News Meherpur

News Meherpur সত্যের পক্ষে সর্বদা অবিচল মোরা
(1)

27/09/2025

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাংনীর সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা ও আর্থিক সহযোগিতা প্রদান

27/09/2025

সারাদিন গরমের ক্লান্তি দূর করে এইমাত্র স্বস্তির বৃষ্টি দেখা মিলল বেতবাড়িয়া বাজারে

বেতবাড়ীয়া বাজারে বানর সাথে করে দোকানে দোকানে টাকা কালেকশন করে বেড়াচ্ছে, এটা কি ভাবে নিবেন আপনারা অবশ্যই জানাবেন।
26/09/2025

বেতবাড়ীয়া বাজারে বানর সাথে করে দোকানে দোকানে টাকা কালেকশন করে বেড়াচ্ছে, এটা কি ভাবে নিবেন আপনারা অবশ্যই জানাবেন।

গাংনী'র কাজিপুর থেকে ওয়ান শু*টা*র*গা*ন কা*র্তু*জ*সহ গ্রেফতার-১২৬-৯-২৫-সেপ্টেম্বর-শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপ...
26/09/2025

গাংনী'র কাজিপুর থেকে ওয়ান শু*টা*র*গা*ন কা*র্তু*জ*সহ গ্রেফতার-১

২৬-৯-২৫-সেপ্টেম্বর-শুক্রবার
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর থেকে একটি ভারতীয় ওয়ান শু*টা*র গান ও ২ টি কা*র্তুজ*সহ সৌমিক নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব- ১২ এর গাংনী ক্যাম্পের একটি দল।
বৃহস্পতিবার দিবাগত শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাতের শেষ অংশ ৩ টা ৪৫ মিনিটে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সৌমিক কাজিপুর বাদিয়াপাড়ার তাইজেল ইসলামের ছেলে সুমন ইসলাম সৌমিক (৩১)।

র‍্যাব সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সৌমিকের নিজ বসত বাড়ির উত্তর পাশে বাঁশের বেড়া সংলগ্ন নারিকেল গাছের নিকট ময়লার স্তুপ থেকে ভারতীয় তৈরী একটি ওয়ান শুটার গান ও শটগান লীডবল (১২ বার) ২টি কার্তুজসহ সৌমিক নামের একজনকে গ্রেফতার করা হয়।
সুত্র আরো জানায়, আটক হওয়া সৌমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এলাকায় আদিপত্য বিস্তারের উদ্দেশ্যে সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার করে আসছে। তার বিরুদ্ধে অস্ত্র,বিষ্ফোরকদ্রব্য ও মাদকের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সৌমিকের বিরুদ্ধে গাংনী থানায় আর্মস এক্ট ১৮৭৮ সালের আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

25/09/2025

আওয়ামী লীগকে পূর্ণবাসন করে দেওয়ায় বিএনপির ধ্বংস নেমেছে

মেহেরপুর থেকে কুষ্টিয়া মহাসড়কে আকবপুরে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সং*ঘ*র্ষে গুরুতর  আহতকুষ্টিয়া থেকে  আসার পথে, আকবপ...
24/09/2025

মেহেরপুর থেকে কুষ্টিয়া মহাসড়কে আকবপুরে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সং*ঘ*র্ষে গুরুতর আহত

কুষ্টিয়া থেকে আসার পথে, আকবপুর বাজারে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সং*ঘ*র্ষে, গাংনী উপজেলার বিএনপির সাবেক সহ সভাপতি মতিয়ার রহমান মোল্লার,সড়ক দুর্ঘটনায় বাম হাত ভে*ঙে যায়।

আজকে বুধবার বিকাল ৩টার সময় কুষ্টিয়া থেকে আসার পথে।আকবপুর বাজারে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সং*ঘ*র্ষে হাত ভে*ঙ্গে গেছে।
সড়ক দুর্ঘটনার পরে বামুন্দীর সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

বামুন্দী হসপিটাল এর কর্মরত চিকিৎসক ডাক্তার মোঃ আরজুল্লাহ বলেন, প্রাথমিক ভাবে হাতে প্লাস্টার করা হয়েছে।এক সপ্তাহ পরে হাতে সার্জারি করাতে হবে বলে পরিবার জানান ।

আঞ্চলিক গ্রাম বাংলার সড়কগুলো এমন দৃশ্য প্রায় দেখা যায়। যখন দলবদ্ধভাবে গরুগুলো সড়কের উপর দিয়ে চলাচল করে। যানবাহনের ত...
23/09/2025

আঞ্চলিক গ্রাম বাংলার সড়কগুলো এমন দৃশ্য প্রায় দেখা যায়। যখন দলবদ্ধভাবে গরুগুলো সড়কের উপর দিয়ে চলাচল করে। যানবাহনের ত্রুটি এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
আপনাদের মতামত জানাবেন কমেন্ট।

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমা সদৃশবস্তু উদ্ধার করেছে  পুলিশ।
23/09/2025

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমা সদৃশবস্তু উদ্ধার করেছে পুলিশ।

সকলের কাছে অনুরোধ করছি মানবতার জন্য এই পোষ্ট  শেয়ার করুন।কোনো দিন স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়িনি, আজকে ছাড়তে বাধ্য হলাম। লজ্...
22/09/2025

সকলের কাছে অনুরোধ করছি মানবতার জন্য এই পোষ্ট শেয়ার করুন।

কোনো দিন স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়িনি, আজকে ছাড়তে বাধ্য হলাম। লজ্জা রেখে কি করবো যদি মানুষ না বাচাতে পারি।

এমনটাই লিখেছেন একজন ভাই।

সহযোগিতা করুন, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত। যে যা পারেন একটু সাহায্য করুন। বিকাশ পার্সোনাল 01858597434

ধর্ম যার যার উৎসব সবার স্লোগান সামনে রেখে।গাংনী উপজেলার পূজা উদযাপন পরিষদ সাবেক সদস্য, সাধারণ সম্পাদক বিশিষ্ট স্বর্ণ ব্য...
22/09/2025

ধর্ম যার যার উৎসব সবার স্লোগান সামনে রেখে।

গাংনী উপজেলার পূজা উদযাপন পরিষদ সাবেক সদস্য, সাধারণ সম্পাদক বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত কুমার পাত্র, যুগ্ম সাধারণ সম্পাদক,মিঠুন কুমার ও সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র।

আসন্ন শারদীয় দুর্গা উৎসব , উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল সনাতনীদের অগ্রিম শুভেচ্ছা রইলো।

রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫কুষ্টিয়ার দৌলতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও আগামী দিনে নারীর ক্ষমতা...
21/09/2025

রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও আগামী দিনে নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা এবং নারী সমাবেশ।

উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

21/09/2025

পাখিরা জানে, স্বাধীনতার আসল মানে আকাশে হারিয়ে যাওয়া, বিশাল আকাশে নিজেকে খুঁজে পাওয়া।

Address

Meherpur Khulna Bangladesh Meherpur
Gangni
7110

Alerts

Be the first to know and let us send you an email when News Meherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share