NUB Short Stories

NUB Short Stories জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না বলা গল্প গুলো প্রকাশ করুন আমাদের মাধ্যে। বিশ্ববিদ্যালয় জীবনের স্মরণীয় মুহূর্তগুলো ফুঁটে উঠুক লেখার মাধ্যমে।
(318)

  #জাতীয়_বিশ্ববিদ্যালয়_ছোট_গল্প
12/09/2025


#জাতীয়_বিশ্ববিদ্যালয়_ছোট_গল্প

12/09/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য
"10 Seconds Back to Back"

পাশে থাকলে পাশে পাবেন। 🌚 কিছু পারুক আর না পারুক ফেইসবুক পোস্টে সহমত, উচিত বলে কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি ❤️✨ আলহামদুলিল্লাহ ✨আমার জীবনের জন্য এই দিনটা সত্যিই অনেক বড় একটি প্রাপ্তি। জাতীয় বিশ্ব...
12/09/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি ❤️
✨ আলহামদুলিল্লাহ ✨
আমার জীবনের জন্য এই দিনটা সত্যিই অনেক বড় একটি প্রাপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশের ২০২৪ জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তির জন্য আমার কলেজে আমি প্রথম স্থান অর্জন করেছি।

🎓 স্নাতক সম্মান ১ম ও ২য় বর্ষের ফলাফলের ভিত্তিতে কলেজের অনার্স ডিগ্রি প্রোগ্রামের টপ ০৫ জনকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে আমি একজন হতে পেরেছি।

আরো বিশেষ খুশির বিষয় হলো—আমার প্রিয় অধ্যক্ষ মহোদয় আমাকে একদিন বলেছিলেন, “তুমি তৃতীয় বর্ষে ৩.৫০ নিয়ে আমার সামনে আসবে।” আল্লাহ পাক স্যারের সেই কথা কবুল করলেন।

💐 বীর চট্টলার গর্বের FCA আসলাম চৌধুরী স্যার এর হাত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তির চেক গ্রহণ করার মাত্র দুই ঘন্টা পরে প্রকাশিত হলো অনার্স ৩য় বর্ষের ফলাফল। আলহামদুলিল্লাহ, সেখানে আমি অর্জন করেছি GPA 3.53।

দুই ঘন্টার ব্যবধানে মেধাবৃত্তি ও কাঙ্ক্ষিত ফলাফল—নিঃসন্দেহে এটা আমার জীবনের এক অনন্য আনন্দ, এক গর্বের মুহূর্ত। 🥰

পরিশেষে সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আমার কলিজার টুকরা আব্বু আম্মুর আরো গর্বের সন্তান হতে পারি 🤲❤️

© MD Hridoy

12/09/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভয় পাও

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষেপে গেছে এবার মামলা আর রিট সামলাও 🤧

12/09/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলা করছে। অবশ্য এই ব্যবসা তাদের নতুন নয়। বিচার চেয়ে / সংস্কার চেয়ে লাভ নেই তাই বিচারটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। সিনিয়র এক বোন নিষেধ করেছিল এনইউ তে ভর্তি হতে, তখন তো আর জানতামনা এদের আসল রূপ তাই ফাঁদে পড়েছি। এখন আফসোস করেও কুলকিনারা পাচ্ছি না। এরচেয়ে না পড়াই ভালো ছিল, অযথা টাকা ও জীবনের মূল্যবান সময় নষ্ট করছি। যারা ভাবছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের জন্য একটাই কথা বলতে চাই, চোখকান খুলে দেখো জা.বি গ্রুপ গুলো, এরপর সিদ্ধান্ত নিও। নাহলে ভুগতে হবে আমাদের মতো।

নাম প্রকাশে অনিচ্ছুক
সেশন ২০-২১
দৌলতপুর কলেজ, কুষ্টিয়া

12/09/2025

"বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?"

ফেইসবুকে সবাই জোর গলায় প্রতিবাদ জানালেও বাস্তবতা ভিন্ন। সরাসরি ১% শিক্ষার্থীকেও পাওয়া যায়না।

অনার্স ৩য় বর্ষের ফলাফল নিয়ে ফেইসবুকে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা
12/09/2025

অনার্স ৩য় বর্ষের ফলাফল নিয়ে ফেইসবুকে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীরা

New fear unlocked 😨
12/09/2025

New fear unlocked 😨

Address

Gazipur
1704

Alerts

Be the first to know and let us send you an email when NUB Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NUB Short Stories:

Share

Category