Md Al amin Akon

Md Al amin Akon لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"
🌸″𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥ah
(3)

জাতীয় সমাবেশের জন্য  দিক নির্দেশনা
18/07/2025

জাতীয় সমাবেশের জন্য দিক নির্দেশনা

জামায়াতের সমাবেশ উপলক্ষে ট্রেন বুকিং নিয়ে কিছু সুশীল আর তথাকথিত অনুসন্ধানী সাম্বাদিকদের দেখি চুলকানি বেড়ে গেছে৷ এরা ঠিক ...
18/07/2025

জামায়াতের সমাবেশ উপলক্ষে ট্রেন বুকিং নিয়ে কিছু সুশীল আর তথাকথিত অনুসন্ধানী সাম্বাদিকদের দেখি চুলকানি বেড়ে গেছে৷ এরা ঠিক কোন জাতের সাংবাদিক আমি সেটাই বুঝে উঠতে পারছি না।

প্রথমত, বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, যদি কাউকে ট্রেনে অনেকগুলো সিট দরকার হয়, তাহলে আলাদা করে আবেদন করতে হয়। তখন রেগুলার ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করে দেওয়া হয়। এসব কোচের ভাড়া সাধারণ ভাড়ার চেয়ে ২০-৩০ শতাংশ বেশি হয়।

রেলওয়ের প্রায় প্রতিটি ট্রেনেই সপ্তাহে একদিন বন্ধ থাকে মেইনটেনেন্সের জন্য। যেমন রাজশাহী আর সিরাজগঞ্জগামী দুটি ট্রেন শনিবার বন্ধ থাকে। জামায়াত এ দুটো ট্রেনই রিজার্ভ করেছে।

বাংলাদেশে সাধারণত পুরো একটি ট্রেন রিজার্ভ করা খুবই কম দেখা যায়। স্কাউটদের কিছু জাতীয় কর্মসূচিতে এমন হয়েছে। যেমন, গতবার ৭ম জাতীয় কমডেকার-২০২৫-এর সময় পুরো ট্রেন রিজার্ভ দেওয়া হয়েছিল।

এদিকে যেসব নোটিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার বাইরেও চট্টগ্রাম-ঢাকা রুটে জামায়াত একটি স্পেশাল ট্রেন নিয়েছে, যেটা স্পেয়ার কোচ দিয়ে তৈরি করা হয়েছে। এই ট্রেনের ক্ষেত্রেও বাড়তি ভাড়া পরিশোধ করতে হয়েছে।

এই এক্সট্রা কোচ বুক করা খুব সাধারণ একটা বিষয়। যেমন কক্সবাজারগামী ট্রেনে প্রায়ই কোনো কোম্পানি বা গ্রুপ একসাথে কয়েকটা কোচ রিজার্ভ নেয়। কক্সবাজার রুটে ৫-৬টি কোচ সবসময় রিজার্ভ থাকে।

সুতরাং, জামায়াত কারও ট্রেন বাতিল করে বা কারও সুযোগ কেড়ে নিয়ে কিছু করেনি। রুটিন অনুযায়ী বন্ধ থাকা ট্রেন তারা পেয়েছে এবং যথাযথ ভাড়াও পরিশোধ করেছে। আশাকরি যাদের চুলকানি ছিল সবার রোগ এই পোস্টে সেরে যাবে।

রেলওয়েকে কচুক্ষেতির পিও নাফিজ শরাফতের জন্য জামায়াতের ট্রেনে আরেকটা এক্সট্রা বগি লাগায়ে দেয়ার অনুরোধ করতেছি।

18/07/2025

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আগামী ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সমাবেশ ২০২৫ ইনশাআল্লাহ। এই সমাবেশ সফল করার ক্ষেত্রে আমরা সমগ্র দেশবাসীর দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করছি।

আশা করছি ১৯ তারিখ আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
Dr. Shafiqur Rahman

18/07/2025

৭ দফা দাবি আদায়ে আগামীকাল দলে দলে যোগ দিন

18/07/2025
16/07/2025

গোপালগঞ্জ লাল হওয়া শুরু করেছে এখন শামাল দাও৷ সময় থাকতে ভালো হও প্রিয়!!!! অলরেডি ২জন কট খাইছে 💪💪

এনসিপি’র জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ন...
16/07/2025

এনসিপি’র জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা

১৪৪ ধারা জারি করার মানে হলো, সেখানে কোনো সভাসমাবেশ বা জমায়েত আইনবিরুদ্ধ বলে গণ্য হবে
16/07/2025

১৪৪ ধারা জারি করার মানে হলো, সেখানে কোনো সভাসমাবেশ বা জমায়েত আইনবিরুদ্ধ বলে গণ্য হবে

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর...
16/07/2025

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সমাবেশের মঞ্চে আগুন দিয়েছে হামলাকারীরা। এনসিপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার সাথে যুক্ত। সেখানকার কিছু ছবি তুলে ধরা হলো...

🕋 🍁🥀..
14/07/2025

🕋 🍁🥀..

14/07/2025

‘রিযিক নিয়ে চিন্তিত হবেন না’
☞“জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিযিকের দায়িত্ব আল্লাহরই”
[সূরা হূদ:০৬]

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Al amin Akon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category