12/08/2025
ছাত্র রাজনীতি: দায়িত্ব, শালীনতা ও শিক্ষার্থীদের মর্যাদা রক্ষাই আমাদের প্রথম দায়িত্ব।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্যই শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। এর বাইরে যে কোনো কর্মকাণ্ড, যা শিক্ষার্থীদের ক্ষতি করে বা বিভ্রান্তির পথে ঠেলে দেয়, তার শিক্ষার্থীদের কে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে তা ছাত্র রাজনীতির চেতনার পরিপন্থী।
এই ছবিটি দেখে গভীরভাবে ব্যথিত হয়েছি। আমাদের রাজনীতি, আমাদের সংগ্রাম সবই তো শিক্ষার্থীদের মুক্তি ও কল্যাণের জন্য, আমাদের মা বোনদের নিরাপত্তা ও সম্মানের জন্য। কিন্তু যদি কোনো দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নারী শিক্ষার্থীরা বিব্রতকর অবস্থায় পড়ে, তবে সেটি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকেরই প্রতিবাদ করা উচিত। সেই রাজনৈতিক দলকেও প্রতিহত করা উচিত।
যারা শালীনতা ও পর্দা মেনে চলেন, তাদের প্রতি আমাদের সম্মান দেখানো বাধ্যতামূলক এটি কেবল রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়, এটি আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের অসুবিধা হয় এমন কোনো কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। বিশেষত নারী শিক্ষার্থী, এবং যারা পর্দা মেনে চলেন তাদের জন্য পরিবেশ সর্বদা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখা আমাদের প্রত্যেকটা ছাত্র সংগঠন সবার দায়িত্ব।
আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের মিছিল বা কর্মসূচি এমন দৃশ্যের জন্ম দেবে না যা নারী শিক্ষার্থীদের বিব্রত বা অসম্মানিত করে। আর যদি এমন কিছু ঘটে, আমরা সকল ছাত্র সংগঠন সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াব, এবং নিশ্চিত করবো যে এমন কর্মকাণ্ডের রাজনীতি যারা করে তাদের কোনো স্থান বাংলাদেশে থাকবে না।
যারা দায়িত্বশীল অবস্থানে আছেন, তাদের প্রতি আহ্বান, অনুরোধ থাকবে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন, যেন আপনাদের, আমাদের জন্য কোনো নারী /পর্দাশীল নারী শিক্ষার্থীকে অস্বস্তিকর বা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।
মোঃ আশিকুর রহমান আকাশ
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।