10/07/2025
“এক রাতের দুরুদে বদলে গেলো...”
এক বোন ক্যান্সার আক্রান্ত ছিলেন।
ডাক্তারেরা বলেছিল, আর কিছু করার নেই।
তিনিও সব ছেড়ে দিয়ে শুধু দোয়া করতে থাকলেন...কিন্তু এক বন্ধু তাঁকে বলেছিল:
"তুমি বৃহস্পতিবার রাতে মাগরিবের পর থেকে যত পারো, শুধু দুরুদ পড়ো।
প্রিয়নবী (সা.)-এর প্রতি ভালোবাসা আর চোখের পানিতে দোয়া করো।"সেই রাত—
তিনি ৫০০ বার দরুদ পাঠ করলেন, তারপর কেঁদে কেঁদে বললেন,“ইয়া আল্লাহ, আমি তেমন আমল করিনি, কিন্তু আমি যাকে ভালোবেসে এই দুরুদ পড়েছি, তাঁর উসিলায় আমাকে শেফা দান করো।”পরদিন সকালে রিপোর্টে কিছুই ধরা পড়লো না।ডাক্তারেরা অবাক, কিন্তু সে জানে—“রাতের দুরুদ আর চোখের পানির দোয়া কখনো ফেরে না।”
চলুন, আমরাও আজ রাতটা বরকতের রাত বানিয়ে নেই। ১০০ বার দুরুদ + গোপনে চোখের পানিতে দোয়া। হয়তো আজই, বদলে যাবে কিছু…ইন শা আল্লাহ..... 🌻
সংগ্রহক Fariha Fari
নাম কেটে পোস্ট নেওয়া নিষেধ 🚫
#দোয়ার_অলৌকিকতা