাটানোর মাধ্যম নয়—এই মাধ্যমগুলো এখন তথ্যের উৎস, মত প্রকাশের ক্ষেত্র, এমনকি সামাজিক আন্দোলনের ভিত্তিও।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন নিউমিডিয়া নিয়ে পড়াশোনা ও গবেষণা বাড়লেও বাংলা ভাষায় এই বিষয়ে মানসম্পন্ন গ্রন্থের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। সেই ঘাটতি কিছুটা পূরণ করতেই প্রকাশিত হলো যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিশ্চিয়ান ফুক্স রচিত বইয়ের অনুবাদ—
"Social Media: A Critical Introduction"

এই বইতে যা থাকছে:

সামাজিক যোগাযোগ মাধ্যমের তাত্ত্বিক ও সমালোচনামূলক বিশ্লেষণ

কার্ল মার্ক্সের দৃষ্টিতে ডিজিটাল মিডিয়া ও প্রযুক্তি

গুগল, উবার, এয়ারবি-এনবির মতো প্ল্যাটফর্মের ক্ষমতার রাজনীতি

কর্পোরেট নজরদারি ও পুঁজিবাদের মুখোশ উন্মোচন

বিকল্প সামাজিক মাধ্যম তৈরির চিন্তাধারা

অধ্যায়ভিত্তিক প্রশ্নব্যাংক ও শ্রেণিকক্ষ-চর্চার উপকরণ

🎯 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও গণযোগাযোগ-সাংবাদিকতা সংশ্লিষ্ট সবার জন্য বইটি অত্যন্ত প্রাসঙ্গিক ও দরকারি।

📦 এখনই সংগ্রহ করুন
📞 অর্ডার করুন: [ 01743-955002 ]
📍 প্রকাশনায়: অবসর ও প্রতীক প্রকাশনা

কলকাতার স্বনামধন্য প্রকাশনা সংস্থা “নয়া উদ্যোগ” এর ম্যানেজার  চন্দন এর মৃত্যু তে আমরা গভীর ভাবে শোকাহত। #অবসর ও  #প্রতীক...
30/06/2025

কলকাতার স্বনামধন্য প্রকাশনা সংস্থা “নয়া উদ্যোগ” এর ম্যানেজার চন্দন এর মৃত্যু তে আমরা গভীর ভাবে শোকাহত।
#অবসর ও #প্রতীক প্রকাশনার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি ও তার আত্মার শান্তি কামনা করছি।

বাংলা উপন্যাসের উন্মেষলগ্নে সাহিত্য সম্রাট  #বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবির্ভূত হন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর “বঙ্কিমচন্দ্র...
30/06/2025

বাংলা উপন্যাসের উন্মেষলগ্নে সাহিত্য সম্রাট #বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবির্ভূত হন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর “বঙ্কিমচন্দ্র” প্রবন্ধে বলেছেন “ বঙ্কিম বঙ্গসাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন, আমাদের হৃৎপদ্ম সেই প্রথম উৎঘাটিত হইলো বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইলো ”।
বাঙালি জাতিসত্তার জাগরণে যাঁর কলম প্রথম দীপ্ত ভাষায় কথা বলেছিল এবং বাংলা উপন্যাসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন যিনি, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাসের ভিত্তিপ্রস্থর স্থাপনকারী এই সাহিত্যপুরুষ তাঁর অমর রচনার ভান্ডারে তুলে এনেছেন প্রেম, সমাজ, ইতিহাস ও মননচর্চার অপরূপ সম্মিলন। তাঁর লেখনী শুধু সাহিত্যের নয়, বরং জাতির মননে এনেছিল নবজাগরণের শিহরন।
বাংলাদেশি বঙ্কিমভক্ত পাঠক বঙ্কিম উপন্যাসসমগ্রের #অভাব অনুভব করেছিলেন। বিভিন্ন সময়ে আমাদের নিকট বঙ্কিমসমগ্রের চাহিদার কথা জানিয়েছেন। পাঠকের অভাবমোচনে ্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত হলো বঙ্কিমের #উপন্যাসসমগ্র। যা দুই খন্ডে সমাপ্ত।

উপন্যাসগুলোর সূচি প্রকাশকালের ধারাবাহিকতা বজায় রেখে সাজানো হয়েছে।

প্রথম খন্ডে আছে : ১. দুর্গেশনন্দিনী ২. কপালকুন্ডলা ৩. মৃণালিনী ৪. বিষবৃক্ষ ৫. ইন্দিরা ৬. যুগলাঙ্গুরীয় ৭. চন্দ্রশেখর ৮. রজনী।

দ্বিতীয় খন্ডে রয়েছে : ১. কৃষ্ণকান্তের উইল ২. রাজসিংহ ৩. আনন্দমঠ ৪. দেবী চৌধুরাণী ৫. রাধারাণী ৬. সীতারাম।

বইদুটি ৭০ গ্রাম অফসেট কাগজে ছাপা, বোর্ড বাঁধাই এবং সম্পূর্ণ #প্রিমিয়াম কোয়ালিটি।

বইদুটির ভূমিকা লিখেছেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মানীত অধ্যাপক ড. আব্দুর রহিম।
প্রচ্ছদ করেছেন, কিংবদন্তিতুল্য প্রচ্ছদশিল্পী #ধ্রুব_এষ।
লেখকের ছবি এঁকেছেন স্বনামধন্য শিল্পী #মাসুক_হেলাল।

মোট পৃষ্ঠা
১ম খন্ড : ৩২+৬৭২= ৭০৪ পৃষ্ঠা
২য় খন্ড : ৩২+৬১৬= ৬৪৮ পৃষ্ঠা
মুদ্রিত মূল্য : প্রতি খন্ড ৭০০.০০ টাকা
দুই খন্ড একত্রে : ১৪০০.০০ টাকা।
আশা করি পাঠক এই বইদুটি হাতে পেয়ে আশাহত হবেন না। বইয়ের #গুণাগুণ বজায় রাখতে আপ্রাণ আমরা চেষ্টা করেছি।
প্রি-অর্ডার #মূল্য: ৯৮০ টাকা মাত্র !
প্রি-অর্ডার চলবে #আাগামী ১০ জুলাই পর্যন্ত

🕊️ মানসিক প্রশান্তির অন্বেষা 🕊️অন্তর আত্মার জন্য এক অনন্য সফর"তোমার আত্মা ক্লান্ত? মনে শান্তি নেই? বারবার ভুলের পেছনে ছু...
29/06/2025

🕊️ মানসিক প্রশান্তির অন্বেষা 🕊️
অন্তর আত্মার জন্য এক অনন্য সফর

"তোমার আত্মা ক্লান্ত? মনে শান্তি নেই? বারবার ভুলের পেছনে ছুটছো অথচ মুক্তি পাচ্ছো না?"
তাহলে এই বইটি তোমার জন্যই।

মূলত আরবি ভাষায় রচিত বিখ্যাত গ্রন্থ ‘তাজুল আরুস আল-হাবি লিতাহজিব আন-নুফুস’, ইংরেজিতে পরিচিত “The Refinement of Souls” — এবার বাংলায় "মানসিক প্রশান্তির অন্বেষা" নামে প্রকাশিত।

📖 বইটি কী নিয়ে?
এই বইটি শুধুমাত্র প্রেরণার কথা বলে না—এটি আত্মার পরিশুদ্ধি, তওবা, অহংকার ও হিংসার মতো আত্মিক ব্যাধির নিরাময়, এবং নৈতিকভাবে আল্লাহর নৈকট্য অর্জনের উপায়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে।

📚 কুরআন, হাদীস, সুফি সাধকদের গল্প ও প্রজ্ঞায় সমৃদ্ধ—
একটি ছোট বই, কিন্তু গভীর জ্ঞানে অনন্য।

✍️ অনুবাদ ও সম্পাদনা: ইমদাদুল হক, রুহিয়াহ নাবিলাহ
💸 মূল্য: মুদ্রিত মূল্য ৩০০ টাকা
🏬 বিক্রয়কেন্দ্র: ৩৮/২ক বাংলাবাজার (দোতলা)
📞 যোগাযোগ: ০১৭৪৩৯৫৫০০২, ০১৭২০৩০৪০৭২

🔖 একটি বই, যা হয়তো তোমার জীবনের দিক বদলে দিতে পারে...
আজই সংগ্রহ করো, নিজেকে চিনতে শেখো, শান্তির পথে এগিয়ে চলো।

#মানসিক_প্রশান্তির_অন্বেষা #আত্মার_শুদ্ধি #ইসলামিক_বই #প্রেরণামূলক_পাঠ #সুফিবাদ ্রতীক_প্রকাশনা

সময়ের অন্যতম জনপ্রিয় জাপানি সাহিত্যিক হারুকি মুরাকামির তিনটি বিখ্যাত বই এবার বাংলায়! ✨বিশ্বজুড়ে প্রশংসিত এই লেখকের মনজয়ী...
28/06/2025

সময়ের অন্যতম জনপ্রিয় জাপানি সাহিত্যিক হারুকি মুরাকামির তিনটি বিখ্যাত বই এবার বাংলায়! ✨
বিশ্বজুড়ে প্রশংসিত এই লেখকের মনজয়ী গল্পগুলো অনুবাদ করেছেন আমাদের প্রিয় অনুবাদক কৌশিক জামান।

📖 বইগুলো হলো—
🔹 মেন উইদাউট উইমেন
🔹 স্পুটনিক সুইটহার্ট
🔹 ফার্স্ট পারসন সিঙ্গুলার

🌀 প্রেম, নিঃসঙ্গতা, স্মৃতি ও বাস্তবতার সীমারেখা ঘিরে লেখা এই গল্পগুলো পাঠককে নিয়ে যাবে এক অনন্য অভিজ্ঞতার জগতে।

📚 হারুকি মুরাকামির জাদুকরী লেখায় হারিয়ে যান...

📍 সংগ্রহ করুন এখনই!
📦 অর্ডার করতে ইনবক্স করুন অথবা,
কল করুন [ 01720304072 Whatsapp ]
#অবসর #প্রতীক
#হারুকিমুরাকামি #বাংলাঅনুবাদ #কৌশিকজামান #বইপোকা #অনুবাদ #জাপানিসাহিত্য

📚 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে,  #শ্রদ্ধা ও  #ভালোবাসা 🙏আজ ২৬শে জুন, বাঙালি সাহিত্যজগতের অমর এক তারকা, বঙ্কিমচন্...
26/06/2025

📚 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে,

#শ্রদ্ধা ও #ভালোবাসা 🙏
আজ ২৬শে জুন, বাঙালি সাহিত্যজগতের অমর এক তারকা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর #জন্মদিন।
তিনি শুধু এক জন সাহিত্যিক নন, ছিলেন এক জন নবজাগরণ স্রষ্টা – যাঁর কলমে জেগে উঠেছিল বাঙালির আত্মচেতনা।
"আনন্দমঠ", "কপালকুণ্ডলা", "বিষবৃক্ষ", "কৃষ্ণচরিত্র" — তাঁর প্রতিটি সৃষ্টি আজও পাঠকের মনে আলোড়ন তোলে, অনুপ্রেরণা জোগায়।
📖 #অবসর ও #প্রতীক প্রকাশনা-এর পক্ষ থেকে এই মহান সাহিত্যসাধককে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
✒️ তাঁর চিন্তা, ভাষা আর দেশপ্রেমের আলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।

অবসর ও প্রতীক প্রকাশনা থেকে প্রকাশিত বই ;-
*কৃষ্ণকান্তের উইল
*কমলাকান্তের দপ্তর
*দুর্গেশনন্দিনী
*কপালকুন্ডলা
*রাজসিংহ
*বিষবৃক্ষ
=====
#বঙ্কিমচন্দ্রচট্টোপাধ্যায় #জন্মদিন #বাংলাসাহিত্য ্রকাশনা #প্রতীক_প্রকাশনা

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when Abosar Prokashana Sangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abosar Prokashana Sangstha:

Share

Category