
24/10/2023
ছেলে মাস্ক পড়ে ইন্টারভিউ দিচ্ছিল, “মা বলল তুমি কি জালিমদের সামনে চেহারা দেখাতে ভয় পাচ্ছ?” এই বলে ছেলের মাস্ক খুলে নিল মা।
বাচ্চা শহীদ হওয়ার পর, বাচ্চাকে কোলে নিয়ে বাবা বলছে, “তুমি শহীদ হওয়ার পর আমার পরিবারে আপনজন বলতে আর কেউ রইলনা, আমি মন খারাপ করছি না, জান্নাতে ত আমরা মিলিত হচ্ছিই।”
বীর প্রসবা ফিলিস্তিন।
কি জাতের ঈমানে ভরপুর এদের অন্তর!