হ. ম. মুরাদ মিয়া

হ. ম. মুরাদ মিয়া Writer

মানুষের কল্যাণে নিবেদিত আমি মানবতার সাধক। হৃদয়ের গভীর থেকে উৎসারিত শব্দে গড়ি কবিতা, গল্প, গান ও বাণী। আবৃত্তি ও গানে সেই মানবিক বাণীকে কন্ঠে ধারণ করি, যা প্রেম ও প্রজ্ঞার সেতুবন্ধনে শুভবোধ জাগায়। আমার সৃষ্টি আত্মার প্রতিচ্ছবি, এক নীরব প্রার্থনা।

সুখের অসুখে...কলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ০৪-০৯-২০২৫ইং
04/09/2025

সুখের অসুখে...

কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ০৪-০৯-২০২৫ইং

শিরোনামঃ অনন্তের ক্যানভাসকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ২৯-০৮-২০২৫ খ্রীস্টাব্দ❤️ভালোবাসা, তুমি তো এক নীরব বিস...
29/08/2025

শিরোনামঃ অনন্তের ক্যানভাস
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ২৯-০৮-২০২৫ খ্রীস্টাব্দ❤️

ভালোবাসা, তুমি তো এক নীরব বিস্ফোরণ।
শূন্যতার পটে রঙের প্রলেপ,
অস্তিত্বের গভীরতম আর্তনাদ।
তুমি মূর্ত নও, তুমি অমূর্তের প্রতিচ্ছবি।
তুমি সে-ই অসীম বিন্দু, যেখানে মিশে যায় দুই ভিন্ন সত্তা,
দুই ভিন্ন মহাবিশ্বের প্রান্তিক সীমানা।
এক স্থির আলোর বিচ্ছুরণ,
যেখানে ছায়া হারায় তার অস্তিত্ব।
তোমার স্পর্শে জাগে সুপ্ত ঘুমন্ত আগ্নেয়গিরি,
ভেঙে যায় লৌহ কঠিন দেয়াল।
তুমি তো শুধু দুটি হৃদয়ের মিলন নও,
তুমি দুটি আত্মার নিঃশব্দ সংলাপ।
তুমিই সে সেতু, যা মিলিয়ে দেয় গতকাল আর আগামীকে,
তুমিই সেই কম্পন, যা ভাসিয়ে দেয় বর্তমানকে।
এক বিশুদ্ধ বিমূর্ততা,
যা ছুঁয়ে যায় জীবনের সবটুকু দর্শন।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#অনন্তের_ক্যানভাস #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

শিরোনামঃ কলিজার ঋণকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ২৫-০৮-২০২৫ খ্রীস্টাব্দকন্যাদান—দান নয়, আত্মাহুতি।হৃদয়ের মাংস...
25/08/2025

শিরোনামঃ কলিজার ঋণ
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ২৫-০৮-২০২৫ খ্রীস্টাব্দ

কন্যাদান—
দান নয়, আত্মাহুতি।
হৃদয়ের মাংস ছিঁড়ে
জ্বালানো প্রদীপ
অজানা অন্ধকারে।

পিতা-মাতা—
হাসিমুখে সমর্পণ,
কিন্তু বুকের ভেতর
হাজার সেতুর ভাঙন।

এই দান—
প্রেম নয়, ত্যাগের শপথ।
যে করে, সে-ই বোঝে
সময় কেমন কেটে নেয়
হৃদয়ের অর্ধেক।

কন্যাদান—
কলিজা ছেঁড়া দান।
হাসি মুখোশ,
ব্যথা অনন্ত।
ত্যাগের এই আগুনেই
জন্ম নেয় মুক্তির মহিমা।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#কলিজার_ঋণ #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

শিরোনামঃ চিরন্তন সূর্যকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ১৭-০৮-২০২৫ খ্রীস্টাব্দ ❤️🌹মেঘেরা আসে।মেঘেরা ঢাকে।মুহূর্ত...
17/08/2025

শিরোনামঃ চিরন্তন সূর্য
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ১৭-০৮-২০২৫ খ্রীস্টাব্দ ❤️🌹

মেঘেরা আসে।
মেঘেরা ঢাকে।
মুহূর্তের আঁধার।
ক্ষণিকের ছায়া।
তবুও, আকাশ নীল।
তবুও, আলো আছে।
উপস্থিতির অটল সত্য।
এসেছে যারা,
তারা যাবে।
যা আছে,
তা থাকবে।
চিরন্তন সূর্যালোক।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#চিরন্তন_সূর্য #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে পাক্ষিক "প্যারিস টাইমস" পত্রিকায় প্রকাশিত হলো আমার কবিতা "অনন্ত আস্থা"। প্রিয় সম্পাদকসহ...
16/08/2025

গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে পাক্ষিক "প্যারিস টাইমস" পত্রিকায় প্রকাশিত হলো আমার কবিতা "অনন্ত আস্থা"। প্রিয় সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অগণন ধন্যবাদ ও কৃতজ্ঞতা!🌹❤️

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
#অনন্ত_আস্থা #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

🌹যদি বলি বাংলায় ৬ শব্দ ও ইংরেজিতে ৪ শব্দের এটি একটি বিখ্যাত 'অণুগল্প' হয়েছে। তবে আপনি কী বলবেন?💞শিরোনামঃ সৃষ্টিকলমেঃ  #হ...
12/08/2025

🌹যদি বলি বাংলায় ৬ শব্দ ও ইংরেজিতে ৪ শব্দের এটি একটি বিখ্যাত 'অণুগল্প' হয়েছে। তবে আপনি কী বলবেন?💞

শিরোনামঃ সৃষ্টি
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

"আসে, দেখে-শুনে, বুঝে, ফিরতে হয়।"

----- ০ -----
So if I say this has become a famous 'flash fiction' in 6 words in Bengali and 4 words in English, what would you say?

Title: Creation
By: Hossain Mohammed Murad Meah

"Comes, observes, learns, returns."

----- 0 -----

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#সৃষ্টি #বাংলাঅণুগল্প #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

12/08/2025

"কফিনে শোয়া অসমাপ্ত কবিতা"
আমায়... এভাবে কেউ বলবে সেদিন?

"মানুষ এখন খোলস পাল্টায় কিন্তু না- চরিত্র বদলায়।">কলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া শিরোনামঃ খোলসবদলতারিখ : ০৭-০৮-২০২৫ ...
06/08/2025

"মানুষ এখন খোলস পাল্টায় কিন্তু না- চরিত্র বদলায়।"

>কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

শিরোনামঃ খোলসবদল
তারিখ : ০৭-০৮-২০২৫ খ্রীস্টাব্দ

মানুষ বদলায় না-
সে নিজেকে সাজায়,
মিথ্যের রঙে,
ভদ্রতার মুখোশে।

চরিত্র থাকে ছায়ার মতো-
চাইলেও ছাড়ে না পিছু,
আসন বদলায়, ভাষা বদলায়,
কিন্তু বীজ থাকে একই।

চোখে রাখে আলো,
অন্তরে গোপন অন্ধকার।
সবকিছু দেখায় নতুন,
শুধু পুরোনো ‘সে’টাই থাকে চিরচেনা।

নকল আভিজাত্যে মোড়া এই সভ্যতা,
ভেতরে পচা চেতনার উৎসব।
মানুষ আজ আর জন্মায় না-
বিকশিত হয় মুখোশে।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#খোলসবদল #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

💞শিরোনামঃ ভালোবাসাবাসিকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ০৫-০৮-২০২৫ খ্রীস্টাব্দ💞ভালোবাসা-না ছোঁয়ার অভ্যেস, না ছেড়...
05/08/2025

💞শিরোনামঃ ভালোবাসাবাসি
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ০৫-০৮-২০২৫ খ্রীস্টাব্দ💞

ভালোবাসা-
না ছোঁয়ার অভ্যেস, না ছেড়ে দেওয়ার সাহস।

আমরা, দুইটা সত্তা-
নির্ভুল দূরত্বে আবর্তিত দুটো নক্ষত্র,
ছুঁই না, হারাই না।
একটা টান থেকে যায়-
যা নেই, তারই দিকে ঝুঁকে থাকে।

ভালোবাসাবাসি মানে-
একটা বোবা বোঝাপড়া,
যেখানে কেউ কিছু বলে না,
তবুও সব বলা হয়ে যায়।

কখনো হাত ধরে না,
তবু হাত ফসকে যাওয়া ভয়ের ভিতরে বাস করে।

এই ভালোবাসা-
কোনো চুক্তি নয়,
কোনো দাবিও নয়,
শুধু শ্রদ্ধামিশ্রিত উপস্থিতি-
যা অনুভবে বাজে, উচ্চারণে নয়।

ভালোবাসাবাসি-
যেখানে না পাওয়া মানেই শেষ নয়,
বরং শুরুটা অনেক গভীর হয়।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#ভালোবাসাবাসি #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

শিরোনামঃ জীবনানন্দকলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ০৪-০৮-২০২৫ খ্রীস্টাব্দএক লহমায় ভাঙছে আকাশ, ধুলোয় মিশছে গর্ব।...
03/08/2025

শিরোনামঃ জীবনানন্দ
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ০৪-০৮-২০২৫ খ্রীস্টাব্দ

এক লহমায় ভাঙছে আকাশ,
ধুলোয় মিশছে গর্ব।
যেটুকু ছিল সাজানো,
সব মরীচিকার মায়া।
অহংকারের ইমারত ধসে পড়ে,
শূন্যতার প্রান্তরে বাজে জীবনের নির্মম সুর।
কাল কি হবে,
জানি না।
তবু আজ জেগে আছি,
এক অনিশ্চিত ভোরের অপেক্ষায়।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#জীবনানন্দ #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

 #কৃতজ্ঞতাপোস্ট  #জাকপ_সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা_সপ্তাহ_৩৫০জাতীয় কবি পরিষদ ( জাকপ) কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কবিতা প্রতি...
02/08/2025

#কৃতজ্ঞতাপোস্ট
#জাকপ_সাপ্তাহিক_কবিতা_প্রতিযোগিতা_সপ্তাহ_৩৫০

জাতীয় কবি পরিষদ ( জাকপ) কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা সপ্তাহ-৩৫০ পর্বে অন্যান্য শ্রদ্ধাভাজন গুণী কবিগণের পাশে আমার লেখা "নির্ণয় তোমার" কবিতাটি নির্বাচিত হওয়ায় কর্তৃপক্ষের নিকট যারপরনাই কৃতজ্ঞ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ সবাইকে!
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞🖤

5️⃣সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা সপ্তাহ-৩৫০
কবিতা-- নির্ণয় তোমার
কলমে-- হোসাইন মুহাম্মদ মুরাদ মিয়া
তারিখ -- ২৯-০৭-২০২৫ খ্রিঃ
----------------------------------
আঁধার পথে হেঁটেছি একা, দীর্ঘশ্বাসে পূর্ণ এ পথ।
প্রতিটি পদক্ষেপে গেঁথেছি ব্যর্থতার কাঁটা,
প্রতিটি ধূলিকণায় মিশেছে ফুরিয়ে যাওয়া স্বপ্ন।
যেখানে আশা ছিল, সেখানে আজ কেবলই শূন্যতা;
যেখানে ছিল তীব্র বাসনা, সেখানে এখন নিথর স্থবিরতা।
আমি ততটাই ব্যর্থ, যতটা ব্যর্থ হলে আর কোনো
পাওয়ার আকাঙ্ক্ষা অবশিষ্ট থাকে না।
দিগন্তের ওপারে যে সূর্য ওঠে, তার আলো
আজ আমাকে স্পর্শ করে না।
সাগরের ঢেউয়ের গর্জন আমার কানে পৌঁছায় না।
এ এক নীরব পরাজয়, যেখানে নেই কোনো আর্তনাদ,
নেই কোনো বিদ্রোহ। কেবলই এক প্রশান্ত আত্মসমর্পণ,
এক শান্ত স্থবিরতা।
যখন সকল ইচ্ছার প্রদীপ নিভে যায়,
তখন আত্মা এক অদ্ভুত শান্তিতে বিলীন হয়।
এ শান্তি শূন্যতার, এ শান্তি অতল গহ্বরের।
এখানে নেই প্রাপ্তির আনন্দ, নেই অপ্রাপ্তির বেদনা।
কেবলই অস্তিত্বের এক নিরাবেগ প্রকাশ,
যেখানে সবকিছু ফুরিয়ে গেছে, এবং যেখানে কোনো
নতুন কিছুর প্রত্যাশা নেই। এ এক চরম মুক্তি, বা
এক চরম বন্দীত্ব – নির্ণয় তোমার।
∞∞∞∞÷∞∞∞∞∞∞∞∞∞∞∞✪

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত

#নির্ণয়_তোমার #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
#কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

শিরোনামঃ স্মৃতিধৌত দুপুর 💞কলমেঃ  #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া তারিখ: ০১-০৮-২০২৫ খ্রীস্টাব্দবৃষ্টির শব্দ কি কেবল জলের নয়?শ...
01/08/2025

শিরোনামঃ স্মৃতিধৌত দুপুর 💞
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
তারিখ: ০১-০৮-২০২৫ খ্রীস্টাব্দ

বৃষ্টির শব্দ কি কেবল জলের নয়?
শোনা যায়, সেখানে চাপা কান্নারও প্রতিধ্বনি বাজে।
পথে জমা জল পেরিয়ে হেঁটে আসে এক ফেলে আসা দিন-
যার চোখে আমার ছায়া, আর ঠোঁটে নিঃশব্দ এক ডাক।

একদিন, ঠিক এমন বৃষ্টির মধ্যেই হারিয়েছিলাম কারো হাত।
সেদিন আকাশ কাঁদেনি শুধু, আমিও ভিজেছিলাম গভীর নির্জনতায়।

স্মৃতি, এক অদৃশ্য জলছবি-
ছুঁতে গেলে আঙুল ভিজে যায়, কিন্তু মুখ শুকনোই থাকে।
অতীত কি তবে বারিধারার মতোই?
ঝরে পড়ে, আবার মুছে দেয় নিজেই তার অনুরণন।

আজ বুঝি,
সব বৃষ্টি ভেজায় না, কিছু কিছু কেবল মনে করায়।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত

#স্মৃতিধৌত_দুপুর #কবিতা #বাংলাকবিতা #বাংলা #বাংলাভাষা #বাংলাসাহিত্য #বাংলাদেশ

Address

Harbaid-Nondibari
Gazipur
1710

Telephone

+8801716316974

Website

Alerts

Be the first to know and let us send you an email when হ. ম. মুরাদ মিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হ. ম. মুরাদ মিয়া:

Share