
20/04/2025
গতকাল রাজশাহীর মর্মান্তিক ঘটনা😭😭
ঐ বৃদ্ধের স্ত্রী আট মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে বাবাকে কিছুদিন রেখে আর রাখতে চায়না। এ নিয়ে অনেক ঝগড়া। অনেক রাত গেছে বৃদ্ধ উঠানে দাড়িয়ে ছিলেন ছেলেরা দরজা খোলেননি। মৃত্যুর দিন সকালে দুই ছেলের বউয়ের সাথে অনেক ঝগড়া হয়, এবং তাকে বেরিয়ে যেতে বলে, এমনকি ছেলেরা তার জিনিসপত্র বাইরে ফেলে দেয়। এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিলেন। সারাদিন তিনি কিছুই খাননি। এরপর দুপুরে আত্ম*হত্যা করেন।😔😔😔