
09/09/2025
বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ০৪টি মহিষ আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।*
১। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৯-এস হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে রামকৃষ্ণপুর মোল্লাপাড়া নামক স্থান হতে নায়েক সজল এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০২টি মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ০২টি মহিষের আনুমানিক সিজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
২। গত ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/মেইন পিলার হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাজুমারা পোল্টির মুখ নামক স্থান হতে নায়েক সজল এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০২টি মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ০২টি মহিষের আনুমানিক সিজার মূল্য ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।
৩। *আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য* ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।
*৪। গৃহীত কার্যক্রম।* মালিকবিহীন অবস্থায় আটককৃত ০৪টি মহিষ কাস্টমে জমা করার কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।