New Star

25/06/2025

১ জন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই সংস্কার প্রস্তাব বিএনপি মাইনা নিসে।

এই ছাড়টা দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ।

এখন জাস্ট গুম খুন যাতে না হয়, ফ্রিডম অব এক্সপ্রেসন যাতে সিকিউর থাকে আর নির্বাচনটা যাতে কেউ কোনদিন চুরি করতে না পারে, এই ৪ টা বেসিক জিনিস নিশ্চিত করতে পারলেই আর কারো কোনদিন এই দেশে আর হাসিনা হওয়ার সুযোগটা থাকবে না, ইনশাআল্লাহ।

rahman Khan

23/06/2025

সম্প্রতি আমরা লক্ষ করেছি, একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন, “এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে ...
31/05/2025

সম্প্রতি আমরা লক্ষ করেছি, একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন, “এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করেছে। আমরা হাইপোথেটিকালি ধরে নিলাম, পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল, একটা আন্ডারস্ট্যাডিং হয়ে গেল, তাহলে দেখবেন, ডিসেম্বর না, সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে।”

আমরা উল্লেখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সাথে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সাথেই এনসিপি আসন ভাগাভাগিজনিত কোনো আলোচনায় যায়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারাদেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে।

আমরা আরও লক্ষ করেছি, উল্লেখিত আলোচনায় এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইম্প্রেশন তৈরির চেষ্টা হয় যে, দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়। আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। এনসিপি বলে এসেছে, যেহেতু আওয়ামীলীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি; কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। এনসিপি মনে করে, প্রশাসনিক সংস্কারসহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

যেনতেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়; বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, এনসিপি সেই প্রত্যাশা করে। সংশ্লিষ্ট সকল পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহবান জানায়।

Hasnat Abdullah

25/05/2025

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান:

▪️অবিলম্বে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
▪️সাংবিধানিক সংস্কারের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে অনুষ্ঠানে জাতীয় ঐক্য গড়ে তুলুন।
▪️জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব জড়িত এমন বিষয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করুন।
▪️গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য বজায় রাখতে ও পারস্পরিক দূরত্ব কমাতে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন করুন।
▪️রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই মাসের ভেতরেই জুলাই চার্টার তথা জাতীয় সনদ তৈরি করুন।
▪️জাতীয় সনদের ভিত্তিতে এই মুহূর্তে যেসব সংস্কার করা সম্ভব, সেগুলো যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করুন।
~ Zonayed Saki-জোনায়েদ সাকি

বাস্তবতা।৫ বছরের ছোট্ট মেয়েকে বুয়ার কাছে রেখে অফিসে যায় চাকুরিজীবী দম্পতি। বুয়া এসির বাতাসে ঘুমায় আর বাচ্চা মেয়েটা সারাদ...
24/05/2025

বাস্তবতা।

৫ বছরের ছোট্ট মেয়েকে বুয়ার কাছে রেখে অফিসে যায় চাকুরিজীবী দম্পতি। বুয়া এসির বাতাসে ঘুমায় আর বাচ্চা মেয়েটা সারাদিন একা থাকে।
একদিন...

অফিসে যাওয়ার সময় বাচ্চা মেয়েটা মায়ের আঁচল ধরে বললো,
" মা আমার একা থাকতে ভালোলাগেনা। "

মা বললো, " একা থাকবে কেনো মা।
বুয়া তো আছেই। "

" তুমি থাকো না প্লিজ। "

কথাটা বলে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে।
মা ধমক দিয়ে বললো " জেদ করে না মা।
বুয়ার সাথে গল্প করবে, খেলবে।
আমি তাড়াতাড়ি চলে আসবো। "

গত দুই বছর ধরে এটা প্রতিদিনের ঘটনা। রাতে স্বামী স্ত্রী দু'জনে ফিরে নিজেদের মতো থাকেন। মাথা ব্যাথা, এসিডিটি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরেন।
মেয়ের খোঁজ আর নেওয়া হয়ে ওঠে না।

ইদানীং বাবা মা লক্ষ্য করলেন, মেয়ে একা একা কথা বলে,হাসে।
কখনো কখনো গুনগুন করে কাঁদে। মেয়ের এই অবস্থা কয়েকমাস লক্ষ্য করে নিয়ে গেলেন ডাক্তারের কাছে।

ডাক্তার অবস্থা দেখে বললেন " মেয়েকে পর্যাপ্ত সময় দিন। "

সময় তো আর সস্তা না। স্বামী স্ত্রী দুজনই চাকরি ছাড়তে নারাজ। ফলস্বরূপ, ফুলের মতো ফুটফুটে মেয়েটা এখন সারাদিন চুপ করে থাকে। কথা বলেনা কারো সাথে। একাই হাসে, একাই কাঁদে।
শেষ পরিণাম বুদ্ধি প্রতিবন্ধী
- সংগৃহীত
#জীবন_চক্র

১৭ প্রসাব করে নাই শুধু ভাই।
20/05/2025

১৭ প্রসাব করে নাই শুধু ভাই।

20/05/2025

জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় নির্বাচন হোক।

তাহলে ইশরাক ভাইয়ের মত যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।

তাছাড়া জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হলে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে।

**বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে, জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে।

**জাতীয় নির্বাচনের পূর্বে এই স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে। যেমন- নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকরী ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে। অতঃপর, প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয় তাহলে সেগুলো সংশোধনের আর সুযোগ থাকবে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

**ক্ষমতাসীন সরকারের অধীনে মার্কা দিয়ে কিংবা সিলেকশন প্রক্রিয়ায় নমিনেশন দিয়ে ক্ষমতাসীন দলের মাইম্যানকে বিভিন্নভাবে প্রভাবিত করে জনপ্রতিনিধি করা হয়। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই স্থানীয় নির্বাচন হলে মাইম্যান নয় বরং জনগণের রায়ে জনগণের ম্যান জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিক সম্ভাবনা থাকে।

বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের কর্মী থেকে শুরু করে সমর্থনও সবচেয়ে বেশি। তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সম্ভাবনাও বেশি। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে সেটি হচ্ছে তাদের একাধিক প্রতিনিধির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় মানুষটি নির্বাচিত হবে। চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, সিন্ডিকেটের অংশীদার, তেলবাজরা জনপ্রতিনিধির চেয়ারে বসার সুযোগ পাবে না। আশাকরি এ বিষয়ে তাদের দ্বিমত থাকবে না।

NB: আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পিছানোর ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক। সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না।

~ Md Sarjis Alam

আওয়ামী লীগ আসা লাগবে না, তার আগেই তোদের হত্যা করবে এদেশে রাজনৈতিক দল গুলায়,এবংকি বিএনপি! Asif Mahmud  Hasnat Abdullah না...
19/05/2025

আওয়ামী লীগ আসা লাগবে না, তার আগেই তোদের হত্যা করবে এদেশে রাজনৈতিক দল গুলায়,এবংকি বিএনপি!

Asif Mahmud Hasnat Abdullah নাহিদ ইসলাম Md Sarjis Alam Adbul Hannan Masud, এদের সব থেকে বড় ভুল ছিলো জুলাই আগষ্ট সামনের সারিতে দাঁড়িয়ে হাসিনা পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া!
এখন এদের উচিৎ সেনাবাহিনীর হাতে বা হাসিনাকে পূর্ণ বাসন করে, কয়েক হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে চলে যাওয়া!

তারপর দেখবে জনগণ এদেশের রাজনৈতিক দল গুলার অবস্থা কি করে হাসিনা আর আওয়ামী লীগ!
তখন বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল এক হয়েও আওয়ামী লীগের একটা বাল পালাইতে পারবে না!

14/05/2025

শনিবারে ছুটি বাতিল, খোলা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান!

14/05/2025

NCP তে যোগ দিন আপনার জন্য এবং দেশের জন্য।

13/05/2025

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আপডেটেড নম্বরসমূহে যোগাযোগ করুনঃ

১। গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৫১৯৮
খ। ০১৭৬৯-০৯৫২৫০
গ। ০১৭৬৯-০৯১০২০

২। ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯২৪২৮
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৩। সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৫২০৯
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৪। ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৯৩৫০৯
খ। ০১৭৬৯-০৯৫১৯৮
গ। ০১৭৬৯-০৯৫২৫০
ঘ। ০১৭৬৯-০৯১০২০

৫। বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০২৫৭৬৬
খ। ০১৭৬৯-০২৫৭৬৯
গ। ০১৭৬৯-০২৫৮৬৫
ঘ। ০১৭৬৯-০২৫৭৬৭

৬। মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৫০৭১০
খ। ০১৭৬৯-০৫০৬৯৩
গ। ০১৭৬৯-০৫০৬৯৫
ঘ। ০১৭৬৯-০৫০৬৯৬

৭। উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৮২৮৩৬
খ। ০১৩১৮-৩৭১৫৫৪
গ। ০১৩১৮-৩৭১৫৫৫

৮। দারুসসালাম থানা এবং শাহআলী থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৩৩৭০০
খ। ০১৭৬৯-০৩৩৭০২
গ। ০১৭৬৯-০৩৩৭০৪

৯। গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০৫০২৮৩
খ। ০১৭৬৯০১১৫৫৯

১০। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা

যোগাযোগের নম্বরঃ
ক। ০১৭৬৯০৫৩১৪৪

১১। রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা

যোগাযোগের নম্বরঃ
ক। ০১৭৬৯০৫৩১৬৮

১২। ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯-০৫১৮২৫
খ। ০১৭৬৯-০১৯০৭৩
গ। ০১৭৬৯-০১৩২৩৬

১৩। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৮৯৭৯১৪৮৬২
খ। ০১৮৯৭৯১৪৮৬৩
গ। ০১৮৯৭৯১৪৮৬৪
ঘ। ০১৮৯৭৯১৪৮৬৫
ঙ। ০১৭৬৯০৫১৮৩৮
চ। ০১৭৬৯০৫১৮৩৯

১৪। শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৮১৫৭৯৫৯৫১
খ। ০১৭৬৯০৫৯৮৮৮
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

১৫। তেজগাঁও থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০১৯৪০৯
খ। ০১৭৬৯০১৯৪১৫
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

১৬। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।

যোগাযোগের নম্বরসমূহঃ
ক। ০১৭৬৯০১৩৪৩৯
খ। ০১৬১৯৮৩২০৬৯
গ। ০১৭৬৯০৫১৮৩৮
ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল প্রকার কার্যক্রম (অনলাইন, অফলাইন) নিষিদ...
12/05/2025

বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল প্রকার কার্যক্রম (অনলাইন, অফলাইন) নিষিদ্ধ ঘোষণা করা হলো।

ছবি: বাংলাদেশ গেজেট।

Address

Gazipur

Telephone

+8801796169665

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Star posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Star:

Share