বহুরূপী シ

বহুরূপী シ You turn the page,I burn
the book.🖤
(2)

12/08/2024

কেউ যখন আপনার যোগ্যতার চাইতে বেশি সম্মান আপনাকে দিবে তখন বুঝে নিবেন সে আপনার প্রকৃত শত্রু, তার অবশ্যই কোন না কোন স্বার্থ আছে।🙂

পরিষ্কার করতে ২৪ ঘন্টাও লাগে নাই, পরিবর্তন সন্নিকটে।🇧🇩❤️
06/08/2024

পরিষ্কার করতে ২৪ ঘন্টাও লাগে নাই, পরিবর্তন সন্নিকটে।🇧🇩❤️

28/07/2024

অন্যায়কে অন্যায় বলার মত সাহস আপনার না থাকলে আপনি সমাজের আবর্জনা।🙂

14/07/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়❤️

Address

Joydebpur
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when বহুরূপী シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share