14/04/2025
Zulkarnain Saer আমার উনাকে একটা নির্দিষ্ট দলের কর্মী মনে হয়। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অনুকরণীয় কোনো ব্যক্তি তাকে মনে হয় না। আল জাজিরায় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে নিউজটা আন্তর্জাতিকভাবে সারা ফেলেছিল সেখানে তার অবদান আমার কাছে একজন সোর্সের মত। আর ক্রেডিট দিতে হলে সেইটা কেই দিতে হবে । আল জাজিরার All Are Prime Minister man নিউজটা অন্তত এই ব্যক্তি কোনো রাজনৈতিক স্বার্থে করেনি। বরং সাংবাদিকতা পেশার দায়িত্ব থেকেই করেছে।