গাজীপুর জার্নাল

গাজীপুর জার্নাল মানবিক গাজীপুর আপডেট
Humanity is the path to happiness. Be Bright By light of True!.. (Someone)

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডে...
15/05/2025

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডেকে তুলে।

ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব চল।

মেয়েটা ঘুমঘুম চোখে অবাক হয়। এতরাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা-মা কোন প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্যে জোর করতে থাকে।

যেহেতু বাবা-মা বলছে তাই মেয়েটা আর না করে না। চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে।

কিছুদূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোন দরকারি কাজে যাচ্ছে।

কিন্তু কিছুদূর যাওয়ার পরই মেয়েটা খেয়াল করে তার বাবা-মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে।

মেয়টা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে। কিন্তু বাবা-মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখেমুখে তখনও ঘুমঘুম ভাব ছিল।

কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা-মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে।

কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতীর হাত এবং মুখ জাপটে ধরে, যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে অঘাত করে।

মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না।

তারপর বাবা-মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গোঙ্গাচ্ছিল শুধু।

তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে, চারদিকে র*ক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা।

পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা-মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। এ ঘটনা শনিবারের।

পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতীর লা*শ দেখতে পায়।

লা*শ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা-মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে।

তারপর মেয়ের চাচা এবং বাবা-মা মিলে প্রতিবেশী ২৭ জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না। সবাই অস্বীকার করছিল। পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না।

এর দুইদিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বা

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি  ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র   আসাদুর রহমান কিরণ  গাড়িতে উ...
08/12/2024

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি
ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ গাড়িতে উঠানোর
এ সময় পচা ডিম ও ঝাড়ুর বাড়ি জুতা ঢিলা দেয় বাড়িতে।

এয়ারপোর্ট থেকে শিববাড়ী বি আর টির স্পেশাল গাড়ি আজ উদ্ভধোন হয়ে গেলো। যেটা মেইন রাস্তার মাঝের নির্দিষ্ট লেন দিয়ে নির্দিষ্ট ...
01/12/2024

এয়ারপোর্ট থেকে শিববাড়ী বি আর টির স্পেশাল গাড়ি আজ উদ্ভধোন হয়ে গেলো। যেটা মেইন রাস্তার মাঝের নির্দিষ্ট লেন দিয়ে নির্দিষ্ট গাড়ি চলবে। মাত্র ৪০ মিনিটে।

এসি গাড়ির ভাড়া মাত্র ৭০ টাকা।

30/11/2024

অবশেষে জনতার হাতে আটক
তথাকথিত সেই মুন্নি সাহা!

গাজীপুর এর অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা গাজীপুর রেল গেইট
19/11/2024

গাজীপুর এর অন্যতম গুরুত্বপূর্ণ
জায়গা গাজীপুর রেল গেইট

19/11/2024

#ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বিজিবির হাতে আটক**

গাজীপুর এর অন্যতম নটির পুলা!!! গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব আসাদুর রহমান কিরন ভারতে প্রবেশকালে যশোরের শর্শা থেকে ব...
19/11/2024

গাজীপুর এর অন্যতম নটির পুলা!!!

গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব আসাদুর রহমান কিরন ভারতে প্রবেশকালে যশোরের শর্শা থেকে বিজিবির হাতে গ্রেফতার।।

17/11/2024

বাইকের বেপরোয়া গতি আর
হরহামেশাই ঝরছে প্রান! গাজীপুর টু সিলেট
আঞ্চলিক এই মহাসড়ক টি হয়ে উঠেছে
এক আতঙ্কের নাম!

#গাজীপুর_জার্নাল

16/11/2024

এই নেসা যারে একবার পাইছে!!!!

নিখোঁজ সংবাদ #সবাই শেয়ার করে পাশে থাকবেন প্লিজ।🙏 আপনাদের একটি শেয়ার মাধ্যমে হয়তো মুনতাহা নামের এই ছোট্ট আম্মুটিকে পাওয়া ...
07/11/2024

নিখোঁজ সংবাদ #
সবাই শেয়ার করে পাশে থাকবেন প্লিজ।🙏

আপনাদের একটি শেয়ার মাধ্যমে হয়তো মুনতাহা নামের এই ছোট্ট আম্মুটিকে পাওয়া সম্ভব।😴
মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 😭। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।@everyone

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

11/10/2024

জীবিত বাবারা যাতে এই ভিডিওটি দেখে । সন্তানের ভালোবাসায় সিক্ত হোক প্রতিটি বাবার আত্মা ।

05/10/2024

গাজীপুর সদর হাসপাতালের লিফট দুর্ঘটনা যেতে না যেতেই ফের লিফট দুর্ঘটনায় নিহত হয়েছেন রোগীর স্বজন। ফিক্সড লিফট অপারেটর থাকা সত্ত্বেও কাউকেই পাওয়া যায়না লিফটর ত্রুটি হলে।

Address

Dhaka
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর জার্নাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share