গার্ডিয়ান পাবলিকেশন্স

গার্ডিয়ান পাবলিকেশন্স A creative book publishing house in Bangladesh. Trying to publish quality books for the readers.

গার্ডিয়ান পাবলিকেশন্স। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান; যা জ্ঞানের উত্তাল সমুদ্রে একটি উচ্ছ্বাসী তরির ন্যায় ছুটে চলছে অবিরাম।

বাংলাভাষী পাঠকসমাজের নিকট গার্ডিয়ান অতি পরিচিত এক নাম। বাংলা সাহিত্যাঙ্গনের অন্যতম ধ্রুবতারা। শুধু সাহিত্য তৈরিতে নয়, লেখক ও পাঠক তৈরিতেও গার্ডিয়ান পাবলিকেশন্স অনবদ্য ভূমিকা রাখছে সত্যিকারের গার্ডিয়ানের বেশে।

২০১৭ সালে যাত্রার সূচনালগ্নেই পাঠকসমাজে তুমুল আলোড়ন

সৃষ্টি করে গার্ডিয়ান পাবলিকেশন্স। প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদের মাধ্যমেই জয় করে লাখও পাঠকের হৃদয়। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে পরবর্তী প্রকাশনাগুলোতেও। এক এক করে প্রকাশিত হয় বি-স্মার্ট উইথ মুহাম্মাদ সা., সানজাক-ই উসমান, এরদোয়ান দ্যা চেঞ্জমেকার, দ্যা রিভার্টস, রিভাইভ উয়োর হার্ট, বন্ধন ও প্রোডাক্টিভ মুসলিমের মতো সাড়া জাগানো সব বই। এই সকল বইয়ের মধ্য দিয়েই শুরু হয় নতুন এক অধ্যায়ের নবযাত্রা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই গার্ডিয়ান পাবলিকেশন্স ধারাবাহিকভাবে অর্জন করেছে ২১ শে বইমেলা বেস্টসেলার পদকসহ বিভিন্ন সম্মাননা। গত কয়েক বছরের যাত্রায় অব্যাহতভাবে গার্ডিয়ানের উল্লেখযোগ্যসংখক বই বিভিন্ন ক্যাটাগরিতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

গার্ডিয়ানের অর্জিত উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা

১. রাইজিং পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০১৭ । ২. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-১৮ । ৩. শ্রেষ্ঠ স্টল। চট্টগ্রাম বিভাগীয় ২১ শে বইমেলা-২০১৯ । ৪. শ্রেষ্ঠ স্টল। বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা । ৫. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-১৯ । ৬. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০ । ৭. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২১ । ৮. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২২ । ৯. বইফেরি বেস্টসেলার অ্যাওয়ার্ড-২২

গার্ডিয়ানের প্রকাশিত বই দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বদরবারেও সুনাম কুড়িয়েছে। আলো ছাড়িয়েছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের পার্লামেন্টেও। তুরস্কের জাতীয় পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে গার্ডিয়ান থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ গ্রহণ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। একইভাবে মালোয়েশিয়ার প্রেসিডন্ট আনোয়ার ইব্রাহীমের হাতেও পৌঁছে যায় গার্ডিয়ান থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ।

গার্ডিয়ান তার সাত বছরের পথচলায় এখন পর্যন্ত সাহিত্যের ৪০টি ক্যাটাগরিতে প্রায় ১৮০টি গ্রন্থ প্রকাশ করেছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও শতাধিক বই। এই সকল গ্রন্থের লেখকদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত বিভিন্ন স্কলার, দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়, মাদরাসা, ইনস্টিটিউট ও দ্বীনি মারকাজের শিক্ষক, গবেষক ও পণ্ডিতগণ। পাশাপাশি সম্ভাবনাময় তরুণ ও নতুন লেখকগণের বই প্রকাশ করেছে গার্ডিয়ান। নতুনরাও আলো ছড়িয়েছেন সমানতালে।

২০১৭ সালে এটি বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি (বাপুস)-এর সদস্যপদ লাভ করে এবং পরবর্তী সময়েই বাংলাদেশ সরকারের ট্রেড লাইসেন্স প্রাপ্ত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যাবতীয় আইনের প্রতি শ্রদ্ধশীল হয়ে গার্ডিয়ান পাবলিকেশন্স আইনানুযায়ী ব্যাবসা পরিচালনা করে আসছে।

জুলাই শহীদ দিবসে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।মহান আল্লাহ শহীদদের ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন...
16/07/2025

জুলাই শহীদ দিবসে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

মহান আল্লাহ শহীদদের ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন! আমীন!

অগ্নিঝরা জুলাই।গতবছর জুলাইয়ে আজকের দিনে আমাদের ৪টি বই প্রকাশের কথা ছিল। কিন্তু জুলাইয়ের উত্তাল তরঙ্গে আমরাও শামিল হই। বন...
15/07/2025

অগ্নিঝরা জুলাই।

গতবছর জুলাইয়ে আজকের দিনে আমাদের ৪টি বই প্রকাশের কথা ছিল। কিন্তু জুলাইয়ের উত্তাল তরঙ্গে আমরাও শামিল হই। বন্ধ করে দিই বই প্রকাশের সমস্ত কার্যক্রম।

৩৬ জুলাইয়ের বিজয় না এলে সম্ভবত এটাই হত আমাদের বই প্রকাশের শেষ ঘোষণা!

দেশের বিরাজমান পরিস্থিতিতে গার্ডিয়ান পাবলিকেশন্স ঘোষিত ইতিহাস সিরিজ-এর চারটি বইয়ের মোড়ক উন্মোচন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হলো।

খুব শীঘ্রই বইগুলো পাঠক পরিসরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

অনিবার্য কারণবশত পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে বইগুলো পাঠকদের কাছে পৌঁছে দিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

14/07/2025

যে সাহাবির ঘটনা মিলে যায় জুলাইয়ের সাথে!

গার্ডিয়ানের অন্যতম জনপ্রিয় সীরাতগ্রন্থ-মা’আল মুস্তফা (সা.)-ওপর শুরু হতে যাচ্ছে অনলাইন সীরাত প্রতিযোগিতা-২০২৫।প্রায় ৩০ হা...
13/07/2025

গার্ডিয়ানের অন্যতম জনপ্রিয় সীরাতগ্রন্থ-মা’আল মুস্তফা (সা.)-ওপর শুরু হতে যাচ্ছে অনলাইন সীরাত প্রতিযোগিতা-২০২৫।

প্রায় ৩০ হাজার টাকার পুরস্কার থাকছে এই প্রতিযোগিতার বিজয়ীদের জন্য।

অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এতে অন্তত রাসূলের জীবনী আপনার ভালোভাবে পড়া হবে।

রেজিস্ট্রেশন লিংক কমেন্টে...

গার্ডিয়ানের সোনামণি সিরিজের সার্থকতা এটাই।সোনামণিরা এই বইগেুলো হাতে পেলেই মগ্ন হয়ে যায়।
13/07/2025

গার্ডিয়ানের সোনামণি সিরিজের সার্থকতা এটাই।

সোনামণিরা এই বইগেুলো হাতে পেলেই মগ্ন হয়ে যায়।

আধুনিক বাংলা কবিতার বরপুত্র কবি আল মাহমুদকে আল্লাহ ক্ষমা করুন। জান্নাতের উচ্চ মাকাম দান করুন!
11/07/2025

আধুনিক বাংলা কবিতার বরপুত্র কবি আল মাহমুদকে আল্লাহ ক্ষমা করুন। জান্নাতের উচ্চ মাকাম দান করুন!

আজ ছুটির দিনে ঘুরে আসতে পারেন আফতাব নগরের আলোকায়ন বইমেলায়....
11/07/2025

আজ ছুটির দিনে ঘুরে আসতে পারেন আফতাব নগরের আলোকায়ন বইমেলায়....

অভিনন্দন তরুণ অরুণদের!
10/07/2025

অভিনন্দন তরুণ অরুণদের!

SSC ও দাখিল পরীক্ষার রেজাল্ট যেভাবে দেখবেন....!শুভ কামনা নতুন দিনের নাবিকদের জন্য!
09/07/2025

SSC ও দাখিল পরীক্ষার রেজাল্ট যেভাবে দেখবেন....!

শুভ কামনা নতুন দিনের নাবিকদের জন্য!

06/07/2025

কুফা থেকে অনেক চিঠি আসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে।

তিনি সেই চিঠিগুলোর সত্যতা, কুফাবাসীর অবস্থা জানার জন্য তার পরিবারের এক সদস্যকে কুফায় প্রেরণ করেন।

আজকের কুইজ:

হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাকে কুফায় প্রেরণ করেন?


কুইজের উত্তর কমেন্ট বক্সে দিতে পারেন।

১০ দিনের এই কুইজ কন্টেস্টে ৫ জন সৌভাগ্যবান বিজয়ী পাবেন 'কারবালা ও ইয়াজিদ' বইটি।


07

05/07/2025

ইয়াজিদের দোষ শুধুমাত্র কারবালার ঘটনা নিয়েই না।

কারবালা ছিলো তার সূচনা।

কারবালা পরবর্তী ইয়াজিদের বাহিনী মদীনায় আক্রমণ করে, সাহাবীদের-তাবেয়ীদের হত্যা করে। এমনকি, অনেক ইতিহাসবিদদের মতে, সেইসময় মদীনার নারীদেরকে ধর্ষণ করা হয়!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের মাত্র ৫০ বছরের মধ্যে তাঁর শহরে, তাঁর সাহাবীদেরকে হত্যা করা হয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য।

আজকের কুইজ:

ইয়াজিদের বাহিনী মদীনায় যে আক্রমণ করে, সেই ঘটনা ইতিহাসে কী নামে পরিচিত?


কুইজের উত্তর কমেন্ট বক্সে দিতে পারেন।

১০ দিনের এই কুইজ কন্টেস্টে ৫ জন সৌভাগ্যবান বিজয়ী পাবেন 'কারবালা ও ইয়াজিদ' বইটি।


06

কারবালার ঘটনা না বুঝলে, ইসলামের ইতিহাসের ধারাবাহিকতা বুঝা যাবে না! কারবালা শুধুমাত্র একটি ঘটনাই না। ইসলামের রাজনৈতিক ইতি...
05/07/2025

কারবালার ঘটনা না বুঝলে, ইসলামের ইতিহাসের ধারাবাহিকতা বুঝা যাবে না!

কারবালা শুধুমাত্র একটি ঘটনাই না। ইসলামের রাজনৈতিক ইতিহাসের মোড় পরিবর্তন।

একজন মুসলিম শাসকও যে জালিম হয়ে উঠতে পারে, এই জালিমের বিরুদ্ধে যে প্রতিরোধ-সংগ্রাম করতে হয়, কারবালা হলো সেই ধারাবাহিক ইতিহাসের সূচনা।

যুগে যুগে যত ফ্যাসিবাদের আগ্রাসন আসবে, এই কবল থেকে বাঁচতে অনুপ্রেরণা হবেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু।

কারবালার দিন তিনি শাহাদাতবরণ করেন।

কিন্তু, ইতিহাসে তিনিই বীর, তিনিই স্মরণীয়।

বর্তমান সময় দেখা যায় মুসলিমদের মধ্যে প্রধান দুই ভাগ দেখা যায় শিয়া-সুন্নী।

প্রথমে শিয়া ছিলো রাজনৈতিক মতবাদ, পরবর্তীতে ধর্মীয়। এই শিয়া মতবাদের উত্থান বুঝতে গেলে কারবালার ঘটনা বুঝতে হবে।

কারবালা, খিলাফত কীভাবে রাজতন্ত্রে রূপান্তরিত হয়, কীভাবে মুসলিম উম্মাহর পতন শুরু হয়, মুসলিম উম্মাহর ১৪০০ বছরের ইতিহাস নিয়ে গার্ডিয়ান পাবলিকেশন্স তৈরি করেছে 'কারবালা প্যাকেজ'।

এই ৪ টি বইয়ের বিষয়বস্তু একটি অন্যটির চেয়ে ভিন্ন মনে হলেও পড়ার পর মনে হবে প্রত্যেক ঘটনায় একটি অন্যটির সাথে সংযুক্ত!

ফ্যাসিস্ট যেমন একা একা ফ্যাসিস্ট হতে পারে না, ইয়াজিদও তেমনি একা একা 'ইয়াজিদ' হয়নি।

মুসলিম উম্মাহর পূর্ণাঙ্গ ইতিহাস জানতে এই প্যাকেজটি সহায়ক হতে পারে।

প্যাকেজটি অর্ডার করতে কমেন্টের লিংকে ক্লিক করুন।

Address

Gandaria

Telephone

01710197558

Website

https://linktr.ee/GuardianPublications

Alerts

Be the first to know and let us send you an email when গার্ডিয়ান পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গার্ডিয়ান পাবলিকেশন্স:

Share

Category