উমেদ প্রকাশ

উমেদ প্রকাশ তিলে তিলে গড়ি বিজয়ী প্রজন্মের ভিত

🌐 https://bento.me/umedprokash
(276)

উমেদ প্রকাশ বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠিত ইসলামী প্রকাশনা সংস্থা, যার মূল উদ্দেশ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে দ্বীনের শিক্ষা বিস্তার করা এবং মুসলিম উম্মাহর মাঝে ঈমান ও আমল ভিত্তিক চেতনা জাগ্রত করা। আমরা বিশ্বাস করি, ইসলামের সুস্থ ও সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তোলা গেলে দেশ-জাতির সার্বিক উন্নতি সম্ভব।

আমাদের প্রকাশনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় ইসলামিক চিন্তাধারা ও শিক্ষা-সম্পন্ন বই প্রকাশে, যা তরুণ প

্রজন্মকে সঠিক দ্বীনি জ্ঞান দিয়ে আত্মশুদ্ধি ও চরিত্র গঠনে সাহায্য করে। আমরা বিভিন্ন বিষয়ের উপর বই প্রকাশ করি, যেমন ঈমানি অনুপ্রেরণা, দাওয়াহ, কুরআনিক শিক্ষা, আকীদাহ, ফিকহ, আখলাক, ইসলামী ইতিহাস এবং প্রাসঙ্গিক সামাজিক ও ধর্মীয় বিষয়াদি।

উমেদ প্রকাশ সর্বদা মুহাক্কিক আলিম ও দ্বীনদার গবেষকদের তত্ত্বাবধানে কাজ করে যাতে প্রত্যেকটি প্রকাশনা শাস্ত্রীয় সঠিকতা ও মানসম্পন্ন হয়। আমাদের প্রকাশিত বইসমূহ বাংলাদেশের বিভিন্ন অনলাইন ও অফলাইন বুকশপে সহজলভ্য, যার মাধ্যমে আমরা দেশ-বিদেশের পাঠকদের কাছে দ্বীনি জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি।

আমাদের লক্ষ্য শুধুমাত্র বই প্রকাশ নয়, বরং একটি শক্তিশালী ঈমানি প্রজন্ম গড়ে তোলা, যারা সমাজে আলোর বাতিঘর হিসেবে কাজ করবে। আমরা দোয়া করি, আমাদের প্রকাশনার মাধ্যমে পাঠকরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং জীবনের সঠিক পথ খুঁজে পায়।

আপনি যদি দ্বীনী শিক্ষা ও সঠিক ইসলামিক বইয়ের সন্ধান করেন, তাহলে উমেদ প্রকাশ আপনার বিশ্বস্ত সঙ্গী। আমাদের সাথে যোগাযোগ করুন, নতুন প্রকাশনা ও বিশেষ অফার সম্পর্কে জানতে ফেসবুকে ফলো করুন।

📞 যোগাযোগ করুন: +880 1757-597724
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: www.umedprokash.com
📘 ফেসবুক পেজ: facebook.com/umedprokash

29/07/2025

লোকেরা, তোমরা কী জবাব দিবে যখন নবিজি তোমাদের জিজ্ঞেস করবেন, তোমরা আখেরি উম্মত হয়ে কী করেছো? আমার পরিবারের সাথে কী ব্যবহার করেছ? কাউকে করেছ বন্দি আর কাউকে লুটিয়ে দিয়েছ রক্ত মাটিতে। আমি তোমাদের যে পথপ্রদর্শন করেছিলাম এর বিনিময় তো এটা হওয়া উচিত ছিল না যে তোমরা আমার পরিবারের সাথে দুর্ব্যবহার করবে।
- ইয়াযিদের দরবার থেকে ফিরে আসা হজরত হুসাইনের পরিবারের সদস্যদের দেখে কাঁদতে কাঁদতে এই কবিতা পড়েছিলেন যাইনাব বিনতু আকিল।

(আল মুজামুল কাবির, ৩/১১৮,১২৫। সনদ হাসান)

28/07/2025

পৃথিবীতে এসেছি কী কারণ ?

"দীর্ঘদিন যাবত চাকরী খুঁজছি, কিন্তু চাকরী পাচ্ছি না।""যতবারই ব্যবসায় টাকা খাটাই, মুনাফার দেখা পাই না।" "অনেক পরিশ্রম করি...
28/07/2025

"দীর্ঘদিন যাবত চাকরী খুঁজছি, কিন্তু চাকরী পাচ্ছি না।"
"যতবারই ব্যবসায় টাকা খাটাই, মুনাফার দেখা পাই না।"
"অনেক পরিশ্রম করি, কিন্তু কাজে বরকত নেই।"
বর্তমান যুব সমাজের অন্যতম সমস্যা 'জীবিকা' এবং 'বেকারত্ব'। এক দিকে জব সার্কুলারের অভাব নেই, অন্যদিকে 'চাকরী নাই' শ্লোগানের শেষ নেই। আবার যারা চাকরী পাচ্ছে কিংবা একটা ব্যবসা দিচ্ছে, হালাল হারামের বাছবিচার করেছে না। ফলে লক্ষ টাকা কামালেও মনে তাদের সন্তুষ্টি নেই। সবার কথা একটাই 'আমার মধ্যে বরকত নেই।' আর তাই দ্বীন মেনে ব্যবসা কিংবা চাকরী করার কথা বললে অনেকে রেগে যান, 'এই যুগে অসম্ভব' বলেন।

কিন্তু বিষয়টি কি সত্যি তাই? ইসলামে জীবিকার নিরাপত্তা কতটুকু? বেকারত্বে টইটম্বুর এই সমাজে কীভাবে বরকত পাওয়া যায়? পড়ুন 'ইসলামে জীবিকার সমাধান'। এতে লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন কুরআন সুন্নাহ, এবং পূর্ববর্তী নেককারদের জীবনী থেকে অসাধারণ পাথেয় তুলে দিয়েছেন যুব সমাজের জন্য।
বই: ইসলামে জীবিকার সমাধান
লেখক: মুহাম্মাদ যাইনুল আবিদীন
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত

28/07/2025

আবু হাযেম আল-মাদীনী রহ. বলেন, যখন তুমি দেখবে তোমার রব তোমার ওপর অনবরত নেয়ামত দিয়েই যাচ্ছেন, এরপরও তুমি তাঁর অবাধ্য হয়ে আছো, তাহলে সাবধান হয়ে যাও, শীঘ্রই তোমাকে পাকড়াও করা হবে।

সিয়ারু আলামিন নুবালা, ৬/১০২

অংশগ্রহণ করতে পারেন।
27/07/2025

অংশগ্রহণ করতে পারেন।

উমেদ কোটেশন প্রতিযোগিতা

নিয়মনীতি

১. এই পোস্ট আপনার টাইমলাইনে পাবলিকলি শেয়ার করতে হবে।
২. উমেদ অথবা দারুল ফিকর থেকে প্রকাশিত যেকোনো বই থেকে আপনার সবচেয়ে পছন্দের উক্তি আপনার টাইমলাইনে পোস্ট করতে হবে।
৩. পোস্টে #উমেদ_কোটেশন_প্রতিযোগিতা হ্যাশট্যাগ দিতে হবে।
৪. শেয়ার পোস্টের লিংক ও আপনার প্রিয় উক্তি নিয়ে দেয়া পোস্টের লিংক একসাথে এক কমেন্টে এই পোস্টে কমেন্ট করতে হবে।

ঐচ্ছিক নিয়মাবলি
১. আপনার বন্ধুবান্ধব ৫ জনকে ম্যানশন দিতে হবে।
২. প্রিয় উক্তি বইয়ের বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারেন।

প্রতিযোগিতার সময়সীমা
এখন থেকে ৩১ জুলাই পর্যন্ত।

প্রতিযোগিতার পুরস্কার
লটারির মাধ্যমে ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
১ম জনকে ইসলামী জীবনবিধান, পরের দুজনকে ইসলামে জীবিকার সমাধান, পরের দুজনকে সরদারে কায়েনাত বই দেওয়া হবে।

27/07/2025

দ্বীনের উপর অটল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা উচিত।

প্রিয় বন্ধুদের কারও নিরাপত্তা নিয়ে সঙ্কিত থাকলে তাকে মেনশন করতে পারেন।
27/07/2025

প্রিয় বন্ধুদের কারও নিরাপত্তা নিয়ে সঙ্কিত থাকলে তাকে মেনশন করতে পারেন।

27/07/2025

মানুষ গাফেল হলেও তার ব্যাপারে গাফলতি করা হচ্ছে না।
অর্থাৎ তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

-আবু আবদুর রহমান আস-সুলামী রহ.

26/07/2025

হাসান বসরী (রহ.) সব সময় শাসকদের কাছ থেকে দূরে থাকতেন। তিনি চাইতেন অন্য আলিমরাও দূরে থাকুক। একবার তিনি কয়েকজন কারীকে দেখেন বসরার গভর্নর ইবনু হুবাইরার ঘরের সামনে অপেক্ষা করতে। তখন তিনি বলেন, তোমরা এই নাপাক লোকদের কাছে যেতে চাচ্ছ? এই লোকদের সাথে সাক্ষাৎ করা আর নেককারদের সাথে সাক্ষাৎ করা তো এক জিনিস নয়। তোমরা কারীদের বেইজ্জত করছ। যদি তোমরা নিজেদের এই লোকদের দুনিয়া থেকে উদাসীন রাখতে পারতে তাহলে এই ব্যক্তিরা তোমাদের দ্বীনী কাজে আগ্রহ পেত। কিন্তু আজ তোমরা তাদের দুনিয়ার পেছনে পড়েছ তাই তারাও তোমাদের থেকে বেপরোয়া হয়ে গেছে।
বই : সালাফের জীবন থেকে
লেখক : ইমরান রাইহান
উমেদ প্রকাশ
[পৃষ্ঠা নং ৭৪ থেকে]

26/07/2025

একজন যুবক যখন দাড়ি রাখতে শুরু করে...

নিচের ছবিটি দেখে কোন নবির কথা মনে পড়ে?
26/07/2025

নিচের ছবিটি দেখে কোন নবির কথা মনে পড়ে?

26/07/2025

কারো যদি অনেক বেশি গুনাহ হয়ে যায়, আর সে গুনাহগুলো থেকে মুক্ত হতে চায়— তাহলে সে যেন নামাজের পর নিজের জায়গায় বসে থাকার বিষয়ে গুরুত্ব দেয় ; যাতে ফিরিশতারা তার জন্য বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করে।

-আবুল হাসান ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when উমেদ প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উমেদ প্রকাশ:

Share

Category