02/08/2025
#কৃতজ্ঞতাপোস্ট
#জাকপ_সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা_সপ্তাহ_৩৫০
জাতীয় কবি পরিষদ ( জাকপ) কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা সপ্তাহ-৩৫০ পর্বে অন্যান্য শ্রদ্ধাভাজন গুণী কবিগণের পাশে আমার লেখা "নির্ণয় তোমার" কবিতাটি নির্বাচিত হওয়ায় কর্তৃপক্ষের নিকট যারপরনাই কৃতজ্ঞ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ সবাইকে!
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞🖤
5️⃣সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা সপ্তাহ-৩৫০
কবিতা-- নির্ণয় তোমার
কলমে-- হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া
তারিখ -- ২৯-০৭-২০২৫ খ্রিঃ
----------------------------------
আঁধার পথে হেঁটেছি একা, দীর্ঘশ্বাসে পূর্ণ এ পথ।
প্রতিটি পদক্ষেপে গেঁথেছি ব্যর্থতার কাঁটা,
প্রতিটি ধূলিকণায় মিশেছে ফুরিয়ে যাওয়া স্বপ্ন।
যেখানে আশা ছিল, সেখানে আজ কেবলই শূন্যতা;
যেখানে ছিল তীব্র বাসনা, সেখানে এখন নিথর স্থবিরতা।
আমি ততটাই ব্যর্থ, যতটা ব্যর্থ হলে আর কোনো
পাওয়ার আকাঙ্ক্ষা অবশিষ্ট থাকে না।
দিগন্তের ওপারে যে সূর্য ওঠে, তার আলো
আজ আমাকে স্পর্শ করে না।
সাগরের ঢেউয়ের গর্জন আমার কানে পৌঁছায় না।
এ এক নীরব পরাজয়, যেখানে নেই কোনো আর্তনাদ,
নেই কোনো বিদ্রোহ। কেবলই এক প্রশান্ত আত্মসমর্পণ,
এক শান্ত স্থবিরতা।
যখন সকল ইচ্ছার প্রদীপ নিভে যায়,
তখন আত্মা এক অদ্ভুত শান্তিতে বিলীন হয়।
এ শান্তি শূন্যতার, এ শান্তি অতল গহ্বরের।
এখানে নেই প্রাপ্তির আনন্দ, নেই অপ্রাপ্তির বেদনা।
কেবলই অস্তিত্বের এক নিরাবেগ প্রকাশ,
যেখানে সবকিছু ফুরিয়ে গেছে, এবং যেখানে কোনো
নতুন কিছুর প্রত্যাশা নেই। এ এক চরম মুক্তি, বা
এক চরম বন্দীত্ব – নির্ণয় তোমার।
∞∞∞∞÷∞∞∞∞∞∞∞∞∞∞∞✪
©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#নির্ণয়_তোমার #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
#কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ