Habib Tree Cut

Habib Tree Cut We are working as a Tree Cutting team all over the whole country in Malaysia

Metrorail ticket shahbag to uttara
23/01/2024

Metrorail ticket shahbag to uttara

16/09/2023

আলু- ৩৫ টাকা, কেজি
পেয়াজ-৬৪ টাকা কেজি
ডিম -৪৮ টাকা হালি
সয়াবিন- ১৬৯ টাকা লিটার
(সরকার কর্তৃক নির্ধারিত)
নিজে মেনে চলুন অসাধু মুনাফাখোর ব্যবসায়ীদের মানতে বাধ্য করুন।

অভিযোগ করুন:
জাতীয় ভোক্তা-অভিযোগ কেন্দ্র:
ফোনঃ ০২-৫৫০১৩২১৮

মোবাইল: ০১৭৭৭-৭৫৩৬৬৮
হটলাইন: ১৬১২১

(Collected)

06/06/2023
06/06/2023
06/06/2023

কচি ডাব ঝরে পড়ার কারণ।

গাছের বয়স : নারিকেল গাছের বয়স পাঁচ-ছয় বছর হলেই তাতে ফল ধরে। তবেছোট অবস্থাতেই ফল ঝরে যায়। কম বয়সী গাছে ফুল এলেও তা থেকে ফল না নিয়ে সাত-আট বছর পর্যন্ত অপেক্ষা করা উচিত।

উপযোগী জাত : কোন এলাকায় কোন জাতের নারিকেল ভালো হতে পারে তার উপযোগিতা যাচাই করেই নারিকেল গাছ রোপণ করা উচিত।

মাটির ধরন : উর্বর মাটিবা কম চুনযুক্ত (১০-১৪ শতাংশ)মাটি নারিকেল চাষেবেশি উপযোগী।

পোকার আক্রমণ :- রোগ বা পোকার আক্রমণ হলে ওষুধ প্রয়োগ করে এর নিয়ন্ত্রণ করতে হবে। নারকেলের ফুল বা ফল খাওয়া পোকায় আক্রমণ করলে ২ মিলি রগর এক লিটার পানিতে মিশিয়ে ফুলের উপর ভালভাবে স্প্রে করতে হবে। গাছের কুঁড়ি বা পচা রোগের জন্য ১ শতাংশ শক্তিযুক্ত বর্দো মিশ্রণ গাছের অগ্রভাগে বিশেষ করে পাতার গোড়ায় ভাল করে প্রয়োগ করতে হবে।

পরাগায়নের প্রভাবে : নারিকেল ফুলে পরাগায়ন সংঘটিত হয় পোকা বিশেষ করে মৌমাছি অথবা বাতাসের মাধ্যমে। এজন্য একই এলাকায় একাধিক নারিকেল গাছ থাকা দরকার,এতে পরাগায়নের জন্য প্রয়োজনীয় ফুল থাকে।এ ছাড়া নারিকেল ফুল ফোটার পর বাতাস প্রবাহে বাধার সৃষ্টি হলে পরাগায়নও বাধাগ্রস্ত হয়।এতে নারিকেল কুঁড়ি অবস্থাতেই ঝরে পড়ে। অনেক সময় সুষম সার প্রয়োগ না করায় পুষ্টির অভাবে বা অপূর্ণতায় ফুলসুষ্ঠু ভাবে পরিণত না হওয়ায় পরাগায়ন হওয়ার পরও ফল ঝরে যায়। মৌমাছি যাতে নারিকেল গাছের এলাকায় ঘোরাফেরা করে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। নারিকেলের ফুল ফোটার আগে অপ্রয়োজনে কোনো বালাইনাশক স্প্রে করা ঠিক নয়।

মাটির রসের কারণে : নারিকেল গাছের গোড়ায় যদি রস বেশি বা সব সময় স্যাঁতস্যাঁতে থাকে অথবা একেবারে শুকনো থাকে তাহলে গাছের ভেতরের অবস্থা ও ক্রমবর্ধিষ্ণু ফলের কুঁড়ির মধ্যকার আর্দ্রতার অসাম্যতা দেখা দেয়। এতে ফলের কুঁড়ির বোঁটা অতিরিক্ত নরম বা শুকনো হয়ে যায় এবং ফল ঝরে পড়ে। আবহাওয়ায় আর্দ্রতার কম-বেশিও ফল ঝরার কারণ হতে পারে। এ জন্য নারিকেল গাছের গোড়ার মাটিতে যেন সব সময় জো অবস্থা থাকে সে দিকে লক্ষ রাখতে হয়। গ্রীষ্মে অতিরিক্ত গরমের সময় রাতে ও শীতে অতিরিক্ত ঠাণ্ডার সময় দিনে নারিকেলের পাতায় শুধু পানি সেপ্র করে গাছের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করলে ওই সময়ের অস্বাভাবিক অবস্থায় ফল ঝরে পড়ে না বা ফল নষ্ট হয় না। সাধারণত মাটিতে সারের অভাব হলে কচি অবস্থায় নারকেল বেশি করে ঝরে পড়ে। নারকেল গাছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সারের সঙ্গে সুহাগা প্রয়োগের বিশেষ প্রয়োজন। পটাশ সারের অভাব হলে নারকেলের শাঁস গঠনে ব্যাঘাত হয় ও নারকেল ঝরে পড়ে। সেজন্য গোবর সার বা পচন সারের সঙ্গে অনুমোদিত রাসায়নিক সার মিশিয়ে দুভাগ করে এক অংশ বর্ষার আগে (চৈত্র-বৈশাখ) এবং অন্য অংশ বর্ষার পরে (অশ্বিন-কার্তিক) মাসে প্রয়োগ করতে হবে।

অতিরিক্ত ফল ধারণ : অনেক সময় গাছে স্বাভাবিকের চেয়ে বেশি ফল ধরে এবং প্রতিটি ফল পরিমিত পরিমাণ পুষ্টির অভাবে সঠিকভাবে বাড়তে না পারায় বেশির ভাগই ঝরে পড়ে। এ জন্য দু’টি ছড়ি বের হওয়ার মধ্যে সময়ের পার্থক্য কম হলে ছড়িগুলো থেকে ফলসংখ্যা ছাঁটাই করে ফেলা দরকার। এতে বাকিগুলো ঠিকভাবে বাড়তে পারে ও ফলঝরা কমে। ত্রুটিপূর্ণ ছাঁটাই:- নারিকেল গাছের সবুজ পাতা ছাঁটাই করা কোনো ক্রমেই উচিত নয়। যেসব পাতা শুকিয়ে যায় সেগুলোর গাছের সাথে লেগে থাকা মোটা বোঁটাটি না শুকানো পর্যন্ত কাটা উচিত নয়। সবুজ পাতা কাটলে গাছেখাদ্য তৈরি কমে যায়। এতে ফল ঝরে পড়তে পারে।

জৈব বা অজৈব সার প্রয়োগ ও পরিমাণ : খরার সময় জমিতে পানির পরিমাণ কমে গেলে বা খরার পর ভারী বৃষ্টিপাত হলে গাছে পানির পরিমাণ বেড়ে গেলে ছোট ছোট নারকেলগুলো ঝরে পড়ে। সেজন্য খরার সময় নারকেল গাছের গোড়ায় ১৫-২০ দিন পর পানি দেয়ার প্রয়োজন। জমিতে পানির অভাব হলে বা প্রতিকূল অবস্থায় ফল এবং ডাটার গোড়ায় এবসাইজিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং ফল ঝরে পড়ে। এমন অবস্থায় ৬০ পিপিএম শক্তির ২-৪-ডি মিশ্রণ ফুলের ডাটায় ৭ দিন পর পর ৪ বার প্রয়োগ করলে ঝরে পড়া বন্ধ হয়। প্লেনোফিক্স জাতীয় হরমোনের ১০ পিপিএম মিশ্রণ নারকেলের ফুলে এবং পরে ২০ পিপিএম নারকেলের ডাটায় প্রয়োগ করলেও নারকেল ঝরে পড়া বন্ধ হয়। সুস্থ্য এবং রোগ, পোকার আক্রমণ না থাকা গাছের নারকেল হরমোনের জন্য সাধারণত ঝরে পড়ে।

06/06/2023
06/06/2023

শুভ সকাল
পেঁপে-স্তী গাছ- পুরুষ গাছ-উভয় লিঙ্গ গাছ

06/06/2023

বোর্দো মিক্সার।
বোর্দো মিক্সার এমন একটি মিশ্রণ দ্রবণ যাহা বাড়িতে চুন ও তুতে দিয়ে তৈরি করা যায় এবং ছত্রাক জনিত রোগ দমনে বাংলাদেশে বহিল ব্যবহৃত হয়। ইহা তুলনা মূলক ভাবে নিরাপদ এবং সহজলভ্য।
ছত্রাক জনিত রোগঃ গোড়া পচাঁ, কুমড়ার চুনাপড়া, টমেটো আলুর ব্লাইট রোগ বোর্দোমিক্সার দ্বারা দমন করা যায় এটা তৈরী করা খুবই সহজ যেকেউ এটি তৈরী করে ব্যবহার করতে পারবে ।
উপকরনঃ
১। তুতে বা কপার সালফেট ১০০ গ্রাম।
২। চুন ১০০ গ্রাম।
৩। পানি ১০ লিটার।
৪। তিনতি টি বড় পাত্র (মাটির হলে ভালো হয়)।
৫। দুটি বাঁশ বা কাঠের কাঠি।
৬। স্প্রেয়ার।
৭। একটি ইস্পাতের চাকু।
প্রস্তুত প্রণালীঃ
মিশ্রনের অনুপাতটি মনে রাখলে পরিমানে কম বেশি বানাতে সহজ হবে (চুন:তুঁতে:পানি)**(১:১:১০০)
১। তুঁতে ও চুন আলাদাভাবে মিহিকরে গুড়া করে নিতে হবে।
২। ছোট পাত্র ২টিতে ৫ লিটার করে পানি নিতে হবে।
৩। একটি মাটির পাত্রে ১০০ গ্রাম মিহি করা তুঁতে ও অন্য পাত্রে ১০০ গ্রাম মিহি করা চুন ঢেলে দিতে হবে।
৪। বাঁশের কাঠি দিয়ে দুই পাত্রের তুঁতে ও চুন ভালভাবে ঘুটে নিতে হবে। এরপর ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
৫। এরপর দু পাত্রের মিছ্রিত দ্রবণ বড় মাটির পাত্রে ঢালুন। ভাল ভাবে ঘুটে নিন। এটাই হল বোর্দো মিক্সার।
৬। বোর্দো মিক্সার টি সঠিক মাত্রায় হয়েছে কিনা তা রং দেখে বোঝাযায়। মিশ্রিত দ্রবনের রং গাড় নীল হলে বুঝতে হবে সঠিক হয়েছে। দ্রবণ সবুজ বা সাদা হলে যথাক্রমে তুঁতে ও চুন বেশি হয়েছে। পানি দিয়ে মাত্রা ঠিক করে নিন।
৭। এবার স্প্রে করার জন্য একদম তৈরি।
মনে রাখা দরকারঃ— ১। তুঁতে ও চুন ভালভাবে মিহি হল কিনা দেখতে হবে।
২। দ্রবণ প্রস্তুত করার ২-৩ ঘণ্টার মধ্য স্পে করা দরকার।
৩। প্রস্তুত করা মিক্সার ইস্পাতের চাকুর অগ্রভাগ ডুবিয়ে দেখে নিন লালচে দাগ পড়ে কিনা। না পড়লে মিশ্রণ মাত্রা সঠিক হয়েছে।
সতর্কতাঃ *বোর্দো মিক্সার প্রয়োগে কোন কোন ফসলে ( বিশেষ করে টমেটো) বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। *এহা ফল পাকাতে বিলম্ব করে। *তৈরির পর ৩ ঘন্টার মধ্যে ব্যবহার করা উত্তম । * এটা একটি বিষ,তৈরির পর হাত ভাল ভাবে ধুতে হবে।
সুবিধাঃ * বোর্দো মিক্সার কয়েক দিন পর্যন্ত গাছে লেগে থাকে * এটা তৈরির উপকরণ সহজে পাওয়া যায় ওদামে সস্তা * ছত্রাক জনিত রোগ দমনে বেশ কার্যকর
সংগ্রহ কৃত পোষ্ট : জঙ্গলবাড়ী এগ্রো প্লান্ট

06/06/2023
06/06/2023

Address

College Road Of Tongi
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Habib Tree Cut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib Tree Cut:

Share