Gangni Live

Gangni Live I want every news published by people

প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃপ্রথম বার ১০০০ টাক...
08/09/2023

প্রিপেইড মিটারের আওতায় এসেছেন, সেহেতু যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্যঃ

প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ
১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।

২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা (প্রতি মাসে এক বার করে কাটবে)।

৩। মিটার ভাড়া ৪০ টাকা (প্রতি মাসে এক বার)।

৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।

৫। সার্ভিস চার্জ ১০ টাকা (প্রতি মাসে একবার)।

বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।

স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ
১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।

২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।

৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।

৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।

৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

(সংগৃহীত)

এই অজ্ঞাত মৃত ব্যক্তিকে কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই ব্যক্তির মরদেহ বর্তমানে মেহেরপুরের গাংনী উপজেলা স্বা...
23/08/2023

এই অজ্ঞাত মৃত ব্যক্তিকে কেউ চিনে থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই ব্যক্তির মরদেহ বর্তমানে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রয়েছে। (ব্যাপক শেয়ারের অনুরোধ রইলো) ২৩/০৮/২০২৩ ইং

মেহেরপুর হোটেল আটলান্টিকায় অনৈতিক কার্যকলাপ পরিচালনার দায়ে হোটেল মালিক এবং মালিকের ছেলে সহ বেশ কয়েকজনকে আটক করেছে মেহ...
30/11/2022

মেহেরপুর হোটেল আটলান্টিকায় অনৈতিক কার্যকলাপ পরিচালনার দায়ে হোটেল মালিক এবং মালিকের ছেলে সহ বেশ কয়েকজনকে আটক করেছে মেহেরপুর জেলা পুলিশ।
বিস্তারিত আসছে.....

গাংনী কেন্দ্রীয় গোরস্থান কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।নতুন কমিটিকে অভিনন...
19/11/2022

গাংনী কেন্দ্রীয় গোরস্থান কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।নতুন কমিটিকে অভিনন্দন।

আলহামদুলিল্লাহ অবশেষে মেহেরপুর -১ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আজ। নব দম্প...
04/11/2022

আলহামদুলিল্লাহ অবশেষে মেহেরপুর -১ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আজ। নব দম্পতির জন্য শুভ কামনা রইলো।💞💞💞

27/10/2022
গাংনীর হুদাপাগাড় স্ত্রীর মর‌দেহ উদ্ধা‌রের পর স্বামীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধারমেহেরপুরের গাংনী উপজেলার হুদাপাড়া গ্রামে ছাবিনা...
26/10/2022

গাংনীর হুদাপাগাড় স্ত্রীর মর‌দেহ উদ্ধা‌রের পর স্বামীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার হুদাপাড়া গ্রামে ছাবিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার পর গলায় র‌শি দিয়ে আত্মহত‌্যা ক‌রেছে স্বামী বিদ‌্যুত হো‌সেন। দাম্পত্য কলহের জের ধরে আজ বুধবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ।
বিদ্যুত হোসেন হুদাপাড়া গ্রামের দিনমজুর ওলি আহম্মেদের ছেলে।
আজ সকা‌লে বিদ‌্যু‌তের বা‌ড়ির শয়নকক্ষ থে‌কে স্ত্রী ছা‌বিনার রক্তাত্ব মর‌দেহ উদ্ধা‌রের পর পু‌লি‌শের ধারণা ছিল স্ত্রী‌র মাথায় আঘাত ক‌রে হত‌্যা ক‌রে স্বামী পা‌লি‌য়ে গে‌ছে। কিন্তু দুপু‌রে বা‌ড়ির পা‌শের বাশবাগানে একটি গা‌ছে বিদ‌্যু‌তের ঝুলন্ত মর‌দেহ উদ্ধা‌রের পর ধারণা পা‌ল্টে যায়। স্ত্রী‌কে হত‌্যার পর স্বামী আত্মহত‌্যা ক‌নে‌ছে ব‌লে ধারণা‌ কর‌ছে পু‌লিশ।
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গাংনী থানার ও‌সি আব্দুর রাজ্জাক।
স্থানীয় ও ছাবিনার পিতার পরিবার সুত্রে জানা গেছে, এক মাস আগে কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ছাবিনা খাতুনের সাথে কুঞ্জনগর হুদাপাড়া গ্রামের দিনমজুর বিদ্যুত হোসেনের বিয়ে যায়। এটি ছাবিনার দ্বিতীয় আর বিদ্যুতের তৃতীয় বিয়ে। এ বিয়ের পর থেকে ছাবিনা বিদ্যুতের মাঝে কলহ চলছিল। এর জের ধরে আজ বুধবার ভোরে দু’জনের মাঝে ঝগড়ার শুরু হয়। এক পর্যায়ে মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে বিদ্যুত। মাথায় কয়েকটি আঘাতের ফলে ছাবিনা মুত্যু বরণ করে। প‌রে বা‌ড়ির পা‌শের বাশ বাগা‌নে এক‌টি গা‌ছের সা‌থে র‌সি টা‌ঙ্গি‌য়ে আত্মহত‌্যা ক‌রে বিতদ‌্যুত।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ দু‌টি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চল‌ছে। সকা‌লে সা‌বিনার মর‌দেহ উদ্ধা‌রের পর বিদ‌্যু‌তের সন্ধান কর‌ছিল পু‌লিশ। দুপু‌রে তার ঝুলন্ত মর‌দেহ পাওয়া যায়। দাম্পত‌্য কল‌হের জের ধ‌রে স্ত্রী‌কে হত‌্যার পর স্বামী বিদ‌্যুত আত্মহত‌্যা ক‌রে‌ছে ম‌র্মে ধারণা করা‌ হ‌চ্ছে।

গাংনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ গাংনী প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে সাবিনা খাতুন (৩৩) নামের এক গৃহবধুকে হত্...
26/10/2022

গাংনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সাবিনা খাতুন (৩৩) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠছে তার স্বামী বিদ্যুৎ হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় তার মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায় সে। ঘটনাটি উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের হুদাপাড়ায় ঘটে। নিহত সাবিনা খাতুন কুঞ্জনগর গ্রামের বিদ্যুতের স্ত্রী ও পার্শবর্তী কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

নিহত সাবিনা খাতুনের বড় বোন শারমিন খাতুন বলেন, গত দুই মাস পূর্বে কুঞ্জনগর গ্রামের ওলি বিশ্বাসের ছেলে বিদ্যুৎ'র সাথে তার ছোট বোন সাবিনার বিয়ে হয়। ইতোপূর্বে বিদ্যুৎ চারটি বিয়ে করেছিলো শারীরিক সমস্যার কারনে অন্য বউরা চলে গেছে। বিদ্যুৎ প্রতারনার আশ্রয় নিয়ে আমার বোনকে বিয়ে করে। বিয়ের পর থেকে বিদুৎ ও তার পরিবারের সদস্যরা সাবিনা খাতুনের উপর মানষিক নির্যাতন করতো।
মঙ্গলবার সন্ধ্যার পর ছোট বোন সাবিনাকে আমার ভাই মাকুল সহ কয়েকজন নিতে যায়। ভাইদের সাথে সাবিনাকে না পাঠিয়ে তাদের মারধর করে তাড়িয়ে দেয় বিদ্যৎ তার পরিবারের সদস্যরা। এরপর রাতেই সাবিনার মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যার পরপরই বিদ্যুৎ সহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।

বিদ্যুৎ সহ তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় হত্যাকান্ডের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান সাবান ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।  #ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহ...
20/10/2022

ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান সাবান ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
#ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মোঃ মিজানুর রহমান কে  গাংনী বাজার কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করানো হ...
20/10/2022

জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মোঃ মিজানুর রহমান কে গাংনী বাজার কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করানো হয়।

প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্দেশ্যে গাংনী পৌরসভার চৌগাছা ইয়াং স্টার ক্লাব বনাম খাগড়াছড়ি সূর্য তরুণ ক্লাব প্রীতি ফুটবল ম...
19/10/2022

প্রীতি ফুটবল ম্যাচ খেলার উদ্দেশ্যে গাংনী পৌরসভার চৌগাছা ইয়াং স্টার ক্লাব বনাম খাগড়াছড়ি সূর্য তরুণ ক্লাব প্রীতি ফুটবল ম্যাচ।

মানিকছড়ি,খাগড়াছড়ি, চট্টগ্রাম।

৪ দিনের সফরে রওনা দিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব এম এ খালেক সাহেব সহ কাউন্সিলর বৃন্দ ও খেলোয়াড় বৃন্দ।
১৯/১০/২০২২ ইং

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন গাংনী ভোট কেন্দ্রের ফলাফলআব্দুস সালাম (কাপ পিরিচ) -৮৪ ভোটগোলাম রসুল (আনারস)-৪৮ ভোটমজিরুল ইস...
17/10/2022

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন গাংনী ভোট কেন্দ্রের ফলাফল

আব্দুস সালাম (কাপ পিরিচ) -৮৪ ভোট
গোলাম রসুল (আনারস)-৪৮ ভোট
মজিরুল ইসলাম (অটো রিকসা)-৫০ ভোট
মিজানুর রহমান (টিবোয়েল)-৫৪ ভোট
মকলেস হসেন (তালা) -২৮ ভোট
জাহাঙ্গির আলম বাদশা (সিলিং ফ্যান) -০০ ভোট

Address

Gangni Bazar
Gangni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gangni Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share