
15/07/2025
শিরোনামঃ মেঘলা দিনের গান
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ১৫-০৭-২০২৫ খ্রীস্টাব্দ
আকাশ কাঁদে, মাটি হাসে- এ কেমন সুর?
আলোর ফোঁটা মিশে যায় আঁধারের গভীরতায়,
তবুও এক অব্যক্ত আশা, এক অজানা গান ভাসে বাতাসে।
অদৃশ্য সে সুতোয় বাঁধা স্মৃতির কোলাজ;
হারিয়ে যাওয়া দিনের প্রতিধ্বনি, ফিরে আসার আহ্বান।
নীরবতার ভাষা বড়ই স্পষ্ট, বড়ই গভীর।
সেখানে শব্দেরা বিলীন, শুধু অনুভূতির বিস্তার।
এ যেন জীবনেরই প্রতিচ্ছবি-
কষ্ট আর আনন্দের যুগলবন্দী,
পূর্ণতা আর অপূর্ণতার চিরন্তন লীলা।
মেঘলা দিনের গান, তাই তো এক অনন্ত দর্শন-
যা মূর্ত হয় প্রতিটি বৃষ্টিবিন্দুর পতনে,
প্রতিটি ধূসর বিকেলে, প্রতিটি নিঃশ্বাসে।
এ গান শুধু শোনার নয়, এ গান অনুভবের।
এ গান বলে দেয়, সবকিছুর মাঝেই আছে এক নিজস্ব ছন্দ,
যা কেবল নিবিষ্ট মনেই ধরা পড়ে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
Good afternoon.
#মেগলা_দিনের_গান