
21/07/2025
বাবা মায়ের বুকের ধন তার সন্তান,বাবা-মার পূর্বে যদি পরপারে চলে যায় এর থেকে হৃদয় বিধায়ক পৃথিবীতে আর কিছু হতে পারে না। ওই বাবা-মায়ের সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকা অর্থহীন মনে হবে। কি কষ্ট অনুধাবন করা আর কারো পক্ষে সম্ভব না।😔আজকের যেসব আর্তনাদ সত্যিই মর্মাহত, 😒 মহান আল্লাহ সকল কিছু সাইবার সক্ষমতা দিন। কোন কিছু দিয়েই সান্ত্বনা দেয়া সম্ভব না, নিষ্পাপ বাচ্চা গুলার এমন অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত মর্মাহত। 😔 সকল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ 😥 কিছু বলার নেই..
বাংলাদেশে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২০, আহত ১৭১