S-p Travels

S-p Travels Did you like it.

10/06/2025
10/06/2025

মেহেরপুর শিল্প ও পণ্য বানিজ্য মেলা। ২০২৫"
#মেহেরপুর #মেলা

Eid mubarak
06/06/2025

Eid mubarak

কফিলের মেয়ের সাথে কালা সান্ডা❌🦎🦎✅
18/05/2025

কফিলের মেয়ের সাথে কালা সান্ডা❌🦎🦎✅

সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক  "প্রেসিডেন্ট সাদাতকে কেনো হত্যা করেছ তুমি ?"হ...
18/05/2025

সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক "প্রেসিডেন্ট সাদাতকে কেনো হত্যা করেছ তুমি ?"

হত্যাকারী জবাব দিয়েছিলো - "কারণ সে সেক্যুলার ছিলো ।"

বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন - "সেক্যুলার মানে কী ?"

হত্যাকারী জানালো - "আমি জানি না ।"

প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা চেষ্টাকারীর একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক - নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছো কেনো ?"

জবাবে সন্ত্রাসী বলেছিলো - "কারণ সে ধর্মবিরোধী 'চিলড্রেন অভ গেবালাবি' উপন্যাসটি লিখেছে ।"

বিচারক আগ্রহ দেখালেন - "উপন্যাসটি পড়েছো তুমি‌ ?"

অপরাধী জবাব দিয়েছিলো - "না" ।

মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাউদাকের হত্যাকারী সন্ত্রাসীটিকে বিচারক প্রশ্ন করেছিলেন - "ফারাজ ফাউদাকে মেরে ফেললে কেনো ?"

হত্যাকারী জবাব দিয়েছিলো - "কারণ তার ঈমান নাই‌।

বিচারক জানতে কৌতূহলী হলেন - "তুমি কিভাবে বুঝলে যে তাঁর ঈমান নেই ?"

সন্ত্রাসীর জবাব ছিলো - "তার বইগুলা পড়লেই সব বোঝা যায় ।"

বিচারকের কৌতূহল বেড়ে গেলো - "তাঁর কোন্‌ বইটিতে তুমি তাঁর ঈমানহীনতার প্রমাণ পেলে ?"

হত্যাকারী স্বীকার করলো - "বইয়ের নাম আমি জানি না । আমি পড়িনি ওসব ।"

বিচারক বিস্মিত হলেন - "কেনো পড়োনি ?

খুনীটি বলেছিলো - "আমি লিখতে-পড়তে জানি না‌ ।

ঘৃণা, কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না । ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে । সমাজ অজ্ঞতার খেসারত ও অজ্ঞ করে রাখার খেসারত এভাবেই দেয় । সুতরাং কারো বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে - "তুমি আদৌ বিষয়টি পরিস্কার ভাবে, প্রমান সহকারে জানো কিনা ?"
..সংগৃহীত পোষ্ট...

14/04/2025

মেয়েটি কি বলে...আমার শাশুড়ী ফ্যাসিস্ট......

08/04/2025

Dubai - Dhaka us bangla airlines takeoff

07/03/2025

অবশেষে প্লেন উড়েছে✈️✈️

মানিকগন্জের এক তরুণ তুর্কী, যার নাম জুলহাস, সে একটা উড়োজাহাজ বানিয়েছে, যেটা মাটি থেকে শূন্যে উড়েছে।

জুলহাসকে অভিনন্দন। ✈️

এই ছেলেটার যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হচ্ছে তার কমনসেন্স।

এর আগে যারা হেলিকপ্টার বানিয়েছিলো, তারা তাদের বাড়ির উঠান থেকে বস্তুটা উড়ানোর চেষ্টা করেছিলো। ভাগ্যিস সেটা উড়ে নাই। উড়লে বাড়ির চালের উপর গিয়ে পড়তো, এবং বাড়িঘর ভেঙে এক কাণ্ড হতো। আরেক তরুণকে দেখেছিলাম, ইলেকট্রিক খাম্বার নিচে হেলিকপ্টার ফিট করতে। সৌভাগ্যক্রমে এটাও উড়ে নাই।

সে তুলনায় জুলহাস অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সে তার বাহনটিকে টেস্ট ফ্লাইটের জন্য নদীর তীরে নিয়ে গেছে। এই কমনসেন্স বাঙালির মধ্যে অত্যন্ত দুর্লভ।

এর বাইরে জুলহাস যখন সাংবাদিকদের সাথে কথা বলেছে, তখন সে উড়োজাহাজের ওজন, তার নিজের ওজন, পাখার দৈর্ঘ্য, ইঞ্জিনের হর্স পাওয়ার- এসব নিয়ে আলাপ তুলেছে। এতে বোঝা যায়, ন্যুনতম বৈজ্ঞানিক বোধ তার মধ্যে আছে।

এই বোধ থাকা জরুরি। ✈️

তবে জুলহাস এখন বিরাট বিপদের মধ্যে আছে। মুর্খ এবং একইসাথে দরিদ্র জাতিরা ভীষণ আবেগী হয়। এই অতি আবেগ বিপদ ডেকে আনে।

জুলহাসকে বলবো, মাথা ঠাণ্ডা রাখতে। গ্লাইডারের ক্ষেত্রে সেফটি মেজার খুবই গুরুত্বপূর্ণ। এটি উড়ানোর ক্ষেত্রে আবহাওয়া, বাতাসের গতিবেগ অনেক কিছু মাথায় রাখতে হয়। কাজেই আবেগী জাতি আপনাকে বলবে, আরও বেশি বানাও, আরও উড়াও। টিভি চ্যানেল, ইউটিউবাররা ভিড় জমাবে, বলবে আবার উড়ান। আমরা ভিডিও করবো।

আর উড়ানোর দরকার নাই, ভাই। একবার যদি উপর থেকে গোত্তা খেয়ে পড়েন, তাহলে হাড্ডিগুড্ডি ভাঙবে। এখন যারা লাইক আর লাভ দিচ্ছে, এই একই গ্রুপ তখন হা হা রিঅ্যাক্ট দেবে। আপনাকে হিরো আলম বানিয়ে দেবে। মিম বানাবে। কাজেই পাবলিকের কথায় নাচার দরকার নাই। মাথা ঠাণ্ডা রেখে সামনের দিকে আগান।

গ্রামের জমিতে সার দেয়া বা কীটনাশক ছড়ানো অনেক সময়সাপেক্ষ এবং শ্রমনিষ্ট কাজ। পারলে দেখেন, আপনার গ্লাইডারকে সেই কাজে লাগানো যায় কিনা। তবে সবকিছুর আগে নিজের পেশা ও চাকরির যত্ন নিন।
পাবলিকের ''হ ভাই, সাথে আছি- কথা শুনে জমিজামা বিক্রি করে বোয়িং বানাতে যাইয়েন না। রিয়েলিটি হচ্ছে, আপনি যদি একটা বোয়িং বানিয়েও ফেলেন, ওটা কেউ কিনবে না। এই ইন্ড্রাস্ট্রির ফান্ডা অন্যরকম।

আপনার যতটুকু কথাবার্তা শুনেছি, তাতে আপনাকে আক্কেলওয়ালা মানুষ মনে হয়েছে। কাজেই আপনি কোনো ভুল করবেন না বলেই আমার বিশ্বাস।

আপনার বাহন যখন আকাশে উড়লো, তখন আমি বুকের ভেতর থেকে একই সাথে আনন্দ ও গর্ব অনুভব করেছি। আমার মতো কোটি কোটি মানুষও একই অনুভূতি লাভ করেছে। এই মরা সময়ে আমাদের আনন্দের অনুভূতি দেবার জন্য আপনাকে ধন্যবাদ...✈️✈️

16/02/2025

Waka waka fifa world cup song by shakira.

12/02/2025

Mehbooba song..

10/02/2025

06/02/2025

দেশের সিম কার্ড এখন বিদেশেও ব্যাবহার করা যাবে।

#প্রবাসী #প্রবাসি

Address

Gangni Meherpur
7110

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01932163107

Website

Alerts

Be the first to know and let us send you an email when S-p Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S-p Travels:

Share

Any Airlines Ticket For Call Now 24 Hours .01732518032/01932163107

Ready PNR to our travels.Any Airlines Ticket For Call Now 24 Hours .01732518032/01932163107