Daily Sunnah
সুন্নাহ মানে হলো অনুসৃত পথ। দীনের অনুসৃত পথকে এককথায় সুন্নাহ বলা হয়। মহান আল্লাহর ওপর ভরসা করে যাত্রা শুরু করতে যাচ্ছে আপনাদের প্রত্যাশিত চ্যানেল Daily Sunnah । সুন্নাহর বাণী নিয়ে আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি মুসলিমের কাছে। সুন্নাহর দাওয়াতই হোক আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্য এবং লালিত স্বপ্ন। উম্মাহর ক্রান্তিকালে এবং ভয়াবহ ফিতনার যুগে পূর্ণাঙ্গ ইসলাম এবং তার সৌন্দর্যকে মুসলিমদের সামনে তুলে ধরা, ইসলামের বিধানাবলির ব্যাপারে উত্থাপিত ও আরোপিত আপত্তি-সংশয় দূর করা এবং প্রিয়নবি সা. ও মহান সালাফে সালেহিনের আদর্শকে এই উম্মাহর মাঝে পুনরুজ্জীবিত করাই Daily Sunnah-এর মিশন এবং ভিশন।