অন্বয় প্রকাশ Annoy Prakash

অন্বয় প্রকাশ Annoy Prakash প্রকাশে সত্য সুন্দর ও আনন্দের সঙ্গী
True in manifestation, beautiful and a companion of joy

আমন্ত্রণ
23/06/2025

আমন্ত্রণ

30/05/2025
আজ থেকে বইমেলা শুরু
23/05/2025

আজ থেকে বইমেলা শুরু

নতুন বই
23/05/2025

নতুন বই

নাজিয়া নিগারের সদ্য প্রকাশ হওয়া উপন্যাস “নিকিতা” আজ থেকে পাওয়া যাচ্ছে । Nigar
17/05/2025

নাজিয়া নিগারের সদ্য প্রকাশ হওয়া উপন্যাস “নিকিতা” আজ থেকে পাওয়া যাচ্ছে ।
Nigar

প্রি-অর্ডার চলছে। রকমারিতে আজই বুকিং দিন...বইয়ের নামঃ নিকিতালেখকের নামঃ নাজিয়া নিগারবিষয়ঃ উপন্যাসপ্রকাশকঃ অন্বয় প্রকাশপ্...
13/05/2025

প্রি-অর্ডার চলছে। রকমারিতে আজই বুকিং দিন...

বইয়ের নামঃ নিকিতা
লেখকের নামঃ নাজিয়া নিগার
বিষয়ঃ উপন্যাস
প্রকাশকঃ অন্বয় প্রকাশ
প্রচ্ছদঃ গুলশান কবীর
মূল্যঃ ২৫০.০০

বই সংক্ষেপঃ নারীর চিরায়ত চাওয়া-পাওয়া, প্রেম-বিরহ, পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে সহজ ও সাবলীল বর্ণনায় অসাধারণ একটি উপন্যাস। শুরু করলে শেষ না করে ওঠা যাবে না।

সর্বোচ্চ ১০০ শব্দের অণুগল্প ।। একশ সতের।।   # আনন্দ-বেদনার কাব্যমুশফিকা রাহমান # ফাহিয়া হল থেকে বেরিয়ে এসে দেখে, তার ভাই...
11/05/2025

সর্বোচ্চ ১০০ শব্দের অণুগল্প ।। একশ সতের।।
#
আনন্দ-বেদনার কাব্য
মুশফিকা রাহমান
#

ফাহিয়া হল থেকে বেরিয়ে এসে দেখে, তার ভাই ফাহাদ দাঁড়িয়ে আছে। অবাক হয়ে বলল,
"কিরে, তুই এলি যে? অবশ্য ভালোই হয়েছে, বাবা বয়স্ক মানুষ, এই গরমে এত কষ্ট করে না আসাই ভালো।"
বলেই ভাই-বোন সিএনজিতে উঠে বসল।
ফাহিয়া উচ্ছ্বাসের সঙ্গে বলল, “জানিস, এবার ঈদে আমি সবার জন্য একই রঙের জামা কিনেছি! বাবা-মাকে তো কখনো সেভাবে নতুন জামা পরতে দেখিনি। এবার আমরা সবাই একসঙ্গে নতুন জামা পরব! খুব ভালো হবে না বল?”
ফাহাদের চোখ অশ্রুতে ঝাপসা হয়ে উঠল। ফাহিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, “তুই কাঁদছিস কেন?”
ফাহাদ মাথা নিচু করে কান্নাজড়িত গলায় বলল, “আপু, বাবা আর নেই।”

সর্বোচ্চ ১০০ শব্দের অণুগল্প ।। একশ ষোল।।   # চিরন্তন অপেক্ষামোঃ জিয়াউর রহমান  # রাতের নীরবতা ভেঙে দেয় ফোনের রিং। সিমু তড়...
10/05/2025

সর্বোচ্চ ১০০ শব্দের অণুগল্প ।। একশ ষোল।।
#
চিরন্তন অপেক্ষা
মোঃ জিয়াউর রহমান
#
রাতের নীরবতা ভেঙে দেয় ফোনের রিং। সিমু তড়িঘড়ি করে ফোনটা ধরে—"হ্যালো?"
ওপাশ থেকে পরিচিত কণ্ঠ— "ঘুমাওনি এখনো?"
সিমু মুচকি হেসে বলে, "তোমার অপেক্ষায় ছিলাম।"
শুভ হেসে বলে, "তুমি জানো? প্রতিদিন রাতের তারা গুনতে গুনতে ভাবি, যদি একদিন সত্যি তোমায় পাশে পাই! সিমুর চোখে জল চলে আসে। বলল, তুমি তো জানো, দূরত্ব ভালোবাসা কমাতে পারে না।শুভ নিঃশ্বাস ফেলে বলল, একদিন আসব, হাত ধরে আকাশ দেখব। তখন আর অপেক্ষা থাকবে না, শুধু আমরা থাকব।"সিমু আকাশের দিকে তাকিয়ে বলে, সেদিনের জন্য অপেক্ষা করছি।
রাত ভাঙে, ভালোবাসা জাগে—অপেক্ষার গল্পে মিশে যায় দু'টি প্রাণ।

সর্বোচ্চ ১০০ শব্দের অণুগল্প ।। একশ পনের ।।   # চোরফারিহা ফারজানা অরণী  # "মার, আরও মার, উচিত করে মাইর দে, যেন জন্মে আর ক...
09/05/2025

সর্বোচ্চ ১০০ শব্দের অণুগল্প ।। একশ পনের ।।
#
চোর
ফারিহা ফারজানা অরণী
#

"মার, আরও মার, উচিত করে মাইর দে, যেন জন্মে আর কোনোদিন বাজার থেকে চুরি করার সাহস না পায়।"
অত ভীড়ে লোকের চিৎকারে তাল মিলিয়ে সতের বছরের ছেলেটাও চোরটাকে মারতে যায়। ঠেলাঠেলি করে ভেতর পর্যন্ত হাত যায় না।

বাজার করে ফেরার কথা। চৈত্রের বাজারে সবার মাথা গরম।
"রহিমের বাপ!" চিৎকার দেয় পঞ্চাশোর্ধ স্ত্রী। "কে এমন করল তোমার!"
ছেড়া পাঞ্জাবি, সারা গায়ে মারের রক্তাক্ত চিহ্ন, বাজারের কাদা। লোকটা ফুপিয়ে কাঁদে। বাজারে টাকা না দিয়েই ভুল করে চলে আসার সময় "চোর" বলে কারা যেন চিৎকার দেয়।
ছেলে ঘরে ফেরে, "আজকে বাজারে একটা ‘চোর’..."। শেষ করতে পারে না। দুই অক্ষরের শব্দটা অসহ্য ভারী লাগে।

সর্বোচ্চ ১০০ শব্দের অণুগল্প ।। একশ চৌদ্দ ।।   # বসন্তে. . .সাধন সরকার # প্রিয়ন্তির কাছ থেকে ফিরতি ক্ষুদেবার্তার আশায় পুর...
08/05/2025

সর্বোচ্চ ১০০ শব্দের অণুগল্প ।। একশ চৌদ্দ ।।
#
বসন্তে. . .
সাধন সরকার
#
প্রিয়ন্তির কাছ থেকে ফিরতি ক্ষুদেবার্তার আশায় পুরো রাত নির্ঘুম কেটে গেল নীলয়ের। বসন্তের ভালোবাসার দিনে প্রিয়ন্তিকে মনের আবেগ জানানো ঠিক হয়নি এমনটি ভাবতে ভাবতে কোনো রকমে ভার্সিটিতে যায় নীলয়।
লজ্জায় লাল বনে যাওয়া দুটি নয়নে কত রং খেলা করলেও তা প্রকাশ করার কোনো ভাষা নেই! ক্লাস শেষ। মাথা নিচু করে সাতপাঁচ ভেবে ঘুমে ডুবে যেতে মন চাইছে নীলয়ের!
এমন সময় পাশে এসে বসে প্রিয়ন্তি। নীলয়ের হাতে হাত রাখে। প্রিয়ন্তি বলে, ‘দেখ নীলয়, মাথাভরা ঢেউ খেলানো সোনালি-কালো চুলের মাঝ বরাবর সিঁথি, পেছনে টেনে বাঁধা গোলাপের খোঁপা... ললাটে লাল টিপ।

Address

Gandaria

Opening Hours

Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801716089012

Website

Alerts

Be the first to know and let us send you an email when অন্বয় প্রকাশ Annoy Prakash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অন্বয় প্রকাশ Annoy Prakash:

Share

Category