হ. ম. মুরাদ মিয়া

হ. ম. মুরাদ মিয়া Writer

মানুষের কল্যাণে নিবেদিত আমি মানবতার সাধক। হৃদয়ের গভীর থেকে উৎসারিত শব্দে গড়ি কবিতা, গল্প, গান ও বাণী। আবৃত্তি ও গানে সেই মানবিক বাণীকে কন্ঠে ধারণ করি, যা প্রেম ও প্রজ্ঞার সেতুবন্ধনে শুভবোধ জাগায়। আমার সৃষ্টি আত্মার প্রতিচ্ছবি, এক নীরব প্রার্থনা।

শিরোনামঃ মেঘলা দিনের গানকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ১৫-০৭-২০২৫ খ্রীস্টাব্দআকাশ কাঁদে, মাটি হাসে- এ কেমন সু...
15/07/2025

শিরোনামঃ মেঘলা দিনের গান
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ১৫-০৭-২০২৫ খ্রীস্টাব্দ

আকাশ কাঁদে, মাটি হাসে- এ কেমন সুর?
আলোর ফোঁটা মিশে যায় আঁধারের গভীরতায়,
তবুও এক অব্যক্ত আশা, এক অজানা গান ভাসে বাতাসে।

অদৃশ্য সে সুতোয় বাঁধা স্মৃতির কোলাজ;
হারিয়ে যাওয়া দিনের প্রতিধ্বনি, ফিরে আসার আহ্বান।
নীরবতার ভাষা বড়ই স্পষ্ট, বড়ই গভীর।
সেখানে শব্দেরা বিলীন, শুধু অনুভূতির বিস্তার।

এ যেন জীবনেরই প্রতিচ্ছবি-
কষ্ট আর আনন্দের যুগলবন্দী,
পূর্ণতা আর অপূর্ণতার চিরন্তন লীলা।
মেঘলা দিনের গান, তাই তো এক অনন্ত দর্শন-
যা মূর্ত হয় প্রতিটি বৃষ্টিবিন্দুর পতনে,
প্রতিটি ধূসর বিকেলে, প্রতিটি নিঃশ্বাসে।

এ গান শুধু শোনার নয়, এ গান অনুভবের।
এ গান বলে দেয়, সবকিছুর মাঝেই আছে এক নিজস্ব ছন্দ,
যা কেবল নিবিষ্ট মনেই ধরা পড়ে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
Good afternoon.
#মেগলা_দিনের_গান

15/07/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Good afternoon.

💔 শিরোনামঃ চাহনিকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ১৪-০৭-২০২৫ খ্রীস্টাব্দপোশাক খোলে শরীর,দৃষ্টি খোলে চরিত্র।মীনা ...
14/07/2025

💔 শিরোনামঃ চাহনি
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ১৪-০৭-২০২৫ খ্রীস্টাব্দ

পোশাক খোলে শরীর,
দৃষ্টি খোলে চরিত্র।

মীনা খুললে লজ্জা,
জেরিন দেখালে গ্ল্যামার।
একই শরীর-
সমাজ বদলায় নাম।

*ধ*র্ষি*তা চুপ,
*ধ*র্ষ*ক মঞ্চে।

নারী ন*গ্ন হয় প্রয়োজনে,
পুরুষ লুকায় লা*ল*সা।

বে*শ্যা হয়ে কেউ জন্মায় না,
সমাজই জন্ম দেয়।
আর সেই সমাজই
রাতের অতিথি হয়ে আসে।
হয় একাম্তে অভিসার;
নাহয় মুখোমুখি সমাজ-বিচার।

চরিত্র প্রশ্নে নয়,
প্রশ্নটা- চাহনির।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত

Have a nice day!
#চাহনি #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

শিরোনামঃ অচল পৃথিবীর কাব্যকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়াতারিখ: ১৩-০৭-২০২৫ খ্রীস্টাব্দকাগজে নাম আছে-কিন্তু ডাকে না কে...
13/07/2025

শিরোনামঃ অচল পৃথিবীর কাব্য
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ১৩-০৭-২০২৫ খ্রীস্টাব্দ

কাগজে নাম আছে-
কিন্তু ডাকে না কেউ।
যোগ্যতা যেন চুপচাপ বসে থাকা এক আত্মঘাতী দীপ্তি,
নীরব অথচ জ্বলন্ত।

ঘড়ির কাঁটা চলে,
আমার সময় থেমে আছে-
জন্মসূত্রে আমি মানুষ,
আর সমাজসূত্রে এক অনাদৃত অপেক্ষা।

দু’চোখে স্বপ্ন নয়,
ঋণের ছায়া;
প্রত্যাশা নয়,
মাথার ওপর ছাদ-ভাঙা সন্ধ্যা।

পৃথিবী চললেও,
আমার পথ কোথাও নেই-
এই নীরব চলনহীনতাই
আমার একমাত্র সঙ্গী।

বেঁচে আছি বলেই হয়তো মরিনি,
তবে বেঁচে থাকাটাই তো এখন
এক নিষ্পাপ অপরাধ।

অবশেষে বুঝি,
বেকারত্ব নয়-
এ এক দর্শনের নাম।
নিয়তির হাতে চুপচাপ
স্বাক্ষর করা এক অদৃশ্য বন্দী-পত্র।

Good morning.
ৃথিবীর_কাব্য #কবিতা

 #কৃতজ্ঞতাপোস্ট  #জাকপ_সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা_সপ্তাহ_৩৪৭জাতীয় কবি পরিষদ ( জাকপ) কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কবিতা প্রতি...
12/07/2025

#কৃতজ্ঞতাপোস্ট
#জাকপ_সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা_সপ্তাহ_৩৪৭
জাতীয় কবি পরিষদ ( জাকপ) কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা সপ্তাহ-৩৪৭ পর্বে অন্যান্য গুণী কবিগণের পাশে আমার লেখা "নিষ্ঠুর এ সময়" কবিতাটি নির্বাচিত হওয়ায় কর্তৃপক্ষের নিকট যারপরনাই কৃতজ্ঞ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ সবাইকে!

কবিতা- নিষ্ঠুর এ সময়
কলমে- হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া
তারিখ: ১০-০৭-২০২৫ খ্রীস্টাব্দ
--------------------------------

নিষ্ঠুর পৃথিবীর এ সময়
একটা উল্টো নদীর মতো,
যেখানে পানি ওঠে উপরে,
আর তলদেশে পোড়ে আত্মা।
মানুষ আজ মুখোশপরা বিবেক,
প্রতিদিন মৃত্যুর চাষ হয় বিজ্ঞাপনে,
আর বেঁচে থাকার নাম হয় লেনদেন।
দায়-দয়াহীন দিনগুলি-
সময়ের নখরে খোদাই করে ক্ষত,
যা শুধু রক্ত নয়, প্রবাহিত করে প্রশ্ন।
এই বিশ্ব-
যেখানে শিশুর কান্নাও রিপোর্টে পরিণত হয়,
আর বুদ্ধিমত্তা হয়ে দাঁড়ায়
নির্মমতার অনুবাদক।
আমি হাঁটি-
অন্ধকারের ছায়ার পাশে নক্ষত্রবিহীন রাতে,
যেখানে প্রতিটি নিঃশ্বাস
একটি প্রতিবাদের মতো জেগে থাকে।
এ কোন সভ্যতা? যেখানে সত্যও
পণ্য হয়ে বাজারে দাঁড়িয়ে,
আর মানুষ হয়ে যায় সংবেদনহীন শিরোনাম।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Good morning
#নিষ্ঠুর_এ_সময় #কবিতা

শিরোনামঃ জ্যান্ত নিস্তব্ধতাকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ১২-০৭-২০২৫ খ্রীস্টাব্দনয়ন আজ আর অশ্রু ঝরায় না,প্রবা...
12/07/2025

শিরোনামঃ জ্যান্ত নিস্তব্ধতা
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ১২-০৭-২০২৫ খ্রীস্টাব্দ

নয়ন আজ আর অশ্রু ঝরায় না,
প্রবাহিত হয় রক্ত-কালির ভাষা।
হৃদয়ের মৃত প্রহর গোনে একাকী,
যেখানে শব্দও নিঃশব্দে মরে যায়।

বিশ্বস্ততা ভেঙে গেলে,
মায়ার তীর ছিন্ন করে আত্মা-
আর মানুষ রূপ নেয় এক জ্যান্ত শূন্যতায়,
যার কোনো স্পর্শে প্রাণের অনুরণন নেই।

সে হাঁটে,
তবু তার হাঁটা মিছিল নয়-
একটি ধীরে পচে যাওয়া অস্তিত্বের মিছিল,
যেখানে হৃদয়ের কবর বহু আগেই খোঁড়া।

ডাকবে কি?
তুমি তো জানো না,
তোমার নীরবতাই তাকে শব করে তুলেছে।
এখন সে শুধু প্রতীক্ষা নয়,
এক নিস্তরঙ্গ বিলয়ে আত্মস্থ।

তবুও সে বেঁচে থাকে,
তোমার ভুলে যাওয়ার প্রতীক্ষায়-
আহ্বানহীন এক চিরন্তন অপেক্ষা হয়ে।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
Good evening

#জ্যান্ত_নিস্তব্ধতা #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

শিরোনামঃ নির্বাসিত বাসনাকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়াতারিখ: ১১-০৭-২০২৫ খ্রীস্টাব্দযা ফিরিয়ে দিলাম, তা আর আমার নয়।...
11/07/2025

শিরোনামঃ নির্বাসিত বাসনা
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ১১-০৭-২০২৫ খ্রীস্টাব্দ

যা ফিরিয়ে দিলাম, তা আর আমার নয়।
যে প্রাপ্তি অধরা এ জনমে,
সে আকাঙ্ক্ষাও নির্বাসিত হোক চিরতরে।
তোমারই থাক অব্যক্ত সাধ,
অস্পর্শিত স্বপ্নরাশি।
মুক্ত আমি, শূন্যে বিলীন ইচ্ছেরা;
আর কোনো জন্মের ঋণ নেই।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
Good morning.

#নির্বাসিত_বাসনা #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

Address

Harbaid-Nondibari
Gazipur
1710

Telephone

+8801716316974

Website

Alerts

Be the first to know and let us send you an email when হ. ম. মুরাদ মিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হ. ম. মুরাদ মিয়া:

Share