Gangni News 724

Gangni News 724 GANGNI, MEHERPUR, BANGLADESH.

29/02/2024

গাংনী পৌর এলাকার চলমান উন্নয়ন চিত্রের ধারাবাহিক পর্ব- (২৯/০২/২০২৪)

০৪ নং ওয়ার্ড উত্তর পাড়া হতে পাইলট বালিকা বিদ্যালয় সহ ঐ মহল্লার প্রতিটি রাস্তার- আর সিসি ঢালায় কাজের উদ্বোধন করেন গাংনী পৌর মেয়র জননেতা জনাব আহম্মেদ আলী।

বিস্তারিত সব বিষয়ে আলোচনা করছেন-
মোঃ জামিরুল ইসলাম টিক্কা (বিশ্বাস )
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন,
খুলনা বিভাগ।

19/02/2024

১৯/০২/২০২৪
মেয়র আহম্মেদ আলী এর নির্দেশে
গাংনী পৌরসভার ০১ নং ওয়ার্ডের কবরস্থান পাড়ার রাস্তার কাজ পরিদর্শন করেন, জামিরুল ইসলাম (টিক্কা বিশ্বাস), এবং গাংনী পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে যে যে প্রকল্প রয়েছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।

অতীত থেকে বর্তমানক্ষমতালোভী কোন এক নেতার তৈলাক্ত মনোভাবের বহিঃপ্রকাশ।
19/02/2024

অতীত থেকে বর্তমান
ক্ষমতালোভী কোন এক নেতার তৈলাক্ত মনোভাবের বহিঃপ্রকাশ।

12/02/2024

গাংনী পৌরসভার উন্নয়নের চিত্র

গাংনী উপজেলা পরিষদের মধ্যে উপজেলা পরিষদ, সাব রেজিস্টার অফিস, উপজেলা মডেল মসজিদ, শিল্পকলা একাডেমি সবগুলো জন্য নতুন রাস্তা ও গাংনী উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল তৈরী করেন গাংনী পৌর মেয়র জননেতা জনাব আহম্মেদ আলী৷

সে-সব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কথা বলছেন গাংনী পৌর স্টাফ, গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন, খুলনা বিভাগ- জনাব জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস।

08/02/2024

গাংনী পৌরসভার ০১ নং ওয়ার্ডের বিস্কুট ফ্যাক্টরি পাড়ার ঢালায় রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পর তা পরিদর্শন করেন, জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস।
এবং গাংনী পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে যে যে প্রকল্প রয়েছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।

07/02/2024

গাংনী বাজার বাস স্ট্যান্ড হইতে পশ্চিম মালসাদহ দহখাল পর্যন্ত
পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কাজ চলমান ।
পৌর মেয়র আহম্মেদ আলীর নির্দেশে পরিদর্শন করেন
গাংনী পৌরসভার জামিরুল ইসলাম (টিক্কা বিশ্বাস)
এবং গাংনী পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে যে যে প্রকল্প রয়েছে সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।

06/02/2024

প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে
গাংনী পৌরসভার ০৬ নং ওয়ার্ডের রাস্তার কাজ চলমান
ফতাইপুর জামে মসজিদ সাইদ এর বাড়ি হতে মাঠের মধ্যে কবরস্থান পর্যন্ত নতুন রাস্তা ও রোড লাইট পাকা করন ।

06/02/2024

গাংনী পৌরসভার ০৮ নং ও ০২ নং ওয়ার্ডের রাস্তার কাজ চলমান ।
জামিরুল ইসলাম (টিক্কা বিশ্বাস)
মেয়র আহম্মেদ আলী এর নির্দেশে পরিদর্শন ।

গাংনী পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে যে যে প্রকল্প রয়েছে সে বিষয়ে কিছু বক্তব্য রাখেন ।
০৮ নং ও ২ নং ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে উন্নয়নমূলক কাজ চলমান ।

02/02/2024

গাংনী পৌরসভার উন্নয়নের জন্য
বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ট্রাম্পিং স্থাপন
জামিরুল ইসলাম (টিক্কা)
মেয়র আহমেদ আলী স্যার এর নির্দেশে পরিদর্শন
এবং গাংনী পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে যে যে প্রকল্প রয়েছে সে বিষয়ে কিছু বক্তব্য রাখেন তিনি ।
মেয়র আহম্মেদ আলী স্যারের নেতৃত্বে স্মার্ট গাংনী পৌরসভা হবে ইনশাআল্লাহ।

15/06/2023

বিষ প্রয়োগ করে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর মৎস্য খামারের কোটি টাকার মাছ নিধন করেছে কে বা কাহারা.....

21/04/2023

গাংনী পৌরসভার প্যানেল মেয়র-১ আছেল উদ্দীনের ঈদ শুভেচ্ছা

21/04/2023

গাংনী পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন সার্ভিসের পক্ষ থেকে সভাপতি মোঃ জাহিদ হাসানের ঈদ শুভেচ্ছা

Address

Gangni

Telephone

+8801794240518

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gangni News 724 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share