হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া

হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া Writer

মানুষের কল্যাণে নিবেদিত আমি মানবতার সাধক। হৃদয়ের গভীর থেকে উৎসারিত শব্দে গড়ি কবিতা, গল্প, গান ও বাণী। আবৃত্তি ও গানে সেই মানবিক বাণীকে কন্ঠে ধারণ করি, যা প্রেম ও প্রজ্ঞার সেতুবন্ধনে শুভবোধ জাগায়। আমার সৃষ্টি আত্মার প্রতিচ্ছবি, এক নীরব প্রার্থনা।

28/10/2025
জলছাপ ও পদচিহ্ন  কলমে:  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া  ২২ অক্টোবর, ২০২৫ ☔️☂️
22/10/2025

জলছাপ ও পদচিহ্ন
কলমে: #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
২২ অক্টোবর, ২০২৫ ☔️☂️

মন না দেহ : 'অপ্রাপ্তির' উপাখ্যান #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া20 October, 2025
20/10/2025

মন না দেহ : 'অপ্রাপ্তির' উপাখ্যান
#হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
20 October, 2025

 #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া  #বাংলাকবিতা  #বাংলা  #বাংলাদেশ  #কবিতা
15/10/2025

#হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া #বাংলাকবিতা #বাংলা #বাংলাদেশ #কবিতা

কথা ঠিক কি-না বলুন? ..... #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
15/10/2025

কথা ঠিক কি-না বলুন? .....

#হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

শিরোনামঃ মন খারাপকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া ১৩ অক্টোবর, ২০২৫...........................মন খারাপের এই জীবন-এক নিঃ...
12/10/2025

শিরোনামঃ মন খারাপ
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
১৩ অক্টোবর, ২০২৫...........................

মন খারাপের এই জীবন-
এক নিঃশব্দ সংলাপ,
যেখানে প্রশ্ন থাকে, উত্তর মরে যায়।

এখানে হাসি মানে মুখোশ,
অশ্রু মানে পরিশুদ্ধি।
ভেতরের শহরে আলো নেই-
তবু আগুন জ্বলে,
নিজেকে পুড়িয়ে নিজের দ্যুতি খোঁজে।

প্রতিদিনের ক্লান্ত রক্তে
একটা না-বলা চিৎকার ঘুরে বেড়ায়,
যার ভাষা শুধু নীরবতাই বোঝে।

মন খারাপের এই জীবন-
একটা আয়না,
যেখানে প্রতিচ্ছবি নয়, সত্যই হারিয়ে যায়।
------------------------------------------

© কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
ারাপ #কবিতা #বাংলাকবিতা #বাংলাদেশ

শিরোনামঃ আমরা একাকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া রচনাকাল: ০৭-০৯-২০২৫ খ্রীস্টাব্দএই পৃথিবীতে কেউ কারো নয়।সবাই নিজের ছা...
11/10/2025

শিরোনামঃ আমরা একা
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
রচনাকাল: ০৭-০৯-২০২৫ খ্রীস্টাব্দ

এই পৃথিবীতে কেউ কারো নয়।
সবাই নিজের ছায়া বহন করে,
অন্যের হাত শুধু ক্ষণিকের ছোঁয়া।

ভালোবাসা এক মরীচিকা,
বিশ্বাস এক ভঙ্গুর কাচ,
সময় ভেঙে দেয় সব বন্ধন।

অবশেষে—
আমরা প্রত্যেকে একেকটি পৃথক নক্ষত্র,
নিজস্ব জ্বালায় দগ্ধ,
নিজস্ব নিঃসঙ্গতায় দীপ্ত।

কারো সঙ্গ সত্য নয়—
সত্য কেবল একটাই:
আমরা একা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত।

© কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#আমরা_একা #কবিতা #বাংলাকবিতা #বাংলাদেশ

শিরোনামঃ নামহীন সম্পর্ককলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ০৯-১০-২০২৫ খ্রীস্টাব্দদেহ চেয়েছিল উষ্ণতা,মন চেয়েছিল আশ্...
09/10/2025

শিরোনামঃ নামহীন সম্পর্ক
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ০৯-১০-২০২৫ খ্রীস্টাব্দ

দেহ চেয়েছিল উষ্ণতা,
মন চেয়েছিল আশ্রয়-
সমাজ দিলো উপাধি,
কেউ পেলো কলঙ্ক, কেউ মর্যাদা।

প্রেম সেখানে পরিমাপের যন্ত্র,
যেখানে হৃদয় নয়, নিয়ম কথা বলে।
স্পর্শের মানে হারায়,
যখন অনুভূতি প্রশ্নবিদ্ধ হয়।

নারী হলে বিচার,
পুরুষ হলে সংজ্ঞা-
কিন্তু ভালোবাসা?
সে তো জন্মায় নামহীন,
মরে নামহীন।

সমাজের অভিধানে তারা নেই,
যারা ভালোবাসাকে শরীর নয়- আত্মা ভাবে।
তারা শুধু নামহীন সম্পর্ক,
যাদের শিরায় বয়ে চলে
অপরাধ নয়- অনন্ত মানবতা।

© কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#নামহীন_সম্পর্ক #বাংলাকবিতা #কবিতা #কবি #বাংলাদেশ

শিরোনামঃ লক্ষ্যর রসায়নকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ :০৮-১০-২০২৫ খ্রীস্টাব্দ.....................................
08/10/2025

শিরোনামঃ লক্ষ্যর রসায়ন
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ :০৮-১০-২০২৫ খ্রীস্টাব্দ......................................…..

আমরা দৌড়াই উত্তেজনার পেছনে,
যেখানে শরীরের নেশা মগজের দীপ্তিকে গ্রাস করে।
অর্জনের সিঁড়ি ভুল পথে বাঁক নেয়,
যখন চোখ থাকে ত্বকে, নয় আত্মায়।

জ্ঞান- এক গভীর যৌনতা,
যার পরিতৃপ্তি শরীরের নয়,
মননের কণিকায় ফোটে তার উল্লাস।

টাকার শব্দ, যদি বোঝা যায়,
সে-ও এক স্পর্শ-
নিরাপত্তার, মর্যাদার, সম্ভাবনার।

কিন্তু আমরা অনুভব ভুলে গেছি-
কোথায় আসল এক্সসাইটমেন্ট,
কোথায় প্রকৃত শক্তি।

লক্ষ্য যখন শুদ্ধ হয়,
জীবন তখন আপনিই দেয়-
সে’ক্স, শিক্ষা, টাকা, ক্ষমতা, আর শান্তি।

আমরা শুধু শিখিনি-
কোন উত্তেজনা স্থায়ী,
আর কোনটা ক্ষণস্থায়ী ধোঁয়া।
------------------------------

নন্দীবাড়ী, হারবাইদ, পূবাইল, গাজীপুর, বাংলাদেশ 🇧🇩
© কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#লক্ষ্যর_রসায়ন #কবিতা #কবি #বাংলাকবিতা৷ #বাংলাদেশ

শিরোনামঃ মধ্য আসনকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া ০৬-১০-২০২৫ খ্রীস্টাব্দভোগী সদা ভোগে ব্যস্তত্যাগী ত্যাগেই হারে,চলছে ন...
06/10/2025

শিরোনামঃ মধ্য আসন
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
০৬-১০-২০২৫ খ্রীস্টাব্দ

ভোগী সদা ভোগে ব্যস্ত
ত্যাগী ত্যাগেই হারে,
চলছে নিয়ম জনম জনম
জাতি নষ্ট দ্বারে।

বিনাশ্রমে ভোগীর আসন
পতন ত্যাগীর জন্য,
ব্যাক্তি, দল ও দেশের তরে
তবে কী ত্যাগ পণ্য?

ভোগীর ধান্ধা ধন ভাণ্ডারে
ত্যাগীর কপাল শূন্য,
ক'জন মানে মর্মকথা
ত্যাগই মহাপুণ্য।

দেয় না যে'জন ত্যাগের মূল্য
ছেড়ে আসো তারে,
অচিরেই তার ধ্বংস-বরণ
দেখবে ভব পাড়ে।

কবি বলে ত্যাগীর তরে
হোস্ নে মনোক্ষুণ্ণ,
ভোগী-ত্যাগীর মধ্য আসন
জীবনে হোক পূর্ণ।

© কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#মধ্য_আসন #বাংলা_কবিতা #কবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাদেশ

Address

Harbaid-Nondibari
Gazipur
1710

Telephone

+8801716316974

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া:

Share