Daily Sunnah

Daily Sunnah সুন্নাহর আদর্শে উজ্জীবিত হোক জীবন। সুন্নাহর বার্তা জাগিয়ে তুলুক প্রাণের স্পন্দন।

ভারত উপমহাদেশের মুসলিমদের জন্য 'ঈদুল আযহা' কেবল ধর্মীয় উৎসবই নয়; বরং তা আমাদের মুসলিম পরিচয়ের প্রতীক ও মুশরিকদের বিরুদ্ধ...
06/06/2025

ভারত উপমহাদেশের মুসলিমদের জন্য 'ঈদুল আযহা' কেবল ধর্মীয় উৎসবই নয়; বরং তা আমাদের মুসলিম পরিচয়ের প্রতীক ও মুশরিকদের বিরুদ্ধে পূর্বসূরিদের বিজয়ের নিদর্শনও বটে। তাই এ উৎসবে নীরস না থেকে প্রকাশ্যে ও ধুমধামের সহিত কুরবানি করুন। সম্ভব হলে কুরবানিটা গরু দিয়ে আদায় করুন এবং বিদ্বেষীদের অন্তরে ক্রোধের আগুন প্রজ্জ্বলিত করুন। এটা আমাদের ঈমানি গাইরাত, এ ভূখণ্ডে এটা আমাদের অস্তিত্ব ও ঐতিহ্যের অংশ।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদুল আযহায় সবাইকে ঈদ মুবারক।

লিখেছেন-
মুফতি তারেকুজ্জামান হাফিজাহুল্লাহ

কমেন্টগুলো পড়তে পারেন। এতে আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করছে। আর আপনার আশেপাশে কারা বিচরণ করছে। শুধ...
26/05/2025

কমেন্টগুলো পড়তে পারেন। এতে আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করছে। আর আপনার আশেপাশে কারা বিচরণ করছে। শুধু সময়ের অপেক্ষায় আছে ...

৫ মে ২০২৫ | রাত ৮ টায়
04/05/2025

৫ মে ২০২৫ | রাত ৮ টায়

🔥 Webinar: Remembering the Shapla Massacre
🎯 Tomorrow, from 8.00 p.m.
📍 Here's the full line up.

29/04/2025

বিএসএফ VS বাংলাদেশী

BGB vs BSF
29/04/2025

BGB vs BSF

30/03/2025

মুসলিম উম্মাহর সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ’মাল।

15/10/2024

ঈমান শানিত করো। মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ।

14/10/2024

সিস্টেমের ভিতর ঢুকে সিস্টেম চেঞ্জ করার দিবাস্বপ্ন। মুফতী আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ।

14/10/2024

মুসলমানের ইজ্জত কোথায়? মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ

10/10/2024

আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা.) বলেন, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় সে যেন তাদেরকে অনুসরণ করে, যারা গত হয়ে গিয়েছেন, অর্থাৎ মুহাম্মাদ (সা.) এর সাহাবীদের। কেননা জীবিতদের কেউ ফিতনাগ্রস্ত হয়ে পড়ার আশাংকা থেকে মুক্ত নয়।

আল্লাহ ভাইকে ফিতনা থেকে মুক্ত করে আবার ফিরিয়ে আনুন সেই দুয়া রইলো। আর ভিডিওতে তিনি নিজেই তার অনুসারীদের নসীহা করে রেখেছেন অগ্রীম। এজন্য আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন।

আমাকে ও আমাদের সকলকেও আল্লাহ সকল ফিতনা থেকে মুক্ত রাখুন।

09/10/2024

মৃত্যু পর্যন্ত কেউ ফিতনা মুক্ত না। আমিও না আপনিও না। এমনকি অনুসরণীয় কোনো সেলিব্রিটিও না।
হে আল্লাহ! আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুন। এবং সাহাবায়ে কেরামের পদাংক অনুসরণ করার তাওফিক দান করুন। আমীন

عَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ : مَنْ كَانَ مُسْتَنًّا فَلْيَسْتَنَّ بِمَنْ قَدْ مَاتَ فَإِنَّ الْحَيَّ لَا تُؤْمَنُ عَلَيْهِ الْفِتْنَةُ أُوْلَئِكَ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانُوا أَفْضَلَ هَذِهِ الْأُمَّةِ أَبَرَّهَا قُلُوْبًا وَّأَعْمَقَهَا عِلْمًا وَأَقَلَّهَا تَكَلُّفًا اِخْتَارَهُمُ اللهُ لِصُحْبَةِ نَبِيِّهِ وَلْإِقَامَةِ دِيْنِهِ فَاعْرِفُوْا لَـهُمْ فَضْلَهُمْ وَاتَّبَعُوْهُمْ عَلَى آثَارِهِمْ وَتَمَسَّكُوْا بِمَا اسْتَطَعْتُمْ مِّنْ أَخْلَاقِهِمْ وَسِيَرِهِمْ فَإِنَّهُمْ كَانُوْا عَلَى الْـهُدَى الْـمُسْتَقِيْمِ رَوَاهُ رَزِيْنُ
যে ব্যক্তি কাউকে আদর্শ বানাতে চায়, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাবৃন্দকে নিজের আদর্শ বানায়। কারণ তাঁরা অন্তরের দিক থেকে এ উম্মতের সর্বশ্রেষ্ঠ। ইলমে সবচেয়ে সুগভীর ও ’তাকালস্নুফ’ (কষ্টকল্পনায়) অতি কম। তাঁরা এমন এক সম্প্রদায়, যাঁদেরকে আল্লাহ তাঁর নবীর সাহচর্যের জন্য মনোনীত করেছিলেন। তোমরা তাঁদের অধিকার স্বীকার কর। কারণ তাঁরা ছিলেন সরল ও সঠিক পথের পথিক।

(রাযীন, মিশকাত ১৯৩, আল্লামা আলবানীর মতে এটি যয়ীফ, কিন্তু এর অর্থ সহীহ, ইবনু আব্দুল বার ২/৯৭)

Address

Dhaka
Gazipur
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Daily Sunnah

সুন্নাহ মানে হলো অনুসৃত পথ। দীনের অনুসৃত পথকে এককথায় সুন্নাহ বলা হয়। মহান আল্লাহর ওপর ভরসা করে যাত্রা শুরু করতে যাচ্ছে আপনাদের প্রত্যাশিত চ্যানেল Daily Sunnah । সুন্নাহর বাণী নিয়ে আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি মুসলিমের কাছে। সুন্নাহর দাওয়াতই হোক আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্য এবং লালিত স্বপ্ন। উম্মাহর ক্রান্তিকালে এবং ভয়াবহ ফিতনার যুগে পূর্ণাঙ্গ ইসলাম এবং তার সৌন্দর্যকে মুসলিমদের সামনে তুলে ধরা, ইসলামের বিধানাবলির ব্যাপারে উত্থাপিত ও আরোপিত আপত্তি-সংশয় দূর করা এবং প্রিয়নবি সা. ও মহান সালাফে সালেহিনের আদর্শকে এই উম্মাহর মাঝে পুনরুজ্জীবিত করাই Daily Sunnah-এর মিশন এবং ভিশন।