
06/05/2025
মিনি আমার হৃদয়ের রানী
ছোট্ট পায়ে হেঁটে এল,
মনের আঙিনায় জায়গা নিল,
মিনি আমার, সাদা মায়া,
কত সুখের গল্প লিখল।
দোকান থেকে বাসার পথে,
আমার ছায়া হয়েই থাকল,
রাতের শেষে ঘুম ভাঙাতে,
আলতো করে ডাকল।
আমি যখন একা হতাম,
মিনি এসে পাশে বসত,
একটুখানি খেলা করে,
সব কষ্ট যেন মুছে দিত।
আজ মিনি নেই পাশে আমার,
তবু মনের মাঝে রয়,
ভালোবাসার সুরে বাজে,
মিনি আমার, চিরন্তন সঙ্গী হয়।