22/07/2025
✈️ ঢাকার আকাশে আগুন লেগেছে
(বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে)
ঢাকার আকাশ ছিল স্বপ্নভরা,
আলোতে ঝলমল সকালটা সারা।
বিমান উঠেছিল নরম বাতাসে,
হৃদয়ে সবাই ছিলো আপন আপন আশায় ভাসে।
কেউ ফিরছিল ঘরে, কাঁধে উপহার,
কারও চোখে ছিলো প্রিয়জনের প্রতীক্ষার বার।
মা অপেক্ষায়, শিশুর মুখে হাসি,
কে জানে, এ যাত্রা হবে জীবন থেকে বিদায়বাসি।
হঠাৎই বাজলো বজ্রের মত শব্দ,
আকাশের বুকে জ্বলে উঠলো ভয়াবহ রোদ্দুর।
বিমান ছিঁড়ে পড়লো ধ্বংসস্তূপে,
কান্নায় ভেসে গেল হাসপাতাল, রাস্তা, সংবাদপত্রের পৃষ্ঠা জুড়ে।
আঙুলে ধরা থাকলো না মোবাইলের ছবি,
পড়ে রইলো ছিন্ন ব্যাগে শেষ চিঠি, শেষ খুদি।
কোথাও জুতো, কোথাও পাসপোর্ট খোলা,
এ শহরের বাতাসে আজও সেই আগুনের ধোঁয়া ভোলা।
আজও মায়েরা চেয়ে থাকে গেটের ধারে,
ফিরবে কি ছেলে, ডাকে কি কারও নাম স্নেহভরে?
আকাশ এখনো নীল — তবু কেমন ফাঁকা,
যেখানে আগুন লেগে পুড়ে ছাই হলো শত শত আশা।