
06/06/2025
ভারত উপমহাদেশের মুসলিমদের জন্য 'ঈদুল আযহা' কেবল ধর্মীয় উৎসবই নয়; বরং তা আমাদের মুসলিম পরিচয়ের প্রতীক ও মুশরিকদের বিরুদ্ধে পূর্বসূরিদের বিজয়ের নিদর্শনও বটে। তাই এ উৎসবে নীরস না থেকে প্রকাশ্যে ও ধুমধামের সহিত কুরবানি করুন। সম্ভব হলে কুরবানিটা গরু দিয়ে আদায় করুন এবং বিদ্বেষীদের অন্তরে ক্রোধের আগুন প্রজ্জ্বলিত করুন। এটা আমাদের ঈমানি গাইরাত, এ ভূখণ্ডে এটা আমাদের অস্তিত্ব ও ঐতিহ্যের অংশ।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদুল আযহায় সবাইকে ঈদ মুবারক।
লিখেছেন-
মুফতি তারেকুজ্জামান হাফিজাহুল্লাহ