Niha Sheikh

Niha Sheikh I am Niha & I'm also a digital Marketer. I can also provide you best service such that SMM,SEO etc.....

07/09/2024

Udemy কি?

Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার । Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন-Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি উপর ।

Udemy কিভাবে কাজ করে?

Udemy এমন একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা প্রশিক্ষকদের তাদের পছন্দের বিষয়গুলিতে অনলাইন কোর্স তৈরি করতে দেয়। ইউডেমির কোর্স বিকাশের সরঞ্জামগুলি ব্যবহার করে তারা ভিডিও, পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পিডিএফ, অডিও, জিপ ফাইল এবং কোর্স তৈরি করতে লাইভ ক্লাস আপলোড করতে পারে।

Udemy লক্ষ্য:

Udemy এর লক্ষ্য হল সর্বত্র মানুষ এবং প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনা তৈরি করা । আমাদের বিশ্বব্যাপী মার্কেটপ্লেসে একটি বিস্তৃত, বহু-ভাষা গ্রন্থাগার রয়েছে, যার মধ্যে বাস্তব-বিশ্বের বিশেষজ্ঞদের দ্বারা শেখানো হাজার হাজার কোর্স অন্তর্ভুক্ত রয়েছে।

 # Digital Marketing কি?বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও হাই স্প্রিড ইন্টারনেটের যুগ। বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ...
03/09/2024

# Digital Marketing কি?
বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও হাই স্প্রিড ইন্টারনেটের যুগ। বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারণাকে বোঝায়। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যেমন- গুগল, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুকসহ নানা রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম।
# ডিজিটাল মার্কেটিং কেন করবেন?
খুব স্বল্প সময়ে সঠিকভাবে আপনি আপনার পণ্যকে কাস্টমারের কাছে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারেন। আপনার পণ্যটি যেসকল কাস্টমারের কাছে ব্যাপক চাহিদা রয়েছে তাদের সহজে চিহ্নিত করতে পারেন। আপনার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সাথে ব্যবসায়িক ঘাটতি সহজে নির্ণয় করতে পারবেন। এক কথায় ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সাহায্য করে।
# কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?
প্রথমে আপনার পণ্যটি কোন ক্যাটাগরির কাস্টমারের কাছে চাহিদা সম্পূর্ণ তা বিবেচনা করে সে অনুযায়ী সঠিক তথ্য ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে তুলে ধরতে হবে। পণ্যের ধরন ও চাহিদানুযায়ী আপনাকে কনটেন্ট সাজাতে হবে। আপনি কোন ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে মার্কেটিং শুরু করবেন তা ঠিক করতে হবে এবং সেই ডিজিটাল মাধ্যমটি সম্পর্কে আপনাকে ভাল জ্ঞান রাখতে হবে।
# ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি?
ডিজিটাল মার্কেটিং সাধারণত অনেক প্রকারের হয়ে থাকে তবে ছয়টি প্রকার অন্যতম।
১) কনটেন্ট মার্কেটিং
২ )সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৩) সার্চ ইঞ্জিন মার্কেটিং
৪) সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৫) ইমেইল মার্কেটিং
৬) ওয়েব এনালাইটিক্স

Address

Shahid Nagar
Gandaria
1204

Opening Hours

Monday 00:00 - 11:00
Tuesday 00:00 - 11:00
Wednesday 00:00 - 11:00
Thursday 00:00 - 11:00
Friday 00:00 - 11:00
Saturday 00:00 - 11:00
Sunday 00:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niha Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share