
15/06/2025
আমার ভাই আওসাফ ❤️। বেশ কিছুদিন ধরে বলতেছিলো বড় আপুর অফিসে যাবে। আজকে তার মিথিলা আপুকে নিয়ে সোজা আমার অফিসে এসে হাজির ❤️। আমিতো দেখে অবাক ☺️!!!
অফিস এসে কিছুক্ষণ বসে সবকিছু দেখছিলো,তার মিথিলা আপুকে চুপিচুপি বলে বড় আপুর অফিসটা নাকি পছন্দ হয়েছে 🥰।
কিছু সময় বসে থাকার পর বুঝতে পারলাম আমার ভাইয়ের আমার চেয়ারটাতে বসতে মন চাচ্ছে কিন্তু লজ্জায় বলে না..
আমি তো ঠিকই বুঝতে পেরেছি, পরে আমি ওকে বলি আসো আওসাফ, আমার চেয়ারে বসো, ভাই আমার চেয়ারে বসেই বলে আপু চেয়ারটা ঠিক আমার বাবার চেয়ারর মতো 😭😭, আব্বুও আমাদের আব্বুর চেয়ারে বসাতেন আর বলতেন একদিন তোমরাও চাকরি করবা আর আরামের চেয়ারে বসবে😭!!!
আমার ছোট্ট ভাইটা কথায় কথায় বাবার কথা মনে করে 💔💔 আর বলে আপু বাবাতো আমাকে অনেক আদর করতো 😭!!!!!