25/10/2025
মেয়ের পক্ষ থেকে বাবাকে অটো রিক্সা উপহার:
দুই দিন আগে সকালবেলায় দিলশাদকে স্কুলে দিয়ে আসার জন্য বাসা থেকে নামলাম, এই চাচা মোটামুটি প্রায় দিনে গেটের সামনে উনার রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকেন আমাদেরকে নেয়ার জন্য কারণ মাঝেমধ্যে উনার ভাড়ার টাকার চাইতেও আমি একটু বেশি দেই অথবা ওনার ভালো লাগে হয়তো সেজন্য, সমস্যা হচ্ছে উনার বয়স এবং প্যাডেল রিক্সা হওয়ার কারণে প্রায় সময় দেরি হয় তবুও কিছু বলি না।
সেদিন সকালে উনি অটোরিক্সা নিয়ে হাজির এবং চোখে মুখে খুবই খুশি ঝরে পড়ছে। বললেন কাকা উঠেন আজকে নতুন অটোতে করে যাব, ভালোটা নিয়েছি দাম ১ লাখ ৮ হাজার টাকা, উঠে উনার সাথে গল্প শুরু করলাম উনি বললেন উনার মেয়ে ওনাকে কিনে দিয়েছে, জিজ্ঞেস করলাম মেয়ে কি করে, উত্তর দিলেন- মেয়ে ব্যাংকে চাকরি করে; পুরোপুরি ধাক্কা খেলাম কারণ এমন উত্তরের প্রত্যাশা ছিলাম না, নিজেকে সামলে নিলাম। উনি রিক্সা চালিয়ে মেয়েকে পড়াশোনা করিয়ছেন আর মেয়ের কিনে দেওয়া নতুন অটোরিকশা পেয়ে উনি এতটা খুশি যেমন ছোটবেলায় আমরা নতুন কিছু পেলে খুশি হতাম।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ পড়ে আছে যাদের গল্প গুলো অনেক অসাধারণ। সংগৃহীত!