Raj Ghosh Anik

Raj Ghosh Anik I'm Raj Ghosh Anik, A Freelance Marketer and Digital creator.

11/06/2023

লাইফের প্রথম 70 80 বছর একটু কঠিন, এরপর খালি চিল আর চিল....... 🥵

© নিবিড়

1.নিজেকে গভীরভাবে জানুন ও অনুসন্ধান করুন ।2.অন্যের কথায় কান দিবেন না।3.দিনশেষে আপনি শুধুই আপনার আমি শুধুই আমার ।4.কখনো ...
06/09/2022

1.নিজেকে গভীরভাবে জানুন ও অনুসন্ধান করুন ।

2.অন্যের কথায় কান দিবেন না।

3.দিনশেষে আপনি শুধুই আপনার আমি শুধুই আমার ।

4.কখনো অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না।

5.যত ঝড় তুফানই আসুক না কেন ,সময় নিন । সব ঠিক হয়ে যাবে।

6.কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না।

7.কথা যত কম বলবেন ততই ঝামেলা মুক্ত থাকবেন ।

8.মানুষকে 'না' বলার পরিমাণ বাড়িয়ে দিন।
9.কারো সাথে ব্যক্তিগত শত্রুতা রাখবেন না।
10.কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবেনা ।
11.কাউকে অন্ধভাবে অনুকরণ এবং অনুসরণ করা যাবে না।
12.অন্যের কথামতো উঠবস করা যাবে না।
13.অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করতে হবে ।
14.বোবার কোন শত্রু নেই , এটি মাথায় রাখুন।
15.বন্ধু নির্বাচনে সতর্ক হোন ।
16.নিজেকে সময় দিন এবং নিজের প্রতি যত্নবান হোন ।
17.সময়কে অনুৎপাদনশীল খাতে ব্যয় করবেন না।
18.মনে রাখুন যে কোনো সম্পর্ক স্থায়ী নয় ।
19.নিজের কোন ব্যক্তিগত ইনফরমেশন কাউকে দেয়া যাবে না।
20.নেতিবাচক লোকদের সঙ্গ পরিত্যাগ করতে হবে ।
21.জীবনকে উপভোগ করুন ।
22.জীবনে বেঁচে থাকাটাই জরুরি ।বেঁচে থাকলে টুডে এন্ড টুমোরো আপনি বিজয়ী হবেনই ।

কিছু না কিছু শিখুন, দেখুন, জানুন,জানান, দিন ভালো কাটবে।
05/09/2022

কিছু না কিছু শিখুন, দেখুন, জানুন,জানান, দিন ভালো কাটবে।

ওভারথিংকিং করবেন না, সবকিছু পজিটিভ নিবেন, কারণ যদি আলোর দিকটা দেখেন অনেক রাস্তা খুলে যাবে।
04/09/2022

ওভারথিংকিং করবেন না, সবকিছু পজিটিভ নিবেন, কারণ যদি আলোর দিকটা দেখেন অনেক রাস্তা খুলে যাবে।

তাড়াতাড়ি ঘুমাবেন তাড়াতাড়ি উঠবেন, দিনটা অনেক বড় এবং অনেক কাজ সমাধান করতে পারবেন।
03/09/2022

তাড়াতাড়ি ঘুমাবেন তাড়াতাড়ি উঠবেন, দিনটা অনেক বড় এবং অনেক কাজ সমাধান করতে পারবেন।

ফ্রিল্যান্সিং শুরু করার মূলমন্ত্র হলো ইচ্ছা শক্তি , ধৈর্য্য এবং পাশাপাশি একজন দক্ষ গাইডলাইন ✅এই বিষয়ে নিজে নিজে রিসার্চ...
12/04/2022

ফ্রিল্যান্সিং শুরু করার মূলমন্ত্র হলো ইচ্ছা শক্তি , ধৈর্য্য এবং পাশাপাশি একজন দক্ষ গাইডলাইন ✅এই বিষয়ে নিজে নিজে রিসার্চ করে আপনি কখনো একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না ❌। তাছাড়া ফ্রিল্যান্সিং শুরুর দিকেই আপনাকে বেশ কিছু বাধার সম্মুখিন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে✨। তখন ভেঙে না পরে লেগে থাকার মানসিকতা এবং বার বার চেষ্টা ও চর্চার মাধ্যমে সফলতা অর্জনের মনমানসিকতা থাকতে হবে।✅ শুরুতেই হাজার হাজার টাকা 💵আয় করার মন মানসিকতা বর্জন করতে হবে।🚫
এইজন্য আপনাকে হাল ছেড়ে দিলে চলবেনা সবসময় ফ্রিল্যান্সিং এর সাথে থাকতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে💯

একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক...
22/02/2022

একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ ।

29/12/2021

মে মানুষ জানে যে সে কোথায় যাচ্ছে....

সারা দুনিয়া তার পথ ছেড়ে দেয়।

Content no-02ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ?ডিজিটাল মার্কেটিংয়ের অনেক গুলো ধাপ রয়েছে। যেগুলো মূলত ডিজিটাল মার্কেটাররা ...
16/12/2021

Content no-02
ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ?

ডিজিটাল মার্কেটিংয়ের অনেক গুলো ধাপ রয়েছে। যেগুলো মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার করে থাকেন। তা নিচের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ সম্পর্কে আপনারা জানতে পারবেন।
১| সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও (SEO)
২| কনটেন্ট মার্কেটিং
৩| সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৪| অ্যাফিলিয়েট মার্কেটিং
৫| ইমেইল মার্কেটিং
৬| সিপিএ মার্কেটিং(CPA)
৭|সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম(SEM)
৮| ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
৯|ভিডিও মার্কেটিং
১০|পিপিসি মার্কেটিং (PPC) ইত্যাদি।

CONTENT NO- 01ডিজিটাল মার্কেটিং কি🤔?বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ💻। ডিজিটাল মার্কেটিং🖥️ হলো অনলাইন মার্কেটিং বা ইন্ট...
16/12/2021

CONTENT NO- 01
ডিজিটাল মার্কেটিং কি🤔?

বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ💻। ডিজিটাল মার্কেটিং🖥️ হলো অনলাইন মার্কেটিং বা ইন্টারনেট এডভার্টাইজিং যার মাধ্যমে আমরা যেকোনো ধরনের পণ্য বা সার্ভিসসমূহ ঘরে বসেই অল্প সময়ের🕛 মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার বা মার্কেটিং 🔈 করতে পারি।
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং অনেক অনলাইন ব্যবসাকে প্রচার ও প্রসারে এগিয়ে যেতে সাহায্য করছে।

ডিজিটাল মার্কেটিং এ অনলাইন বা অফলাইন ব্যবসায় কাস্টমার দের কাছে প্রোডাক্ট বা সার্ভিস পরিচিতির জন্য অনেক কম সময়ে ও কম খরচে লক্ষ্যযুক্ত কাস্টমারদের পাওয়া যায়।

ডিজিটাল মার্কেটিং💻 এ পণ্য প্রচারের উদ্দেশ্য হলো ব্যক্তির বা কোম্পানির প্রচার করা পণ্য কাস্টমাররা ক্রয় করুক বা আপনার ব্যবসায় সম্পর্কে সবাই জানুক।
এছাড়াও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভি📺 রেডিও📻 ইত্যাদির মাধ্যমে ও
পণ্যের বিজ্ঞাপন🔈 প্রচার করাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে।
তাছাড়া মোবাইল ম্যাসেজিং ও এ্যাপস 📱, ইলেকট্রনিক-বিলবোর্ড🎴এর মাধ্যমে পণ্যের প্রচার কেও ডিজিটাল মার্কেটিং বলা হয়।
সুতরাং এ থেকে বোঝা যায় যে , বর্তমান বিশ্বে🌏 নিজেকে ও নিজের ব্যবস্যায়ের অস্তিত্ব রক্ষার জন্য ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।

30/11/2021
30/11/2021

Address

Ekuria, Kapasia
Gazipur
1730

Telephone

+8801794329123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj Ghosh Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raj Ghosh Anik:

Share