Maksuda Yesmin

Maksuda Yesmin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maksuda Yesmin, Digital creator, Gazipur.

03/08/2025

তুমি — এক সহজ রোদেলা গল্পের নাম

তোমাকে দেখলে মনে হয়, জীবন আসলে ততটা জটিল না।
তুমি হাসলে, যেন শহরের সমস্ত ক্লান্তি ভুলে যায় রোদের ধুলোমাখা দুপুর।
তোমার চোখে একটা নীরব যুদ্ধ চলে — হাসির আড়ালে চাপা পড়ে থাকে কত শত কষ্ট, তবু তুমি ভাঙো না।
তুমি চলছো নিজের ছন্দে, কারো প্রতীক্ষা না করেও অনেকের অপেক্ষার নাম হয়ে উঠেছ।

তুমি নরম, অথচ ভীষণ শক্ত —
হেরে গেলেও মুখে হাসি ধরে রাখা এক অসম্ভব ক্ষমতার মানুষ।
তোমার গল্পটা লেখা হয় না কলমে,
তোমার গল্পটা বয়ে চলে হৃদয়ে — এক নিঃশব্দ ভালোবাসার ভাষায়।

03/08/2025

গল্প লিখলে কেমন হয় যদিও আমি লিখতে পারি না।
একটা বিরহের গল্প পড়েন।

💔 বিরহের গল্প: "চিঠির পাতায়"

রিমি আর ইমন – কলেজের দিনগুলোতে একে অপরের ছায়া ছিল।
একসাথে লাইব্রেরি, বিকেলের টংয়ের চা, ছোট ছোট স্বপ্নগুলো একসাথে বোনা হতো।

তবে সময় বদলায়।
ইমনের বিদেশে স্কলারশিপ হলো, রিমি থাকলো ঢাকাতেই।
দূরত্ব ধীরে ধীরে যেন নিঃশব্দে ভালোবাসার দেয়ালে ফাটল ধরায়।

ইমন প্রতিশ্রুতি দিয়েছিল – "ফিরে আসব, শুধু তোমার জন্য।"
রিমি প্রতিদিন লিখে যেত একেকটা চিঠি – কখনো পোস্ট হতো না।
চিঠির পাতাগুলো জমতে জমতে একদিন বই হয়ে গেল।

বছর পাঁচ পর…
ইমন ফিরল, হাতে এক উপহার… কিন্তু রিমি নেই।
সে এখন আরেকজনের সংসারের আলো।

ইমন ফিরে গেল, রিমির লেখা সেই চিঠির বইটা নিয়ে।
সেই বইটায় আজো লেখা –
"ভালোবাসা দূরত্বে হারায় না, হারায় অবহেলায়…"

--

> "একটু হাসি, একটু কান্না – জীবনের আসল গল্পগুলো তো এমনই…"
❤️ যদি ভালো লাগে, একটা ❤️ রিয়্যাক্ট বা শেয়ার দিতে ভুলবেন না

31/07/2025
পুরান ঢাকায় পাথর দিয়ে মানুষ হত্যার নৃশংসতা হাদিস ও ইসলামী বউয়ে পড়া সেই জাহেলী যুগকেও হার মানায়। চাঁদা না দেওয়ায় নাকি এ...
15/07/2025

পুরান ঢাকায় পাথর দিয়ে মানুষ হত্যার নৃশংসতা হাদিস ও ইসলামী বউয়ে পড়া সেই জাহেলী যুগকেও হার মানায়।
চাঁদা না দেওয়ায় নাকি একজন নিরীহ মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে 😢 মানুষ এত হিংস্র হয়.?এর কেমন মানুষের ঘড় থেকে জন্ম নিয়েছে।
এটা শুধু অপরাধ না, এটা এক ধরনের নরপিশাচত্ব।
এরা ইবলিশের বাস্তব রুপ। আল্লাহ এদের ক্ষমা কইরো না। দুযগের সবচেয়ে নৃকৃষ্ট যায়গায় রেখো। আর এই দুনিয়াতেই এরা যেন শাস্তি পায় সেইটা দেখাইয়ো। এই দৃশ্যে ভিডিও একবার দেখেই মাথা ঘুরতাছে। আল্লাহ মাফ করো ।

05/05/2025

আমার সুখের অকাল মৃ ত্যু হলেও,
দুঃখের আয়ু দীর্ঘস্থায়ী.

আমার দবি তুলবি তুল। আমি ক্যামেলাল দিকে তাকাবোই না দেখি কেমনে তুলত ।এই হলো আমার গুড্ডু বাবু ।জোর করেও একটা ভালো ছবি তুলা ...
20/04/2025

আমার দবি তুলবি তুল। আমি ক্যামেলাল দিকে তাকাবোই না দেখি কেমনে তুলত ।
এই হলো আমার গুড্ডু বাবু ।জোর করেও একটা ভালো ছবি তুলা যায় না ।এদিক সেদিক তাকিয়ে থাকে।

21/07/2023
আমার কোনো বন্ধু নেই,যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ...
19/10/2022

আমার কোনো বন্ধু নেই,
যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।
যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি।
সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই।
বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিলো।
দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে। গল্প হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে 'আমি দিচ্ছি, আমি দিচ্ছি' যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুঁকে, 'এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে আবার এলে ফোন করবেন', বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়।
এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট, ক্লেদ,
এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ,
তবুও আমার নিজের কোনো বৃক্ষ নেই।
প্রবল দহন দিনের শেষে, যার ছায়াতে জিরোবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয়,
তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই।

একলা দুপুর উপুড় হলে বিষাদ ঢালা নদীর মতন,
একলা মানুষ ফানুশ হলে, নিরুদ্দেশ এক বোধির মতন,
হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই।

আমার কোনো বন্ধু নেই।
আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই,
ভুল মানুষে, যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই,
হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে,
নির্বাসনের একটা জীবন মাড়িয়ে যাই।

আমার কোনো বন্ধু নেই,
যার কাছে আমি নিজেকে ভেঙেচুরে, খুচরো পয়সার মতো জমা রাখতে পারি।
যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি।

~ সাদাত হোসাইন।

#বাংলাকবিতা

Address

Gazipur
1750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maksuda Yesmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share