পলিটেকনিক নিউজ

পলিটেকনিক নিউজ কারিগরি এর খবর পেতে আমাদের সাথে থাকুন

24/08/2025

বুয়েট থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকা লজ্জার: সড়ক উপদেষ্টা

24/08/2025

১-২-৩-৪
অটোরিকশা ইঞ্জিনিয়ার।

22/08/2025

‘কে বলেরে ডিব্বা, আমরা তোদের আব্বা!

প্রকৌশলের ক্যান্সার, অটোপাশ ইঞ্জিনিয়ার!’

---------------------------শিববাড়ি, গাজীপুর।

22/08/2025

গাজীপুরে অবস্থানরত সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্রোত বইছে।

22/08/2025

বাংলাদেশের আইন সিদ্ধ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের টেকনিশিয়ান বলে অপমান করার কারণে বাংলাদেশ আইনের ধারা লঙ্ঘিত হয়। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে মানহানির মামলা করা একান্ত জরুরি।
দায়িত্বশীলদের প্রতি বিনীত অনুরোধ রইলো।

22/08/2025

দশম দশম পরে কর, আগে কোটার সংজ্ঞা পড়।
স্লোগানে উত্তাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।

সময়ঃ রাত ৩ ঘটিকায়

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী খালেদ বিন সাইফুল্লাহ সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইলেকট্র...
21/08/2025

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী খালেদ বিন সাইফুল্লাহ সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করার পর তিনি ভর্তি হন উত্তরা বিশ্ববিদ্যালয়ে। অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তোলেন আধুনিক প্রযুক্তি খাতে দক্ষ পেশাজীবী হিসেবে। বর্তমানে খালেদ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে Test Engineer হিসেবে কর্মরত থেকে দেশের কারিগরি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন।

📛ফ্যাক্ট চেক📛আইডিইবির পলাতক নেতার এক বছর আগের বক্তব্যে মধ্যরাতে উত্তাল বুয়েট।ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর আওয়া...
21/08/2025

📛ফ্যাক্ট চেক📛

আইডিইবির পলাতক নেতার এক বছর আগের বক্তব্যে মধ্যরাতে উত্তাল বুয়েট।

ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর আওয়ামী পন্থী নেতা মির্জা এটিএম গোলাম মোস্তফার গত ২০২৪ সালের ২০ই মে'র একটি বক্তব্যে অংশবিশেষ ছড়িয়ে পড়ে মধ্যরাতে। যেখানে তিনি ডিগ্রী ইঞ্জিনিয়ার সম্মোধন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের "কু*লঙ্গার" বলে বক্তব্য দিয়েছিলেন। ঐ বক্তব্যের জের ধরে মধ্যরাতে প্রতিবাদে নামে বুয়েট শিক্ষার্থীরা। তবে আইডিইবির নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে ঐ বক্তব্যটি আজকের নয় বরং পতিত স্বৈরাচারের সুযোগ সুবিধা প্রাপ্ত প্রাক্তন আইডিইবি নেতা এটিএম গোলাম মোস্তফার। বর্তমানে ডিপ্লোমা-বিএসসি টানাপোড়েনের মাঝে পুরোনো বক্তব্য হঠাৎ কিভাবে ছড়িয়ে পড়লো এখন এমন প্রশ্ন সংশ্লিষ্ট সবার মাঝে।

শাঁক বাচতে আবার সময় লাগে নাকি 🙂
18/08/2025

শাঁক বাচতে আবার সময় লাগে নাকি 🙂

18/08/2025

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা তিন শতাধিক বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে স্বৈরশাসনের প্রতীক ও স্মৃতি মুছে ফেলার পরও তাদের লাইব্রেরিতে এসব রাজনৈতিক বই মজুত ছিল। অথচ শিক্ষকরা জানিয়েছিলেন, বইগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তারা বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি, পাঠ্যবইয়ের সংকট থাকা সত্ত্বেও লাইব্রেরির তাক রাজনৈতিক বইয়ে ভরে রাখা হয়েছে, যা তাদের কোনো কাজে আসে না।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, তিনি বাইরে থাকায় ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তবে শুনেছেন, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বিষয়ক কিছু বই পুড়িয়েছে। তিনি জানান, ৫ আগস্টের পর এসব বই সরানো হয়েছে বলে ধারণা ছিল। কিন্তু লাইব্রেরিয়ান দীর্ঘদিন অসুস্থ থাকায় সঠিকভাবে খোঁজ নেওয়া সম্ভব হয়নি।

শিববাড়ী মোড়, গাজীপুর। 💪💪💪
14/08/2025

শিববাড়ী মোড়, গাজীপুর। 💪💪💪

14/08/2025

গাজীপুর টু উত্তরবঙ্গ ট্রেন লাইন ব্লকেড
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার🔥

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when পলিটেকনিক নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category